মানুষ জীবনে ভালো থাকার জন্য কত কিছুই না করে। নিজে ভালো থাকার জন্য এবং পরিবারকে ভালো রাখার জন্য একজন ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সবাই কি ভালো থাকে? না, সবাই ভালো থাকে না। যারা ভালো থাকে, তারা আবার সব সময় ভালো থাকে না। আবার যারা কষ্টে থাকে, তারাও সারা জীবন কষ্টে থাকে না। দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাদের মাঝে অনেক কষ্ট আসবে আবার জীবনে হাসিখুশি ও সুখও আসবে। এটা কে মেনে নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারেন তাহলেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে।

বর্তমানে মোটামুটি সবাই এখন ফেসবুক ব্যবহার করে থাকে। তাই মানুষ তার দৈনন্দিন অবস্থার কথা ফেসবুকে শেয়ার করে থাকে। তার ভালো থাকার মুহূর্ত এবং খারাপ থাকার মুহূর্তগুলো সে ফেসবুকে শেয়ার করে এবং তার মনটাকে হালকা করে। তাই আপনিও যদি আপনার ভালো থাকা কিংবা ভালো না থাকার অবস্থার মুহূর্তগুলো সুন্দরভাবে কবিতা, ক্যাপশন, স্ট্যাটাস কিংবা উক্তির মাধ্যমে শেয়ার করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। তাই চলুন দেখে নেয়া যাক ভালো থাকা নিয়ে লেখা আজকের এই পোস্ট।

ভালো থাকার উক্তি

১. জীবনে ভালো থাকতে হলে সব কষ্ট ভুলে প্রচুর হাসতে হবে।

২. যাই হয়ে যাক না কেন, মনকে প্রশান্ত রাখো। তবেই তুমি ভালো থাকবে।

৩. আজ তোমার বিপদ এসেছে ? ভেঙে পড়ো না, কাল তোমার জন্য সুখ অপেক্ষা করছে।

৪. লোকে আমাকে পাগল বলে, কারন আমি সবসময় হাসি। তারা তো জানে না, আমি এভাবেই ভালো থাকি।

৫. মানুষ একটি দিন ভালো থাকার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে।

৬. মানুষ তোমার খারাপ সময় পাশে থাকবে না, যখন তুমি ভালো থাকবে তখনই তোমায় সঙ্গ দেবে।

ভালো থাকা নিয়ে স্ট্যাটাস

১. সকল সুখের মূল টাকা নয়, তবুও চলার পথে সকল ক্ষেত্রেই টাকার প্রয়োজন হয়।

২. দুঃখের পরেই সুখ আসে, তবে সেই দুঃখের সময়টা পার করে আসতে হয়।

৩. প্রয়োজনে দিনরাত পরিশ্রম করো, তবুও অন্য কারো টাকায় ভালো থাকার স্বপ্ন দেখো না।

৪. আজ আপনি যদি একটু ভালো অবস্থানে থাকেন, তবে আপনার খোঁজ নেওয়ার মানুষের অভাব হবে না।

৫. সবাই ভুলে গেছে ? ভুলতে দাও। যখন ভালো সময় আসবে, তখন আবার তোমায় মনে করবে।

৬. শুয়ে শুয়ে ভালো থাকার স্বপ্ন না দেখে, ভালো থাকার জন্য কঠোর পরিশ্রম করো।

ভালো থাকার ক্যাপশন

১. আজ টাকা নেই আমি ভালো নেই, একদিন টাকা কামিয়ে সব ভালো থাকা কিনে নেব।

২. যারা আমার খারাপ সময় পাশে ছিল না, আমার ভালো সময়েও তাদের দরকার নেই।

৩. মানুষ টাকার গোলাম। ভালো থাকার জন্যও টাকার কাছে বিক্রি হয়ে যায়।

৪. নিজের চেয়ে গরিব মানুষের দিকে তাকালে বোঝা যায়, আরে আমি তো ভালোই আছি।

৫. নিজের ভালো থাকা নিয়ে চিন্তা না করে, কিছুটা সময় অন্যদেরকেও ভালো রাখা দরকার।

৬. দুঃখের সময় দুঃখের কথাগুলো চিন্তা করো না, ভালো কিছু নিয়ে ভাবো। তবেই মনটা প্রশান্তি পাবে।

ভালো থাকা নিয়ে কবিতা

জীবনে অনেক কষ্ট এলেও
করতে হবে ভালো থাকার অভিনয়
মনে রেখো তুমি পুরুষ
তুমি কোন নারী নয়।

অল্প শোকে হয় কাতর নারী
করে কত আহাজারি
পুরুষ তোমাকে হাসতে হবে
হাজারো কষ্ট দিয়ে পারি।

কষ্টের বোঝা মাথায় নিয়ে
হেসে বেড়াই সমাজের বুকে
তাহার কষ্ট বোঝে না কেউ
সবাই ভাবে আছে সে সুখে।

কি খবর ভাই, আছো কি তুমি ভালো?
মুখে হেসে বলবে পুরুষ
এই তো আলহামদুলিল্লাহ ভালো
তবে কে জানে? ভেতরটা পুড়ে কালো।

তবে নারীর কি কোন কষ্ট নেই?
আছে ভাই, আছে অনেক কষ্ট
পরিবার- সংসারের জন্য
সুন্দর জীবন করেছে নষ্ট।

পুরুষ করে কামাই
নারী কি শুধুই উড়ায়?
তারাও অনেক কষ্ট নিয়ে
ভালো থাকার অভিনয় করে যায়।

জীবন মানেই তো যন্ত্রণা
পুরুষের কষ্ট চোখে পড়ে
নারীর কষ্ট কি চোখে পড়ে না?
তুমি কি জানো? প্রসবের কি বেদনা।

এত কষ্টের পরেও মানব
হাসতে হবে তোমায়
শত কষ্ট বুকে নিয়ে
ভালো থাকতে হবে তোমায়।

ভালো থাকার দোয়া

প্রিয় পাঠক আপনি যদি ভালো থাকতে চান এবং আপনার মন ভালো রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। তাই সুস্থ থাকার জন্য এই দুটি দোয়া বেশি বেশি পড়বেন। নিম্ন দুটি দোয়া বাংলা উচ্চারণ সহ দিয়ে দেওয়া হলো। এই দোয়া দুটি আপনি মুখস্ত করে নিবেন। কারণ এটা আপনার সর্বোপরি কাজে দিবে।

ব্যথা দূর করার দোয়া-
উচ্চারণ : আউজু বি-ব ইজ্জাতিল্লহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।

শারীরিক সুস্থতার জন্য দোয়া-
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোন উপাস্য নেই।

ভালো থাকা নিয়ে ইসলামিক উক্তি

১. ভালো থাকার সর্বপ্রথম ঔষধ আল্লাহ তাআলার ইবাদত।

২. আল্লাহর সৃষ্টি সকল জীবকে ভালোবাসো, তবেই তুমি ভালো থাকবে।

৩. জীবন সুন্দর করতে চাইলে অবশ্যই আপনার চরিত্রকে সুন্দর করতে হবে।

৪. মিথ্যাকে বর্জন করুন এবং সত্যকে গ্রহণ করুন। জীবন অনেকটাই বদলে যাবে।

৫. অল্পতে সন্তুষ্টি যারা, এ জীবনে সুখী হলেন তারা।

৬. একমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জীবনে স্বস্তি এনে দিতে পারে।

নিজের ভালো থাকা নিয়ে উক্তি

১. অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকার কথাটা ভুলে যাবেন না।

২. কিছু সুখ নিজের জন্য তোলা রাখুন, সুখের ব্যাপারি হলে দুঃখ বাড়ে।

৩. নিজের ভালো নিজেকেই বুঝতে হবে, অন্য সবাই শুধু নাশকতা করবে।

৪. স্বার্থপর এই শহরে অন্যের পিছনে না ছুটে নিজের দিকে খেয়াল রাখা ভালো।

৫. নিজের উপর জুলুম করা সবচেয়ে বড় পাপ।

৬. প্রবাদে আছে, চাচা আপন প্রাণ বাঁচা। অর্থাৎ আগে নিজে বাঁচুন তারপর অন্যকে নিয়ে ভাবুন।

ভালো না থাকা নিয়ে উক্তি

১. বেঁচে আছে এটাই তো অনেক, ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই।

২. মুখে মিথ্যা হাসি বিদ্যমান, তবে ভেতরটা জুড়ে রয়েছে কষ্টের পাহাড়।

৩. আমাকে ছেড়ে অন্যকে সাথে নিয়ে ভালোই আছো, তবে এদিকে আমি একটুও ভালো নেই।

৪. ভেবেছিলাম তুমি আমার ভালো থাকার কারণ, এখন দেখি তোমায় নিয়ে স্বপ্ন দেখা বারণ।

৫. যতদিন তোমায় নিজের করে না পাবো, ততদিন আমি ভালো থাকতে পারবো না।

৬. তোমাকে দেখার তীব্র ইচ্ছা আমাকে ভালো থাকতে দেয় না।

ভালো থাকা নিয়ে কিছু কথা

জীবনে চলার পথে মানুষকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়। দুঃখের সময়টাতে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে, তবেই জীবনে সফল হওয়া সম্ভব। আর জীবনে যখন আপনি সফল হতে পারবেন তখনই আপনি ভালো থাকতে পারবেন। তবে সব সময় টাকার উপর ভালো থাকাটা নির্ভর করে না। ভালো থাকতে হলে মনে প্রশান্তি লাগে। তাই অতীতের জরাজীর্ণ হলে আপনার চোখ দিয়ে প্রকৃতি দেখুন এবং সৎ পথে থাকুন। আর সৃষ্টিকর্তার ইবাদতে আপনি ভালো থাকাটা অনুভব করতে পারবেন।

প্রিয় ভিজিটরস, ভালো থাকা নিয়ে এই পোস্টটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের এই পোস্ট শেষ করছি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।

Click to scroll the page