প্রিয় ভিজিটরস ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমাদের এই পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি ভালবাসার আবেগি স্ট্যাটাস, ভালোবাসার আবেগী চিঠি, ভালোবাসার আবেগী কথা, ভালোবাসার আবেগী মেসেজ এবং ভালোবাসার আবেগি মনের কথা। আপনার ভালবাসার আবেগ প্রকাশ করার জন্য অনেক সময় আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকার উদ্দেশ্যে ভালোবাসার আবেগি স্ট্যাটাস, মেসেজ ও চিঠি লিখে থাকেন। আপনি যাতে সহজেই ভালোবাসার আবেগি স্ট্যাটাস মেসেজ ও চিঠি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন সে জন্যই আজকের আমাদের এই পোস্ট। ভালোবাসার আবেগি স্ট্যাটাস গুলো পেতে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।

পৃথিবীর প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষের মনে একজনের প্রতি ভালবাসা জন্মায়। সে ভালোবাসা হতে পারে আবেগের তাড়নায় কিংবা ভালোলাগা ও পছন্দের জন্য। প্রেম ভালবাসা যেভাবেই হোক না কেন যে একবার প্রেমে পড়ে যায় তার মনে শুধু ওই প্রিয় মানুষটির কথায় বারবার ছবি আঁকতে থাকে। ভালোবাসার শেষ পরিণতি কি হবে ভালোবাসার শুরুতে এটি কেউ ভাবেনা। অনেক সময় আবেগের তাড়নায় পড়ে অনেকে একজনের জীবনের সাথে জড়িয়ে যায়। সেজন্য সে তার প্রিয় মানুষটিকে বিভিন্ন আবেগি স্ট্যাটাস এসএমএস দিয়ে থাকে। সেই স্ট্যাটাস এসএমএস গুলো আমাদের সাইটে আজকে প্রকাশ করব। চলুন দেখে নেয়া যাক ভালোবাসার আবেগ নিয়ে লেখা আজকের এই পোস্ট।

ভালোবাসার আবেগি স্ট্যাটাস

১. তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। তোমার স্থান আমি অন্য কাউকেই দিতে পারবো না। আমার মনের সম্পূর্ণ জায়গা জুড়ে শুধু তোমার অবস্থান।

২. ভালোবাসা  তোমার থেকেই বুঝতে শিখেছি। আর সারা জীবন এভাবেই আমি তোমাকেই ভালোবাসতে চাই। আমার জীবনের প্রতিটা গল্পে তোমার নাম লেখা থাকবে।

৩. তুমি আমার সেই ভালোবাসা, যে ভালোবাসার মূল্য আমার কাছে পুরো পৃথিবীর চেয়েও বেশি। তুমি আমার কাছে অমূল্য এক ব্যক্তি, যা আমি কখনোই হারাতে চাই না।

৪. আমার জীবনের শেষ নিঃশ্বাসটা যেন তোমার বুকে মাথা রেখেই হয়। তোমাতেই আমার ভালবাসা শুরু, শেষটা যেন তোমার মাঝেই হয়।

৫. আমার মনের আবেগগুলো তোমাকে নিয়ে ঘেরা। তোমাকে নিয়েই সাজিয়েছি আমার মনের বারান্দা। যে বারান্দায় থাকবে তোমার আর আমার বসবাস।

৬. তোমার স্থান হবে আমার বুকের বাম পাশে। আমার পাঁজরের প্রতিটি কোনায় কোনায় তোমার নাম লেখা থাকবে। আমার বুকের ভিতরে তোমাকে নিয়েই ঘর বেঁধেছি।

৭. আমার মৃত্যুটা যেন তোমার কোলে মাথা রেখেই হয়। আমার আগে তোমার মৃত্যু আমি কখনোই সহ্য করতে পারবো না। তোমার কোলে মাথা রেখেই আমি পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই।

৮. তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার প্রথম ভালোবাসা। বিয়েটা আমি তোমাকেই করব, আর সারাটি জনম তোমার সাথেই কাটিয়ে দেবো। এটাই আমার মনের ইচ্ছা।

ভালবাসার আবেগী চিঠি

প্রিয়তমা,

হে আমার কলিজার টুকরা, হে আমার জান, আশা করি তুমি ভালো আছো। আমি এতদিন ভালো ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি আর ভালো নেই। তোমাকে দেখার জন্য আমি প্রতিটি মুহূর্ত ছটফট করতে থাকি। আমার সমস্ত চিন্তা ভাবনা জুড়ে এখন শুধু তুমি আর তুমি। তোমাকে এক মুহূর্ত না দেখতে পেলে আমার মনটা শুধু হাহাকার করতে থাকে। তুমি যখন আমার থেকে দূরে থাকো তখন আমার মনটা মরুভূমির মতো খা খা করতে থাকে। তোমাকে আমি কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানিনা। মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোমাকে বলার মত সাহস আমার হয়ে ওঠেনি। তাই এই চিঠির মাধ্যমে তোমাকে আমি আমার ভালোবাসার কথাটি জানালাম। জানিনা তুমি আমাকে কোনদিন ভালোবাসবে কিনা। কিন্তু আমি যতদিন বেঁচে থাকব শুধু তোমাকেই ভালোবাসবো। তোমার চিঠির অপেক্ষায় রইলাম প্রিয়তমা।

ইতি
তোমার ভালোবাসার প্রত্যাশী
ফারহান

ভালোবাসার আবেগী কথা

মানুষের জীবনের প্রথম প্রেম সে কখনোই ভুলতে পারে না। সে তার প্রথম ভালবাসার মানুষটিকে সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চায়। সে তাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না। কিন্তু ভালোবাসার শেষ পরিণতি সবার এক হয় না। কেউ তার প্রথম ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পেয়ে যায়। আবার কেউ তার প্রথম ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। যে তার প্রথম ভালোবাসার মানুষটিকে পেয়ে যায় সে সারা জীবন স্বর্গসুখ লাভ করতে পারে, আর যে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে সে সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে থাকে। প্রথম ভালবাসা যদি সত্য হয়ে থাকে তবে সে কখনোই তা ভুলতে পারবে না। আর যদি তা মিথ্যে হয়ে থাকে তবে সে কিছুদিনের মধ্যেই ভুলে গিয়ে নতুন মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবে। এটিই ঘটে থাকে প্রতিটি মানুষের ক্ষেত্রে।

অনেক সময় দেখা যায় প্রেমিক-প্রেমিকা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু তাদের মাঝে কাটা হয়ে দাঁড়ায় তাদের ফ্যামিলি। ফ্যামিলির কারণে সারা জীবন চোখের জল ফেলতে হয় হাজারো প্রেমিক প্রেমিকার। তবে দুজনের ভালোবাসা যদি সঠিক হয় আর দুজনের মনোবল যদি শক্ত থাকে তাহলে অবশ্যই তারা এক হতে পারবে। তারা ফ্যামিলির তোয়াক্কা না করে পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে হলেও নিজেরা একসাথে থাকতে চায় এবং একসাথে বাঁচতে চায়। ভালবাসার পূর্ণতা দিতে তারা বাড়িঘর, ফ্যামিলি সব কিছু ত্যাগ করে দিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। আর সারা জীবন তারা একসাথে থাকে। এটিই হচ্ছে ভালবাসার পূর্ণতা। ভালবাসার পূর্ণতা দেখতে এবং ভালোবাসার পূর্ণতা পেতে প্রতিটি মানুষেরই ভালো লাগে।

ভালবাসার আবেগী মেসেজ

১. তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো তুমি এখনো বুঝে উঠতে পারোনি, তাই আমি তোমাকে বারবার মেসেজ দিতে থাকি। সবসময় শুধু আমি তোমার কথাই ভাবি। হাজারো ব্যস্ততার মাঝে আমি শুধু তোমাকেই মেসেজ দিই।

২. আমার ইনবক্সের শুরুতেই থাকে তোমার নাম। কারণ আমি তোমার সাথে মেসেজ করতে ভালোবাসি, তোমার সাথে মনের অনুভূতিগুলো শেয়ার করতে ভালবাসি। কারন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।

৩. আমার ফোনে কোন মেসেজের নোটিফিকেশন আসলে আমি ভাবি তুমি মেসেজ দিয়েছো। তাই আমি মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য তাড়াতাড়ি ইনবক্স চেক করে দেখি। তোমার মেসেজ পেলে আমার মনটা আনন্দে ভরে ওঠে।

৪. আমি যখন খুবই ব্যস্ত থাকো তখন আমি শুধু তোমার পুরনো মেসেজগুলো ঘাটতে থাকি। সেই পুরনো মেসেজগুলো ঘাটতে থাকা অবস্থায়ও তুমি আমাকে যখন মেসেজ করো তখন তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়।

৫. দিনের শুরুটা হয় তোমাকে মেসেজ দিয়ে, আর রাতে ঘুমিয়ে যাওয়ার পর্যন্ত আমি সারাদিন তোমাকেই মেসেজ করি। আর রাতে ঘুমিয়ে যাওয়ার আগে তোমাকে মেসেজ দিয়েই ঘুমিয়ে পড়ি।

ভালোবাসার আবেগি মনের কথা

আমাদের এক একজনের আচার ব্যবহার এক এক ধরনের। তবুও ভালোবাসার ক্ষেত্রে কারো চেয়ে কেউ কম জানেনা। প্রিয় মানুষটিকে ভালবাসতে সবাই জানে। তবুও কারো ভালোবাসা পূর্ণতা পায়। আবার কারো ভালোবাসা পূর্ণতা পায় না। সবই নিয়তির খেলা। কারণ সৃষ্টিকর্তা আগে থেকেই ঠিক করে রেখেছে আমাদের জীবনসঙ্গী কে হবে। তাই অসম্ভব রকমের ভালোবাসার মানুষটিকে হারালেও আমাদের ভেঙে পড়লে চলবে না। কারণ সৃষ্টিকর্তা যা না চায় তাই আমাদের জন্য অমঙ্গল। আর যা চায় তাই আমাদের জন্য মঙ্গল। তাই আমরা জীবনে যাকে পাবো তাকে নিয়ে সন্তুষ্ট থাকবো। আমরা যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য আমরা অসম্ভব চেষ্টা করব। তবু যদি না পাই তাহলে তার কথা মন থেকে মুছে দিয়ে যাকে পাব তাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করব। কারণ জীবনটা গল্পের মত রঙিন নয়, বাস্তবতা অনেক কঠিন। তাই বাস্তবতা আর পরিস্থিতিকে স্বীকার করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে।

সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি চাইলে আমাদের পোস্ট থেকে ভালোবাসার স্ট্যাটাস গুলো আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পোস্ট শেষ করলাম। আসসালামু আলাইকুম।