সম্মানিত পাঠক ভাই ও বোনেরা আবেগী ভালোবাসার উক্তি, ছন্দ, কবিতা পেতে হলে আজকে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন। কারণ আমরা আপনাদের জন্য আজকের এই পোস্টে ভালোবাসার ইউনিক উক্তি গুলো নিয়ে এসেছি। এবং আমাদের পোস্টে আরো পেয়ে যাবেন ভালবাসার ইউনিক ছন্দ ও কবিতা। আমরা অনেক সময় ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আবেগী ভালোবাসার উক্তিগুলো শেয়ার করে থাকি। আবার অনেকেই আবেগী ভালবাসার ছন্দ ও কবিতা শেয়ার করে থাকি। তাই আপনারা যদি আবেগী ভালোবাসার উক্তি, ছন্দ ও কবিতা পেতে চান তাহলে আপনারা সঠিক জায়গায় এসেছেন। চলুন দেখে নেয়া যাক আবেগী ভালোবাসার এই পোস্ট।

প্রতিটি মানুষের জীবনেই প্রেম ভালোবাসা আসে। যে ভালোবাসার পূর্ণতা পায় সেই ভালোবাসা টি সঠিক সময় সঠিক মানুষের সাথে এসেছিল। আর যে ভালোবাসাটি পূর্ণতা পায় না সেই ভালোবাসাটি ভুল সময় ভুল মানুষের সাথে হয়েছিল। ভালোবাসায় পূর্ণতা পেলে তার মত সুখী পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু যে ভালবাসায় পূর্ণতা পায় না সে অনেক কষ্টে জীবন যাপন করে। বুকের ভেতর হাজারো হাহাকার নিয়ে হাজারো কষ্ট নিয়ে সে মানুষের মাঝে জীবন্ত লাশের মত চলাফেরা করে। যাদের ভালোবাসা পূর্ণতা পায় না তারা সবসময় কষ্টের স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকে।

আবেগী ভালবাসার উক্তি

১. ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের প্রিয় মানুষটিকে নিজের করে পাবো। এটি আমাদের সকলের বিশ্বাস। এই বিশ্বাসের ওপর ভরসা করেই আমরা মানুষকে ভালবাসতে পারি।

২. আমরা যদি কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলি, তবে তাকে মন থেকে মুছে ফেলা কোন কায়দা নেই। আর সত্যিকারের ভালোবাসার মানুষটিকে ভুলে যাওয়া সম্ভবও নয়।

৩. তোমার ভালোবাসার মানুষটি তোমার সাথে ছলনা করলে, তোমার মেনে নিতে অনেক কষ্ট হবে। কারণ যার জন্য তুমি জীবন বাজি রাখতে প্রস্তুত, সেই মানুষটিই আজ তোমাকে ঠকিয়েছে।

৪. প্রিয় মানুষটি একবার ছেড়ে চলে গেলে, দ্বিতীয়বার যদি ফিরে আসতে চাই। তবে কি তুমি তাকে গ্রহণ করবে? তুমি যদি তাকে গ্রহণ করে নাও সেটি তার প্রতি তোমার প্রকৃত ভালোবাসা।

৫. তুমি একজনের সাথে যত বেশি কথা বলবে তার প্রতি তোমার মায়া আরো বেশি করে বাড়তে থাকবে। একটা সময় দেখবে তাকে ছাড়া তুমি অন্য কিছু ভাবতে পারছ না।

৬. প্রেম জীবনে বারবার আসলেও প্রথম প্রেমের মত সুন্দর প্রেম আর জীবনেও আসে না। জীবনে প্রথম প্রেমের স্মৃতিগুলো অনেক মধুর হয়। এবং সেই স্মৃতিগুলো বারবার তোমার দরজায় এসে করা নারে।

৭. যে তোমাকে ভালবাসবে তুমিও তাকেই ভালোবাসো। আর যে তোমাকে অবহেলা করবে, তুমি তার থেকে দূরে সরে আসো। তবেই তোমার জীবন সুন্দর হয়ে উঠবে।

৮. একতরফা ভালোবাসা গুলো অনেক সুন্দর হয়ে থাকে। কারণ সে জানেই তাকে পাবে না, তবুও সে তাকেই ভালোবাসে। কিন্তু একতরফা ভালোবাসা গুলো পূর্ণতা দেয় না বরং আরো কষ্ট দেয়।

৯. মানুষ যদি আগে থেকেই জানতো, সে তার ভালোবাসার মানুষটিকে পাবে কিনা। তবে সে তা জেনে নেই সিদ্ধান্ত নিত, সে ভালবাসবে কি বাসবে না।

১০. প্রেম ভালোবাসার মাঝে বয়সের কোন ভেদাভেদ নেই। আপনি আপনার চেয়ে বড় কাউকে ভালবাসতে পারেন, আবার আপনার চেয়ে ছোট কাউকে ভালবাসতে পারেন।

আরো পড়ুন:- ভালবাসার আবেগি স্ট্যাটাস

আবেগী ভালোবাসার ছন্দ

আমি তোমায় ভালোবাসি
নিজের চেয়েও অনেক বেশি
তুমি যদি হও রাজি
করবো তোমায় বিয়ে আজি।

মনের মাঝে তোমার ছবি
আঁকি বার বার
তুমি অন্য কারো নও
তুমি শুধু আমার।

আবেগঘন মনটা জুড়ে
তোমার বসবাস
আমার মনে করবো আমি
তোমার প্রেমের চাষ।

দুধে আলতা গায়ের রঙে
লাগে তোমায় ভালো
তুমি হলে রাধা আর
আমি কৃষ্ণ কালো।

ভাগ্যে যদি থাকো তুমি
আসবে আবার ফিরে
আমি শুধু তোমাকেই চাই
হাজারো মানুষের ভিড়ে।

খোলা হাওয়ায় চুল উড়িয়ে
দাড়িয়েছো নদীর তীরে
আমার সব ভালোবাসা
শুধুই তোমাকে ঘিরে।

তোমার ওই ডাগর চোখে
দেখেছি ভালোবাসা
আমি শুধু তোমাকেই চাই
এটাই আমার আশা।

তোমায় আমি যেদিন থেকে
নিজের করে পাবো
সেদিন থেকে প্রভুর কাছে
আর কিছু নাহি চাবো।

আবেগী ভালোবাসার কবিতা

যদি পেয়ে যায় দেখা একবার
অচেনা সেই পরীর
আমি প্রেমে পড়ে গিয়েছি সেই
পরীর মতন নারীর।

তুমিই আমার জীবনের
প্রথম ভালবাসা
তুমি আমার জীবনের
শেষ ভালোবাসা।

কাজল কালো চোখ গুলো তোমার
দেখতে লাগে বেশ
আরো সুন্দর তোমার ওই
মাথার কালো কেশ।

তোমার কথাই সারাটা দিন
ভাবতে থাকি আমি
তোমায় যদি না পাই কন্যা
শেষ হয়ে যাবো আমি।

যেদিন থেকে তোমায় আমি
পাব নিজের করে
বুকের ভেতর রাখবো আমি
তোমায় যতন করে।

কত নারী দেখেছি আমি
তোমার মত কেউ নাই
সারা জীবন আমি শুধু
তোমাকেই ভালবাসতে চাই।

এত সুন্দর মেয়ে তুমি
পড়ো যদি শাড়ি
তোমায় দেখতে লাগবে
আস্ত একটা পরী।

নিশি রাতে তোমার কথা
যখন মনে পড়ে
সেই রাতে আমার আর
ঘুম নাহি আসে।

আবেগী ভালোবাসার কিছু কথা

পৃথিবীর সবচেয়ে বড় সত্য গুলোর মধ্যে একটি সত্য হচ্ছে সে জীবনে কারো না কারোর প্রেমে পড়বে। এটি বাধ্যতামূলক। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে একবারও প্রেমে পড়েনি। হতে পারে সে প্রেমে ব্যর্থ হয়েছে, তবুও এটি সত্য যে; সে প্রেমে পড়েছিল। প্রেমে ব্যর্থ হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রেমে অংশগ্রহণ করা। কারো প্রেমে পড়ার জন্য কোন কারণ লাগে না বা কোন বিশেষত্ব লাগে না। সে আপনা আপনি তার প্রেমে পড়ে যায়। একটি মানুষ একজনকেই ভালোবাসে, আর ওই একজনের সাথেই সারা জীবন থাকতে চায়। যদিও তার আশেপাশে তার চেয়ে অনেক সুন্দর চেহারার মানুষ ঘোরাঘুরি করে, তবুও সে একজনের প্রতি আসক্ত হয়। এটাই প্রকৃতির নিয়ম।

প্রিয় ভিজিটরস, আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলের ভালোবাসা পূর্ণতা পাক এই আশা ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পোস্ট শেষ করলাম। আসসালামু আলাইকুম।