০৪/০৪/২০২৩ রোজ মঙ্গলবার বাংলাদেশে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। ঘটনাটি ঘটেছে রাজধানীর বঙ্গবাজারে। রাজধানীর বঙ্গ বাজারে আগুন লেগে পড়ে গেছে অসংখ্য দোকান। হাজার হাজার মানুষের আর্তনাদ চারদিকে। এই দিনটি অবশ্যই দুঃখজনক একটি দিন। হাজার হাজার মানুষের স্বপ্ন শেষ হয়ে গেল এই আগুন লাগার ঘটনায়। বাংলাদেশে প্রায়ই বিভিন্ন মার্কেট কিংবা গার্মেন্টসে আগুন লেগে থাকে। কিন্তু বঙ্গ বাজারের আগুনের ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ও দুঃখজনক।

Table of Contents

রাজধানীর বঙ্গ বাজারে আগুন

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের সূত্রপাত হওয়ার ৫ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি সেই ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে একে একে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে আগুন নিভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর বঙ্গ বাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সবগুলো ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বেড়েই যাচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সবগুলো ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জানা যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। পানির সংকট দেখা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে আর বিমানবাহিনীর হেলিকপ্টারটি রাজধানীর হাতিরঝিল লেক থেকে পানি উঠিয়ে নিচ্ছে। আগুন নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দেয়ায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

বঙ্গবাজার পাইকারি মার্কেট

মার্কেটের ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্ট সহ বিপুল কাপড়-চোপড় এর স্টক থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে, ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে একদম পুরো চারপাশ। এদিকে আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ীরা। তারা সেখানে আহাজারি করছে। খবর পেয়ে আগে যারা ঘটনা স্থলে আসতে পেরেছে তারা যে যার মত করে দোকান থেকে কিছু না কিছু জিনিসপত্র বের করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোন মালামাল বের করতে পারেননি বলে জানা গেছে।

প্রসঙ্গত মঙ্গলবার ভোর ছয়টা দশ মিনিটে ভয়াবহ এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয়টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এছাড়াও শেষ খবর পাওয়া অবধি হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি। আমরা খবর পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব অন্য একটি পোস্টে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যেন বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসে যায়।