জীবন চলার পথ অনেকটাই নদীর মতো আঁকাবাঁকা। মানুষের জীবন কখনোই একইভাবে অতিবাহিত হয় না। বরং জীবনে চলার পথে মানুষ একেক সময় একেক পরিস্থিতির শিকার হয়। কখনো কখনো আপনার জীবনে দুঃখ আসতে পারে আবার হঠাৎ করেই সুখ আসতে পারে। আপনার জীবনের চলার পথ কেমন হবে তা আপনি বলতে পারবেন না। তবে আপনার কর্মের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের চলার পথ তাকে অনেকটাই সহজ ও সুখকর করতে পারেন। যদি আপনার কর্মের দ্বারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারেন তবে আপনার জীবন অনেক সুন্দর হবে।

আমরা আমাদের পারিবারিক সামাজিক জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ করে থাকি যার দ্বারা আমাদের জীবন চলার পথ এগিয়ে যায়। মানুষের মন সব সময় এক থাকে না। কখনো কখনো মনে অনেক শান্তি ও মুখে অনেক হাসি থাকে। আবার অনেক সময় দেখা যায় মানুষের মুখে দুশ্চিন্তা ও দুঃখের ছাপ। মানুষের মন পরিবর্তনশীল, তাই মানুষ একেক সময় একেক মনোভাব নিয়ে তার জীবন পরিচালনা করে। তার জীবনের চলার পথে যখন বিভিন্ন পরিস্থিতির শিকার হয় তা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মনোভাব তুলে ধরে। এজন্য অনেক সময় তারা ইন্টারনেটে জীবন চলার পথ নিয়ে উক্তি লিখে সার্চ করে থাকে। তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট।

জীবন চলার পথ নিয়ে উক্তি

১. হাসি-কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা সবকিছু মিশিয়েই মানুষের জীবন। তাই এটিকে মেনে নিয়ে জীবনে পথ চলতে হবে।

২. লাইফে যখন দুঃখ আসবে তখন ভেঙে পড়লে চলবে না। বরং দুঃখকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে।

৩. সৃষ্টিকর্তা কখনো নিরাশ করে না, তাই তার ওপর ভরসা রেখে জীবন পরিচালনা করা উচিত।

৪. অল্পতেই যারা ভেঙে পড়ে, তারা জীবনের কখনোই সফল হতে পারেনা। সফল হতে হলে মনকে কঠোর করতে হবে।

৫. এ পৃথিবীতে বোকা মানুষ ধোকা খায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়।

৬. মানুষ মানুষের জন্য, তাই মানুষের ক্ষতি নয় বরং পারলে তাকে উপকার করা উচিত।

৭. মানুষের বাইরের রূপটা আসল রূপ নয়, তার ভেতরের রূপটাই হচ্ছে তার আসল রূপ।

৮. দুনিয়ায় সব মানুষ এক নয়, তাই একজনকে দিয়ে সব মানুষকে বিচার করা উচিত নয়।

৯. মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে, তখন জীবনের চলার পথ অনেক সুন্দর ও সহজ হয়।

১০. পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জীবন চলার পথে এমন কর্ম করে গেছেন, মরে গিয়েও তারা মানুষের মাঝে বেঁচে আছেন।

১১. একজন মানুষ বাহির থেকে দেখলে যতটা নিষ্ঠুর মনে হয়, ভেতরে হয়তো তিনি অনেকটাই দয়াময় হতে পারে।

১২. একজন মানুষ ভালো কি মন্দ তা তার কাজের মাধ্যমে প্রকাশ পায়।

১৩. একটি ভালো দিনের আশায় মানুষ অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে যায়।

১৪. পৃথিবীর সব মানুষের চলার পথ এক নয়, মানুষের চলার পথ ভিন্ন ভিন্ন হয়।

১৫. শান্তিপূর্ণ জীবন চাইলে অবশ্যই আপনাকে সত্যবাদী হতে হবে। কারণ মিথ্যা আপনাকে অশান্তির মধ্যে ঠেলে দিবে।

জীবনে একা পথ চলা নিয়ে উক্তি

১. একজন মানুষ যখন কারো কাছে প্রতারিত হয়ে কষ্ট পায় তখন সে জীবনে একাই পথ চলতে চায়।

২. একাকীত্ব যতটা ভয়ঙ্কর ততটাই শান্তিদায়ক, এটি নির্ভর করে মানুষের মনের উপর।

৩. যারা জীবনে একবার একা পথ চলতে শিখে যায়, তারা কোন কিছুই পরোয়া করে না। নিজের গতিতেই চলতে থাকে।

৪. মানুষ কখনো একা পথ চলতে চায় না, পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায়।

৫. যে একা থাকতে চায় না তাকে যদি একা করে দেওয়া হয় তাহলে সে একাকীত্ব তাকে অনেক যন্ত্রণা দেয়।

৬. যেসব মানুষের মনে পাহাড় সমান কষ্ট, যারা অনেক দুশ্চিন্তা করে তারাই একাকীত্ব জীবনযাপন করে।

৭. বর্তমান জেনারেশনে একাকীত্ব এর ভয়ংকর মহামারিতে রূপ নিয়েছে।

৮. করোনা ভাইরাস মহামারীর মতো এসে গোটা পৃথিবীটাকে একাকীত্ব নামক ডিপ্রেশনটা বেশি প্রচলন করে দিয়েছে।

৯. ছেলে মেয়েদের ফোন না কিনে দিয়ে যদি বল কিনে দেওয়া হতো তবে তারা একাকীত্ব কি সেটি বুঝতো না।

১০. মূলত মানুষ কখনো একা থাকে না, কারো সৃষ্টিকর্তা সবসময় তার সাথেই আছে।

১১. আজ পরিস্থিতির চাপে যারা একাকীত্ব জীবন যাপন করে, খোঁজ নিলে দেখা যাবে তারও অনেক আপন মানুষ ছিল।

১২. একাকীত্ব কতটা ভয়ংকর সেটি কবরের দিকে তাকালে বোঝা যায়।

১৩. আশেপাশে সবাই আছে, তবুও অনেক সময় নিজেকে অনেক একা একা লাগে। এটিও মানুষের খারাপ একটি অনুভূতি।

১৪. একাকীত্ব জীবন অনেকটাই জেলখানার মত, এর অনুভূতি একজন কারাবন্দী মানুষই জানে।

১৫. মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য একাকীত্ব নামক জেলখানাই যথেষ্ট।

জীবন চলার পথে কিছু কথা

আমাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে জীবনে পথ চলতে হবে। কারণ জন্ম যেহেতু হয়েছে সে তো আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই ছোট্ট এই জীবনটাকে আমরা উপভোগ করতে শিখি। সত্যের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করতে শিখি। মিথ্যাকে আমরা কখনোই প্রশ্রয় না দেই। দুনিয়ার সামান্য কিছু সম্পদের জন্য আমরা কোন মানুষকে কখনো আঘাত করবো না। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তার উপাসনা করার জন্য বিনিময়ে দিয়েছেন আমাদের সুন্দর একটি জীবন যাপন। তাই আমরা সবসময় সৃষ্টি কর্তার উপাসনা করব ও তার ওপর ভরসা রেখে জীবন যাপন করব।

জীবনে চলতে হলে সম্পদের প্রয়োজন আছে। তবে আমরা কখনোই প্রয়োজনের চেয়ে বেশি সম্পদের আশা করব না। যতটুকু হলে একটু শান্তিতে জীবন যাপন করা যায় ততটুকুই আমরা অর্জন করব। তবে আমাদের সবসময় সত্যের পথে থেকে উপার্জন করতে হবে। অসৎ পথে উপার্জন করে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না। আর যদি সৎ ভাবে উপার্জন করা যায় তাহলে জীবনে প্রশান্তি আসে। সুখ দুঃখ সবকিছুই সৃষ্টিকর্তা প্রদত্ত। তাই এসব মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন যেন মানুষের সাথে মিলেমিশে সকলের সুখে-দুখে পাশে থেকে জীবন কাটিয়ে দিতে পারি। একটি সুন্দর ও সুশৃংখল জীবন হোক প্রতিটি মানুষের।