পরম আদরের মায়া মমতায় ঘেরা নাম হচ্ছে ভাই। আমরা ভাইকে নিয়ে অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। ভাইকে নিয়ে ইসলামিক উক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকি। অনেকেই আবার ভাইকে নিয়ে কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই আমাদের আজকের এই পোস্টটিতে ভাইকে নিয়ে ইসলামিক উক্তি, ভাইকে নিয়ে কবিতা ও ভাইকে নিয়ে কিছু কথা তুলে ধরেছি। ভাইকে নিয়ে স্ট্যাটাস গুলো পেতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।

অনেকের ভাই আছে যারা প্রবাসে থাকে কিংবা চাকরি বাকরি করার জন্য দূরে কোথাও অবস্থান করে। সেজন্য অনেক সময় তারা তার প্রিয় ভাইটিকে মিস করে। ভাইকে মিস করার জন্য তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। তাই ভাইকে মিস করার স্ট্যাটাস গুলো আমাদের এই পোস্টটি থেকে আপনারা পেয়ে যাবেন। আজকে আমাদের সম্পূর্ণ পোস্টে ভাইকে নিয়ে ইসলামিক উক্তি, ভাইকে মিস করার স্ট্যাটাস, ভাইকে নিয়ে কবিতা ও ভাইকে নিয়ে কিছু কথা তুলে ধরব।

ভাইকে নিয়ে ইসলামিক উক্তি

১. ভাইয়ের সাথে হাসিমুখে দেখা করাটা সৎ কর্মের অন্তর্ভুক্ত। প্রিয় নবী (সা) বলেন, সৎকর্ম সামান্য হলেও তা পরিত্যাগ করো না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে দেখা করা।
-মেশকাত

২. কোন কারনে ভুল বোঝাবুঝি হলে তা ধরে রাখা ঠিক হবে না। কেননা প্রিয় নবী (সা) বলেন, তিন দিনের বেশি সময়ের জন্য নিজ ভাইকে বর্জন করা বৈধ নয়।
-বুখারী -মুসলিম

৩. এক মুসলমান অন্য মুসলমানের কাছে সুদৃঢ় প্রাসাদ তুল্য, যার একাংশ অন্য অংশকে শক্তিশালী করে।
-মেশকাত

৪. নিজ মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য তার রক্ত, সম্পদ ও সম্মান সবই পবিত্রতম।
-মুসলিম

৫. তোমার ভাই তোমাকে সত্যবাদী মনে করছে আর তুমি মিথ্যা বলছো, এটাই বড় বিশ্বাসঘাতকতা।
-আবু দাউদ

৬. আপন ভাই বা মুসলিম ভাইয়ের বিপদে কেউবা আনন্দিত হয়, এটা ঠিক নয়। কেননা প্রিয় নবী (সা) বলেন, তোমার ভাইয়ের বিপদে তুমি আনন্দ প্রকাশ করো না।
-তিরমিযি

ভাইকে মিস করার স্ট্যাটাস

১. যখন তোর সাথে ছিলাম তখন আমার সময়টা অনেক ভালো কাটতো। তবে তোর থেকে দূরে গিয়ে এখন নিজেকে অনেক নিঃস্ব মনে হয়।

২. কতটা দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। তোর কথা অনেক মনে পড়ে রে ভাই। যেখানেই থাক, অনেক ভালো থাকিস। অনেক হ্যাপি থাকিস। মিস ইউ ভাই।

৩. একই ছাদের তলায় থেকে বড় হলাম, অথচ আজ আমরা দুই ভাই ভিন্ন ভিন্ন দেশে। পরিস্থিতি আজ আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। ইনশাল্লাহ! খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। লাভ ইউ ভাইয়া।

৪. আমাদের দুই ভাইয়ের শরীরে একই রক্ত প্রবাহিত হচ্ছে। দূরত্ব যতই বাড়ুক না কেন রক্ত এটা নিয়ে আমরা আবার একসাথে হব ইনশাল্লাহ।

৫. জানালার পাশে বসে আজ পুরনো দিনের সেই কথাগুলো ভাবি, কতই না আনন্দময় ছিল দিনগুলো। কত হাসি, কত ঠাট্টা আর কত তামাশাই মেতে ছিলাম আমরা দুই ভাই। আই মিস ইউ ব্রাদার।

৬. হারিয়ে ফেলেছি সেই দিনগুলো, যে দিনগুলোতে একসাথে স্কুলে যেতাম। কতই না ঘোরাঘুরি করতাম, মাঠে খেলাধুলা করতাম আরো কত কি।

ভাইকে নিয়ে কবিতা

বাবা যদি হয় বটবৃক্ষ
বড় ভাই তার ছায়া
আজকে ভাইয়ের জন্য আমার
হচ্ছে অনেক মায়া।

ফ্যামিলির অভাব দূর করতে
ভাই থাকে আজ প্রবাসে
অনেকদিন হয়নি দেখা
আমার ভাইয়ের সাথে।

প্রবাসেতে ভাইটি আমার
রয়েছে বসে একা
আল্লাহ যদি চায় তাহলে
আবার হবে দেখা।

রোজ সকালে ভাইয়ের সাথে
কথা বলি ভিডিও কলে
ভাই তুই আমার কাছে
আসবি কবে চলে?

ছোটবেলার স্মৃতিগুলো
মনে পড়ে যায়
কত সময় কাটিয়েছি
তোমার সাথে ভাই।
*★,°*:.☆( ̄▽ ̄)/$:*.°★* 。*★,°*:.☆( ̄▽ ̄)/$:*.°★* 。*★,°*:.☆( ̄▽ ̄)/$:*.°★* 。

ভাইকে নিয়ে কিছু কথা

একজন বড় ভাইয়ের সাথে কাউকে তুলনা করা যায় না। ভালোবাসা, স্নেহ, আদর, মমতা দিয়ে ছোট ভাইটিকে বড় করে তোলার দায়িত্ব তুলে নেয় একজন বড় ভাই। পৃথিবীর বুকে পরম ভালোবাসার স্থান হচ্ছে বড় ভাই। যার একজন বড় ভাই আছে, সে কাউকে ভয় করে না। সে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। একজন বড় ভাই থাকলে তার ছোট ভাইটিকে পরিবার নিয়ে আর চিন্তা করতে হয় না। কারণ পরিবারের দায়িত্ব একজন বড় ভাই নিয়ে থাকে। যার একজন বড় ভাই নেই সে বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন। তাই যার একজন ভাই আছে সে অবশ্যই অনেক ভাগ্যবান।

ভাই নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। স্বার্থহীন ভালোবাসা একমাত্র ভাইয়ের মধ্যেই বিদ্যমান। সকল স্বার্থের উর্ধ্বে গিয়ে একজন বড় ভাই তার ছোট ভাইটিকে ভালবেসে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেয়। একটি মেয়ের যদি একজন বড় ভাই থাকে তাহলে তাকে ইভটিজিং করার বা ডিস্টার্ব করার কেউ সাহস পায় না। বড় ভাইটি তার আদরের ছোট্ট বোনের জন্য সবকিছু করতে পারে। বোনকে অনেক আদরে আগলে রেখে বড় করে তুলে এবং একজন ভালো ছেলের হাতে তুলে দেওয়ার জন্য অনেক চিন্তার মধ্যে থাকে। একজন ভাই তার বোনটিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে।

সম্মানিত পাঠক, আমাদের সাইটটি ভিজিট করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের এই পোস্টটিতে আমরা ভাইকে নিয়ে ইসলামিক উক্তি, ভাইকে মিস করার স্ট্যাটাস, ভাইকে নিয়ে কবিতা ও ভাইকে নিয়ে কিছু কথা তুলে ধরেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমাদের এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করে শেয়ার করতে পারবেন। আজ আর কথা বাড়াবো না। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পোস্টটি শেষ করলাম।