মন খারাপ সবার জীবনে একটা কষ্টময় বিষয়। যা মানুষকে তিলে তিলে একদম ভেতর থেকে শেষ করে দেয়। অনেক সময় মন খারাপ এবং ডিপ্রেশনের কারণে অনেক মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। মন খারাপের অনেক দিক রয়েছে। যেমন অতীতের কোন কষ্টদায়ক কথা আপনার মনে পড়ার কারণে আপনার মন খারাপ হয়েছে। অথবা আপনি কাউকে মিস করেছেন যার কারণে আপনার মন খারাপ হয়েছে।
আবারও হতে পারে আপনি কারো কাছ থেকে আঘাত পাওয়ার পর আপনার মন খারাপ হয়েছে। কিন্তু আপনার মন খারাপ হওয়ার কারণে যা আপনি চুপচাপ বসে থাকবেন আর নিজের কষ্ট নিজের ভিতরে রেখে দেবেন তা তো হতে পারে না। কেননা এতে করে আপনার আরো বেশি ক্ষতি হবে। এবার তাহলে চলুন নিচে থেকে দেখে নেওয়া যাক মন খারাপের অবহেলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, মেসেজ কবিতা ও ছন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য।
খারাপের অবহেলা নিয়ে উক্তি
1. তোমাকে মন দিয়েছি যত্ন করে রাখার জন্য, আর সেই তুমি মনকে ভেঙে চুরে ফেরত দিয়ে দিলে।
2. আমার ভাগ্যটা এমনই যত অল্প সময়ে কারো আপন হয়ে যাই, তত অল্প সময়েই তাকে হারিয়ে ফেলি।
3. সবাই আমাকে কষ্ট দিলেও আমি সবাইকে কষ্ট দিতে পারি না। এ কারণেই হয়তো সবাই আমাকে ছেড়ে চলে যায়।
4. মনের মাঝে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সাথে হাসিমুখে কথা বলে যাই, আর হ্যাঁ এটাই আমি।
5. সবাইকে নিয়ে আমি ভাবি, আর এ জন্যই হয়তো সবাই আমাকে নিয়ে ভাবে না।
6. কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একইসঙ্গে দেখতে পাই ও পাই না, বুঝতে পারি ও পারি না, অনুভব করতে পারি ও পারি না, সে বড় রহস্যময় সময়।
7. কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরের ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফুলে, কিন্তু ভাগ্য একটুও ফুলে না।
8. বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না।
9. আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ ,নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে।
10. কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে জড়াবে না শিশির।
Read More
- ভাগিনাকে নিয়ে স্ট্যাটাস, ছন্দ, কবিতা ও কিছু কথা
- আবেগি ভালোবাসার ছন্দ ও কবিতা
- বাবাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন
- শীত নিয়ে কবিতা
মন খারাপের অবহেলা দিয়ে স্ট্যাটাস
11. জীবনে যাই করা সিদ্ধান্ত নেও না কেন মনে রাখো তা যেন তোমাকে খুশি করে।
12. কেউ তোমাকে সুখী করতে পারবে না, যদি না তুমি নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকো।
13. যা তুমি চাও না যে নিজের সাথে ঘটুক, তা অন্যের সাথে ঘটিও না, তাহলেই সুখী হবে।
14. সুখ একটি উপহার। এর জন্য কখনো অপেক্ষা করতে নেই, বরং যখন আসে তখন উপভোগ করতে হয়।
15. যদি সুখী থাকাটা প্রয়োজনীয় মনে করো তাহলে যা নেই তার অনুতাপ করা বন্ধ করে, যা আছে তার শুকরিয়া আদায় করতে শেখো।
16. কেউ পেয়েও অবহেলা করে, আর কেউ পাবে না জেনেও অপেক্ষা করে, নিজে নিজে ধরা দেয় সে কখনো সুখ খুঁজে পায় না সুখ তো সেখানেই থাকে যেখানে পাবোনা জেনেও তার জন্যই অপেক্ষার প্রহর গনি।
17. নিজেকে লুকাতে শিখে গেছি। কারোর অবহেলায় এখন আর কিছু যায় আসে না। মানুষক তখনই পাল্টায় যখন সে কষ্ট পেতে পেতে তার মন পাথর হয়ে যায়, ঠিক তখনই কারোর অবহেলার তার কাছে কিছু আসে যায় না।
18. যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না। নাহলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হিরা হারিয়ে ফেলেছ। তখন এই হীরাকে আর জীবন দিয়েও পাবে না, তখন বুঝবে পাথর জীবনটা কি ছিল।
19. সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানোর মানুষটি আজ অবহেলা করে, এই হাসি টাই ছিল তার শয়তানি কষ্ট দেওয়া তোমাকে কষ্ট দেওয়ার জন্যই এই হাসিটা এটা তুমি কবে বুঝবে, যখন বুঝবে তখন হয়তো তোমার কাছে ওই সময়টাই থাকবে না তাকে জবাব দেওয়ার মতো।
20. প্রথমে তারা তোমাকে অবহেলা করে, তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে, তারপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও,এই যেতার মধ্যেই লুকিয়ে থাকে কতটা কষ্ট যাদের কাছে থেকেই আমি পেয়েছি।
মন খারাপের অবহেলা নিয়ে বাণী
21. কাউকে এতটা অবহেলা করো না যাতে সে কখনো তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়, তখন বুঝবে পাশে থাকার মানুষটা কতটা বদলে গেছে।
22. কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। সারা জীবন তোমাকে এর মাশুল গুনতে হবে।
23. অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। যে মানুষটা তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে একমাত্র সেই বুঝে অবহেলা কতটা ভয়াবহ হয়ে থাকে।
24. যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হল বুক ফুলিয়ে চলা। দেখবেন যে আপনাকে অতি বেশি অবহেলা করে তার থেকে বুক খুলে চলা উত্তম। এতে করে সে বুঝবে আসলেই আপনি কষ্ট পাননি।
25. কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। এতে করে যে তোমাকে সত্যিকার অর্থে ভালবেসেছে তাকে কাছে নিয়ে এতটা অবহেলা করা মোটেও উচিত না।
26. ভুলের মাত্রায় সে আমাকেই ভুলে থাকে, কারাদণ্ড নেই অথচ জীবন কারাদণ্ডে আটকে গেছে।
27. সে আসলো ভালোবাসলো খুব করে অনেকটা কাছে টেনেও পরে ফেলেই দিল।
28. আত্মসম্মানটাই বড়। মানুষের ওপর অনুভূতি যায় আর আসে। এটা দুনিয়া এখানে সবাই স্বার্থের জন্য ভালোবাসে।
29. মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে আনা যায়, কিন্তু বদলে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
30. সূর্য নিজেও ভোরবেলা দুর্বল থাকে, এরপর ধীরে ধীরে শক্তি আর সাহস সঞ্চয় করে।
মন খারাপের অবহেলা নিয়ে ক্যাপশন
31. কারো ইমোশনাল পোস্ট দেখে যদি আপনার মনে হয় সে প্রেমে ব্যর্থ, তাহলে আপনার বাস্তবতা সম্পর্কে জানা আরও বাকি আছে।
32. সে কোন ছলনাময়ী ছিল না। সে ছিল আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যাওয়ার আগে সে আমাকে বুঝিয়ে গিয়েছে আবেগে পরে কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই।
33. মানুষের মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে। কারণ হারানোর ব্যাথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়, আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায়।
34. যত তাড়াতাড়ি সম্ভব মায়া কমিয়ে দিন, না হলে আপনার জন্য নির্ঘুম রাত এক আকাশ পরিমাণ কষ্ট অপেক্ষা করছে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
35.ভুলতে পারলে তো কবেই ভুলে যেতাম, তুমি তো আর ভোলার মতো মানুষ ছিলে না।
36. হেরে গেলে চলবে না দুঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে, হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে।
37. হারাতে হারাতে যুগ পাড়ি দিলাম, এখন আর কোন কিছু হারালে দুঃখ হয় না।
38. তোমাকে আমি এতটাই ভালবাসি যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারিতে থাকা ছবিটা কে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। তোমাকে আমি এতটাই ভালবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দেই।
39. কারো সাথে এক মুহূর্ত বা তার চেয়ে ও কম সময় কথা বলতে চাওয়ার যে তীব্র আগ্রহ এই অনুভূতিকে কি বলে।
40. কেউ একজন আমাকে মেরে ফেলার পর খোঁজ নিতে এসেছে, খোঁজ নেওয়ার আর দরকার নেই। ভুলবশত মনে পড়লে ওটা ভুল বলে চালিয়ে দিও। আর অনুভূতি, অনুভূতিতেকেও বলে দিও আমি মারা গেছি।
মন খারাপের অবহেলা নিয়ে মেসেজ
41. ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়।
42. সেই মানুষটি কখনো সুখী হতে পারে না, যে অন্যের কষ্ট দেখলে নিজেই কষ্ট পায়।
43. মাঝে মাঝে নিজের সবচেয়ে বেশি সুখের স্মৃতিগুলো সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
44. প্রিয় মানুষগুলোকে বেশিদিন নিজের করে রাখা যায় না, হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়।
45. ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার।
46. মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলতে এক মিনিটের বেশিও ভাবে না।
47. যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।
48. হারিয়ে গেলে কেউ খুঁজবে না অথচ সবাই বলে তুমি চলে গেলে খুব মিস করব।
49. আমরা তাদেরকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোন মূল্য নেই।
50. যে মানুষটার জন্য আজ সবকিছু ছেড়ে দিলাম সে আজ আমাকে ছেড়ে দিয়েছে।
মন খারাপের অবহেলা নিয়ে কবিতা
অবহেলার ছায়া নামে,
মনের আকাশে ঘন কালো মেঘ।
ভেঙে যায় সুখের সুর,
বেজে ওঠে বেদনার সুর।
মন খারাপের কালো ছায়া,
ঢেকে দেয় রঙিন দিন।
অবহেলার বিষণ্ণতা,
মনে আনে নিঃসঙ্গ প্রহর।
যারা ছিল কাছের মানুষ,
তারাও দূরে সরে যায়।
ভুলে যায় সেই কথা গুলো,
যা মনের মাঝে জাগায় দোলা।
বেদনায় ভরা হৃদয়,
কাঁদে একা, নিঃসঙ্গ রাতে।
অবহেলার কষ্টে ডুবে,
মনে জমে অশ্রুর জ্বালা।
কেউ বোঝে না মনের ব্যথা,
অবহেলার স্রোতে ভেসে যায়।
সুখের সময় ভুলে গিয়ে,
দুঃখের সাথেই মিশে যায়।
আশার আলো খুঁজতে গিয়ে,
মনে লাগে ব্যথার ঘা।
অবহেলার কঠিন পথে,
হৃদয় জুড়ে বাজে বেদনার গা।
তবুও একদিন সূর্য উঠবে,
মনের আকাশে আলো আসবে।
অবহেলার কষ্ট মুছে,
আবার নতুন স্বপ্ন জাগবে।
অবহেলার দহন বুকে,
মনে লাগে বিষণ্ণতা।
প্রতিদিনের একই চিত্র,
বেদনার মাঝে ডুবে থাকা।
মনের গভীরে জমে থাকা,
অবহেলার কষ্টের ছায়া।
ভালোবাসার প্রতিশ্রুতি,
মিছে হয়ে যায় বেদনার মায়া।
কেউ যেন বুঝে না মনের কথা,
অবহেলার মাঝে হারায়।
প্রতিটা দিনের সূচনা,
নতুন বেদনা বয়ে আনে।
হৃদয় যখন ভেঙে চুরমার,
কষ্টের স্রোতে ভাসে।
অবহেলার করাল গ্রাসে,
স্বপ্নগুলো সব মুছে যায়।
মন খারাপের অবহেলা নিয়ে ছন্দ
তবুও হৃদয়ে আশা জাগে,
ভালোবাসার নতুন কিরণ।
অবহেলার সব কষ্ট মুছে,
আবার আসবে সুখের বরণ।
অবহেলার ছায়ায় মন,
ভাঙে সুরের বাঁধন।
চোখে জল, হৃদয় ভারী,
দুঃখের ঢেউয়ে, মন নাহি হারি।
বিষণ্ণতার কালো রাতে,
শুনশান এই নিঃসঙ্গ প্রান্তরে।
মনে লাগে একাকিত্বের জ্বালা,
অবহেলার পথে হারায় প্রভাতের বেলা।
কাছের মানুষ দূরে সরে,
কথার ফাঁদে মিথ্যা ভরে।
ভুলে যায় প্রতিশ্রুতি গুলো,
মনের আকাশে জমে মেঘের বলো।
আশার প্রদীপ নিভে যায়,
অবহেলার গাঢ় ছায়ায়।
হৃদয় ভাঙে কষ্টের সুরে,
মন হারিয়ে যায় অশ্রুর নূরে।
তবুও আশায় বাঁচি আবার,
নতুন প্রভাত, নতুন আশা জ্বালাবে বারবার।
অবহেলার ছায়া মুছে,
আবার হাসি, সুখের পথে।
অবহেলার রাত গভীর,
মন খারাপের কথা ভরপুর।
চাঁদের আলো ম্লান হয়ে যায়,
বেদনায় মন ভেসে যায়।
বন্ধুজনের মিথ্যা প্রতিশ্রুতি,
মনের ভিতরে বাজে অজস্র সুর।
অবহেলার কষ্টে ভরে উঠে,
নিঃসঙ্গতার তীব্র জ্বালা।
হারানো দিনের সুখের স্মৃতি,
মনে এনে দেয় নতুন বেদনা।
অবহেলার তীক্ষ্ণ ছুরিতে,
হৃদয়ের গভীরে ক্ষত খোদাই।
তবুও আশার আলো খুঁজে,
মনের আকাশে নতুন সূর্য উঠবে।
অবহেলার সব ব্যথা ভুলে,
আবার নতুন দিন শুরু হবে।