একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের ভালোবাসা হতে পারে বিভিন্ন উপায়ে। অনেকেই সুন্দর চেহারার মানুষের উপর প্রেমে পড়ে। আবার অনেকেই সুন্দর আচরণ বা সুন্দর মনের মানুষকে ভালোবেসে ফেলে। কিংবা যখন একজনের প্রতি মানুষের মায়া জন্মায় তখন তাকে অনেক আপন ভাবে। একজনের প্রতি আবেগ কাজ করে বিধায়, অনেকেই কোন কিছু চিন্তা না করে তাকে নিজের করে নিতে চায়। কারো আশা পূরণ হয়। আবার কেউ অপূর্ণতায় ভোগে।
এই পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। আবার অনেকের ভালোবাসা পূর্ণতা পেয়েও নিয়তির খেলায় হেরে যায় এবং তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। একজন মানুষকে পেয়ে হারানোর যন্ত্রণাটা অনেক বেশি। কোন ব্যক্তি যখন তার প্রিয় মানুষটিকে হারায় তখন সে অনেক হতাশায় ভোগে। অনেকে আছে যারা ভালোবাসার আবেগী উক্তিগুলো ফেসবুকে শেয়ার করে থাকে। আবেগি ভালোবাসার উক্তিগুলো পেতে সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।
আবেগি ভালবাসার উক্তি
১. একজন মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে, তখন তার সম্পূর্ণ মনোযোগ কাজ করে তার ওই ভালোবাসার মানুষটির উপর। সে তাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারেনা।
২. ভালোবাসা আপনাকে এক আকাশ পরিমাণ এনে দিতে পারে। আবার এই ভালোবাসা আপনাকে হতাশার চরম পর্যায়ে নিয়ে যেতে পারে, যখন আপনি ভালোবাসায় ব্যর্থ হবেন তখন বুঝতে পারবেন।
৩. ভালোবাসা হোক এমন একজন মানুষের সাথে, যে কখনো আপনাকে ছেড়ে যাবে না। ভুল মানুষের প্রেমে পড়লে আপনার জীবন নরকে পরিণত হবে।
৪. এ যুগের খাঁটি মানুষের বড়ই অভাব, কিন্তু একবার যদি জীবনসঙ্গী হিসেবে ভালো একজন মানুষ পেয়ে যান তবে আপনার মত ভাগ্যবান কেউ নেই।
৫. স্কুল জীবনের প্রেমগুলো হয় আবেগ দিয়ে। বড় হয়ে সেই দিনগুলোর কথা মনে পড়লে, আপনি নিরবে হাসবেন।
৬. যে সত্যিকারের ভালবাসতে জানে, সেই হচ্ছে সত্যিকারের প্রেমিক। আর যে প্রেমের অভিনয় করে সে তো অভিনেতা।
৭. নিজের ক্যারিয়ার করার আগে কখনো কোন মেয়ের পিছনে ছুটবেন না। এতে আপনার ক্যারিয়ার ধ্বংস হবে এবং আপনি সেই মেয়েটিকে পাবেনও না।
৮. এক নারীতে শক্ত পুরুষ সব সময় অবহেলিত হয় আর ভালোবাসার বিনিময়ে শুধু ধোঁকা পায় বরং কষ্ট হয় তার জীবনসঙ্গী।
৯. তুমি যদি আমাকে ছেড়েই চলে যাবে, তবে কেন আমার জীবনে কষ্ট দিতে এসেছিলে।
১০. যতদিন বেঁচে থাকব, তাকে আমি দূর থেকে ভালোবেসে যাবো। সে আমার শখের একজন মানুষ।
ভালোবাসার আবেগী উক্তি
১. আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভালোবাসুন। বাস্তবতার কথা মাথায় রেখে প্রেম করুন তবেই জীবন সুন্দর।
২. নিজেকে প্রতিষ্ঠিত করার বয়সে প্রেম করে বেড়ালে তো ভবিষ্যতে কাঁদতেই হবে।
৩. আপনার দুঃসময়ে যদি আপনার প্রিয় মানুষটি পাশে থাকে, তবে তাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন।
৪. প্রেম করার জন্য কাউকে খুঁজতে হয় না বরং ভাগ্যে থাকলে আপনা আপনি আপনার ধারে এসে হাজির হয়ে যাবে।
৫. গাছের কষ্ট হয় গাছের পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় নদীর পানি শুকিয়ে গেলে, আর মানুষের কষ্ট হয় প্রিয় মানুষকে হারালে।
৬. আমি তাকে ভালোবেসে তার জন্য পাগলামি করতাম। কিন্তু সে আমাকে পাগল ভেবে ছেড়ে চলে গেল।
৭. একদিন ঠিকই আমাকে বুঝবে, যেদিন বুঝবে ঐদিন আমাকে অনেক খুঁজবে। কিন্তু তখন আমি হারিয়ে যাব অনেক দূরে।
৮. ভালোবাসা যদি স্বর্গ থেকে হয়, তাহলে এই ভালোবাসা মানুষকে কেন এত কষ্ট দেয়।
৯. বাহিরের হাসিটাই প্রকৃত হাসি নয়। ভালোবাসার ফলে অনেকের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে।
১০. রাতে লুকিয়ে কান্না করা মানুষগুলো, দিনের বেলায় বেশি হাসে। সেই হাসিটা শুধু লোক দেখানোর জন্য। সেটি কিন্তু প্রকৃত হাসি নয়।
প্রিয় ভিজিটরস আশা করি আমাদের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবেগী ভালোবাসার উক্তিগুলো আপনারা ফেসবুকে শেয়ার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পোস্ট শেষ করলাম।