আপনারা যারা অনলাইনে বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে চান তারা আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে সহজেই বাইক এর ট্যাক্স টোকেন পারবেন। পূর্বে ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য বিআরটিএ অফিসে গিয়ে রিনিউ করতে হতো। এখানে বিআরটিএ অফিসে গিয়ে লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষার পর সিরিয়াল আসত। যা খুবই বিরক্তি কর ছিল। কিন্তু বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়াতে আসতে চাইলে ঘরে বসে আপনার প্রিয় বাইকটির ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন। চলুন এবার জেনে নেই কিভাবে বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করতে হয়।
বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করার নিয়ম
১। বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করার জন্য প্রথমে আপনাকে BRTA এর অফিশিয়াল ওয়েবসাইট bsp.brta.gov.bd ( এই লিংকে ) প্রবেশ করতে হবে। আপনি যদি ল্যাপটপ দিয়ে কাজ করেন তাহলে কোন অসুবিধা নেই। তবে যদি আপনি মোবাইল দিয়ে এই লিঙ্কে প্রবেশ করেন তবে অবশ্যই Desktop View অন করে নিবেন। এরপর আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ( ডানপাশে প্রবেশ/ নিবন্ধন অপশন থেকে ) লগইন করুন।
২। লগইন করার পর আপনাকে registered vehicle payment এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গায় আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার এবং চেসিস নাম্বারের জায়গায় আপনার বাইকের ঘাড়ে লেখা চেসিস নাম্বারের শেষ চার ডিজিট বসিয়ে দিন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।
৩। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করার পর আপনার বাইকের সকল তথ্য আপনার সামনে চলে আসবে। এরপর আপনার ট্যাক্স টোকেন সিলেক্ট করার জন্য purpose of payment অপশনে গিয়ে tax token select করুন। ট্যাক্স টোকেন সিলেক্ট করার পর separated purpose of payment অপশন থেকে ( 2nd installment ) Rod Tax সিলেক্ট করলে আপনার পেমেন্ট অপশন আসবে।
৪। এরপর পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করে তার মাধ্যমে টাকা পাঠিয়ে দিন। তারা ৩৫ টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা কেটে নেবেন মুল টাকার সাথে। এরপর আপনার বাইকের টেক্স টোকেন রিভিউ পেপার আপনার নিকটস্থ পোস্ট অফিসে পাঠিয়ে দিবেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও অর্থ প্রদান করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে ব্যাংক অপশন সিলেক্ট করতে হবে।
৫। যদি আপনার সবকিছু সঠিকভাবে পূরণ হয়ে থাকে তাহলে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার বাইকের টেক্সট টোকেন রিনিউ paper আপনার হাতে চলে আসবে। প্রথমে পোস্ট অফিসে আসবে। তারপর তারা আপনার মোবাইল ফোনে কল করে তা জানাবে। এরপর আপনাকে তা সেখান থেকে গ্রহণ করতে হবে।
ট্যাক্স টোকেন নবায়ন ফি কত
বর্তমানে প্রতি দুই বছরের জন্য ট্যাক্স টোকেন নবায়ন ফি করা হয়েছে ৩৪০০ টাকা। তবে ২০২৩ সালের পূর্বে এই ট্যাক্স টোকেন নবায়ন ফি ছিল মাত্র ২৩০০ টাকা।
ট্যাক্স টোকেন নবায়ন ফি ক্যালকুলেটর
বর্তমান সরকার ট্যাক্স টোকেন নবায়ন ফি করেছে প্রতি দুই বছরের জন্য ৩৪০০ টাকা। সেই হিসেবে আপনি যদি ৫ বছরের জন্য করতে চান সে ক্ষেত্রে আপনার সব মিলিয়ে খরচ হবে ৮৫০০ টাকা। আর যদি ১০ বছরের জন্য করতে চান সে ক্ষেত্রে আপনার খরচ হবে ১৭০০০ টাকা। দালালের মাধ্যমে করলে অথবা কোন বাইকের শোরুম এর লোকজনের দ্বারা করলে আপনার খরচ বেশি হবে।
Read More