পৃথিবীতে কম বেশি সকল মানুষের মাঝে আবেগ রয়েছে। একেক মানুষের মাঝে একেক রকমের আবেগ। তবে এ দুনিয়ায় সকলের মাঝে ভালোবাসার আবেগ বিদ্যমান। প্রিয় ভিজিটরস আপনারা যারা আবেগী ভালোবাসার ছন্দ ও কবিতা পেতে চান তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট। এই আর্টিকেলটিতে আমরা ভালোবাসার আবেগ নিয়ে ছন্দ এবং ভালোবাসার আবেগী কবিতা উল্লেখ করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নেয়া যাক ভালবাসার আবেগী ছন্দ ও কবিতা নিয়ে লেখা আজকের এই আর্টিকেল।

প্রতিটি মানুষের মাঝে আবেগ থাকবে এটাই স্বাভাবিক। তবে অতিরিক্ত আবেগের ফলে অনেক সময় শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটতে পারে। তাই আমাদেরকে অবশ্যই আবেদকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আমরা আমাদের আবেগের কথাগুলো আমাদের প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করব। এতে আমাদের মন হালকা হবে এবং আমরা মানসিকভাবে শান্তি পাব। আমরা আমাদের ভালোবাসার আবেগগুলো কবিতা বা ছন্দ আকারে শেয়ার করতে পারি। তাহলে বিষয়টা আরও রোমাঞ্চকর হবে।

আবেগি ভালোবাসার ছন্দ

১.চোখের ওই কালো মনিতে
রয়েছো তুমি গেঁথে,,,
ভালোবাসা দিয়ে তোমায় আমি
রাখবো বুকে বেঁধে।

২.আকাশ ছোঁয়া স্বপ্ন আমার
তোমায় পাবার আশা,,,
তোমার জন্য রেখে দিয়েছি
আমার ভালোবাসা।

৩.সাত সমুদ্র তের নদী
পাড়ি দিতে রাজি,,,
তোমায় যদি পেয়ে যাই
বিয়ে করব আজি।

৪.সে আমার মনের আকাশে
রঙিন এক ঘুড়ি,,,
তাহার জন্য আসমানেতে
উদাস হয়ে উড়ি।

৫.ভালোবাসার মানুষটি আমায়
যতই করুক ঘৃণা,,,
আমি তাহার পিছু নেওয়া
কখনো ছাড়বো না।

৬.রং তুলিতে আঁকি আমি
আমার প্রেমিকার ছবি,,,
আমার মনে আমি নিজেই
মস্ত বড় কবি।

৭. আমার মনের রাজপ্রাসাদের
তুমি হলে রানী,,,
সেই রাজপ্রাসাদের সিংহাসনে
রাজা হব আমি।

৮. জীবন যদি দিতে হয়
তবুও আগলে রাখবো তারে,,,
আমার জীবনের থেকেও আমি
ভালবেসেছি যারে।

৯. আমার বিয়ের বাসর ঘরে
শুধু তোমার অধিকার,,,
অন্য কাউকে বউ বানাবো না
তুমিই হবে আমার।

১০. তোমার নামে ছন্দ লিখলে
হবে না কখনো শেষ,,,
তুমি আমার প্রথম প্রেম
তুমিই আমার শেষ।

আবেগি ভালোবাসার কবিতা

যদি তুমি হও আবেগময়
পড়ে যাবে তার প্রেমে
প্রেম করার আগে তুমি
তাহাকে নাও জেনেশুনে।

ভালোবাসার পর তুমি যদি
ছেড়ে দিতে চাও তাহারে
ধরতেও পারবেনা ছাড়তেও পারবেনা
পড়ে যাবে এক বিপদে।

আবেগ দিয়ে ভালোবাসা
টিকে না বেশি দিন
তাই তো ডিভোর্সের সংখ্যা
বাড়ছে প্রতিদিন।

বিয়ের আগে প্রেম যদি
মানুষকে সুখী করত
সৃষ্টিকর্তা নিজেই তখন
প্রেমকে বৈধ করত।

তোমার কাছে বাস্তবতা
যতটা মনে হয় রঙিন
সংসার জীবনে এসে দেখো
বাস্তবতা কতটা কঠিন।

বিয়ের আগে প্রেম না করে
কামাও টাকা প্রচুর
মেয়ের পিছে না ঘুরে
গুছিয়ে নাও ক্যারিয়ার।

বিবেক দিয়ে না ভেবে
করলো অনেকেই বিয়ে
আবেগের ওই ভালোবাসা
সমাপ্ত হলো শেষে গিয়ে।

না ভেবে তুমি কখনোই
করো না কোন কাজ
অপমানের মুখে পড়তে হবে
মানুষ দিবে লাজ।

লাজের মাথা খেয়েও তখন
করতে পারবে না কিছু
অপমান আর অশান্তি তখন
লাগবে তোমার পিছু।

একটা কথা বলে যাই
তোমায় অবশেষে
যাহা কর, চিন্তা করে
কেঁদো না কিন্তু শেষে।

বর্তমানে ছেলেমেয়েরা আবেগে পড়ে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। কিন্তু এরা ভাবে না যে এদের শেষ পরিণতি কি হবে। তারা একে অপরকে না বুঝে, কিভাবে সংসার করবে সে চিন্তা না করে বিয়ে করে ফেলে। এতে দেখা যায় পরবর্তী মুহূর্তে তারা অনেক বিপদের সম্মুখীন হয়। কেউ কেউ এই বিপদকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। যারা এই দুঃসময় কে সুসময়ে পরিণত করে তাদের ভালোবাসা সফল হয়।

কিন্তু বেশিরভাগ প্রেমিক প্রেমিকা যুগলের ভালোবাসা বেশি দিন থাকে না। তখন তারা বাস্তবতার কাছে হার মেনে যায়। এরপর তাদের মধ্যে ব্রেকআপ কিংবা ডিভোর্স হয়ে যায়। এতে করে দুজন মানুষের জীবন নষ্ট হয়। তাই আমরা যাই করি না কেন অনেক ভেবে চিন্তে করব। আবেগে পরে আমরা কোন কাজ করবো না। আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।