সাধারণভাবে চলাফেরা এবং সাধারণভাবে জীবন যাপন করাকে সাদামাটা জীবন বলা হয়। সাদামাটা জীবন যাপনের মধ্য দিয়ে অনেকেই সুন্দর ও স্বাভাবিক ভাবে দিন পার করে যাচ্ছে। তারাই হচ্ছে প্রকৃত সুখী। কারণ জীবন যত সাধারন হয় তত চিন্তাভাবনা কম থাকে এবং জীবন অনেক সুখের হয়। সুন্দর মনের মানুষ সব সময় সাদামাটা জীবন পছন্দ করে। ধনসম্পদের প্রতি যাদের আকাঙ্ক্ষা বেশি তারা কখনোই সুখী হতে পারে না। কেননা লোভী মানুষ যতই সম্পদের মালিক হোক না কেন তার সম্পদের চাহিদা কখনোই পূরণ হয় না। সে আরো সম্পদের পাহাড় গড়ার স্বপ্ন দেখতে থাকে এবং তখনই ডিপ্রেশনে পড়ে যায়। এই অতিরিক্ত সম্পদের প্রতি লোভ মানুষের সুন্দর ও স্বাভাবিক জীবন যাপনকে অনেকটা জটিল এবং অগোছালো করে তোলে। তাই আমরা কখনোই অধিক সম্পদের আশা করবো না এবং অল্পতে সন্তুষ্ট থাকতে শিখব। আমরা যদি সুন্দর ভাবে বাঁচতে চাই তাহলে সাদামাটা জীবন যাপন আমাদের জন্য উত্তম।

সম্মানিত পাঠক ভাই ও বোনেরা আমাদের আজকের এই পোস্টে আপনাদের জন্য সাদামাটা জীবন নিয়ে উক্তি, কবিতা ও ক্যাপশন তুলে ধরব। আপনারা অনেকেই আছেন যারা সাদামাটা জীবন পছন্দ করেন। অনেক সময় আপনারা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাদামাটা জীবন নিয়ে উক্তি ও কবিতা শেয়ার করে থাকেন। আবার অনেক সময় আপনাদের ফেসবুক পোস্ট এর ছবিতে সাদামাটা ক্যাপশন দিয়ে থাকেন। আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে আপনি সাদামাটা জীবন নিয়ে উক্তি, ক্যাপশন ও কবিতা গুলো পেয়ে যাবেন। আর এসব উক্তি ক্যাপশন ও কবিতাগুলো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে পড়ে নিই আজকের এই পোস্ট।

সাদামাটা জীবন নিয়ে উক্তি

১. জীবনযাপন যত সাধারন হবে ততই আপনি জীবনকে উপভোগ করতে পারবেন।

২. জন্মটা গরিবের ঘরে, তাই জীবনটা সাদামাটা। এটিই আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়।

৩. অনেক সাধারন হতে চাই, যতটা সাধারণ হলে জীবনটা খুবই সহজ এবং সুন্দর হবে।

৪. ধনসম্পদ নয়, আমি সুখ চাই। আর এজন্যই একটি সাদামাটা জীবন চাই।

৫. ধরণীতে বাঁচবোই বা কয়দিন, যে কয়দিন বাঁচি সাদামাটা জীবন যাপন করতে চাই।

৬. সাদামাটা মানুষের জন্য একজন সাদামাটা জীবনসঙ্গী প্রয়োজন। এতে অনেক সুন্দর একটি সংসার হয়।

৭. সাধারণের মাঝেও অসাধারন কিছু থাকতে পারে, তা আমাদেরকে মন ও চক্ষু দ্বারা খুজে বের করতে হবে।

৮. যাদের জীবনে ধন সম্পদের লোভ নেই, তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ।

৯. যারা প্রকৃত জ্ঞানী, তারা কখনোই অহংকার করে না। বরং তারা সহজ ও সাদামাটা জীবন যাপন করে।

১০. আর তারাই সফল হয়েছে যারা অতি সাধারণ ছিল এবং অহংকার মুক্ত ছিল।

সাদামাটা জীবন নিয়ে কবিতা

হে প্রভু সাধারণ জীবন দাও
তবে অভাব দিও না
জীবনটা সাদামাটা করে দাও
মনে অহংকার দিও না।

আমি চাই সাধারণ জীবন
কারণ সুখটা অনেক দামি
সুখের জন্য সাদামাটা এই
জীবন যাপন করি আমি।

সুন্দর একটা জীবন চাই
পাবো কি তা আমি
সাধারণভাবেই থাকতে চাই
সাধারণ হইয়ো তুমি।

মন যদি হয় সহজ সরল
সাদামাটা তার ধরন
অতি আপোষেই সবাই মিলে
করবে তোমায় বরণ।

সাদামাটা এই জীবন নিয়ে
রয়েছে অনেক স্বপ্ন
সাধারন মানুষের মাঝেই রয়েছে
অনেক বেশি যত্ন।

সাদামাটা জীবন আমার
সময় করছি পার
চলি সবাই মিলেমিশে
নাই কোন অহংকার।

সাদামাটা জীবন নিয়ে ক্যাপশন

১. ওই সব জিনিস আমাদের জন্য অমঙ্গলজনক, যা আমাদের জীবনকে সাদামাটা থেকে জটিল করে তোলে।

২. যে যত বেশি সাধারণ, তার জীবন তত বেশি সুন্দর হয়। তাই সাদামাটা জীবন যাপন করুন।

৩. যারা সাদামাটা জীবন যাপন করে, তারা সবসময় হাসিখুশি থাকে।

৪. জীবনটা সুন্দর করতে চাও? তবে সাধারণ ভাবে জীবন কাটাও।

৫. জীবনের চাহিদা যত কম, জীবন যত সাদামাটা, ততই জীবন সুন্দর।

৬. প্রতিযোগিতা না করে সহযোগিতার মাধ্যমে আমরা এক বদ্ধ পরিকর।

৭. জীবন তখনই সুন্দর মনে হয়, যখন চলার পথটা অনেক সহজ সরল হয়।

৮. সাদামাটা জীবনধারী মানুষ সবসময় অল্পতে সুখ খুঁজে নেয়।

৯. তারাই প্রকৃত সুখী মানুষ, যাদের জীবনধারণের জন্য চাহিদা অনেক কম থাকে।

১০. পৃথিবীর বেশিরভাগ জ্ঞানী গুণী এবং ধনী ব্যক্তিরা সাদামাটা জীবন যাপন পছন্দ করেন।

সাদামাটা জীবন নিয়ে ইসলামিক উক্তি

১. প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করতেন। 

২. আল্লাহতায়ালা অহংকারমুক্ত ও সাদামাটা জীবনধারী মানুষকে অনেক ভালোবাসেন।

৩. তারা জীবনে অনেক সুখী হয়, যারা তাদের অল্প সম্পদে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে।

৪. সাদামাটা জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত।

৫. যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা বেশিরভাগই সাদামাটা জীবন যাপন করতেন।

৬. আমার ভয়ে তুমি যা ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।-হযরত মুহাম্মদ সা:

৭. কোন কিছুর জন্যই ভেঙ্গে পড়বেন না, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন।

৮. যারা অহংকার করেছে তাদেরই পতন হয়েছে, তাই অহংকার না করে সাদামাটা জীবন যাপন করা উচিত।

৯. মানুষের সাথে মিলেমিশে সাদামাটা জীবন যাপন করাটাই জীবনের প্রকৃত সুখ।

১০. ইসলাম শান্তির ধর্ম, তাই এখানে সাদামাটা ও সহজ সরল জীবন যাপন করার কথা বলা হয়েছে।

প্রিয় পাঠক বৃন্দ আমরা আজকের পোস্টে সাদামাটা জীবন নিয়ে উক্তি, কবিতা ও ক্যাপশন গুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এই পোস্টটি থেকে উক্তি, কবিতা ও ক্যাপশন গুলো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।