মানুষ ভালোবাসার পূজারী। এই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা। মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা আজ এই পৃথিবীকে টিকিয়ে রেখেছে। তা না হলে মানুষের সাথে মানুষের কোলাহলে অনেক আগেই এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। প্রিয় ভিজিটরস ভাই ও বোনেরা আপনারা অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। বিশেষ করে আমরা প্রায় সবাই ভালোবাসার স্ট্যাটাস দিয়ে থাকি। তাই যারা ফেসবুকে ভালোবাসার স্ট্যাটাস দিতে চান তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট।

সম্মানিত পাঠক আপনি যদি ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস গুলো পেতে চান তাহলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ে নিন। এই পোস্টটিতে আমরা আরো উল্লেখ করেছি তার ফেসবুক ক্যাপশন ও ভালোবাসার ফেসবুক বায়ো। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি আমরা অনেক সময় বিভিন্ন স্টোরি ও পোস্ট শেয়ার করে থাকি। আপনারা ভালোবাসার স্টোরি, পোস্ট এবং ছন্দও পেয়ে যাবেন আমাদের আজকের এই পোস্টে। তাই চলুন দেখে নেয়া যায় ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস গুলো।

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

দূরের ওই আকাশটাতে
জ্বলছে হাজারো তারা,,,
কোটি মানুষের ভিড়ে
তুমিই আমার সেরা।

তোমার ওই মনের বাগানে
ফুটেছে গোলাপ ফুল,,,
তোমায় আমি ভালোবেসে
করিনি কোন ভুল।

তাহার  আকাশ জুড়ে
আমার বসবাস,,,
তাকেই আমি ভালবাসবো
হোলে হোক সর্বনাশ।

আমার ডায়েরির পাতায়
এঁকেছি তোমার ছবি,,,
সারাটি বছর ভালোবাসবো
গ্রীষ্ম কিংবা রবি।

যাহার অন্তরে থাকবে
তোমার প্রতি ভালোবাসা,,,
তাকেই তুমি আপন করো
করো তাকে ভরসা।

ভালোবাসার ফেসবুক ক্যাপশন

১. প্রেম যদি খাঁটি হয়, তাহলে সিনিয়র আপুও রাজি হয়।

২. যদি সংসার করতে চাও, তবেই এসো। টাইম পাস করতে চাইলে আসার দরকার নেই।

৩. যার সাথে আমি প্রেম করবো, তাকেই আমি বিয়ে করবো।

৪. আমি পার্ট টাইম কাউকে চাই না, পার্মানেন্ট একজনকে চাই।

৫. আমার লাইফে এমন একজন আসুক, যে শুধু আমাকেই ভালবাসবে।

৬. জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত, যাকে সব সময় পাশে পাওয়া যায়।

ভালোবাসার ফেসবুক বায়ো

১. আমি অসম্ভব ভালোবাসতে জানি, যদি তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য হও।

২. এই পৃথিবীতে আমি কাউকে ইমপ্রেস করার জন্য জন্মগ্রহণ করিনি। যে আমাকে ভালবাসবে, আমিও তাকেই আপন করে নেব।

৩. যে আমার, সে একান্তই আমার। তাকে অন্য কারো পাশে দেখলে আমার মনে আগুন জ্বলে ওঠে।

৪. আমি আমার ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখতে চাই না, সে শুধুই আমার।

৫. ছেড়ে যাওয়ার যুগে, আমি পার্মানেন্ট একজন মানুষকে চাই।

৬. আমি যাকে ভালোবাসবো, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসে যাবো।

ভালোবাসার ফেসবুক স্টোরি

১. আজ অনেকদিন পর আমার প্রিয় মানুষটির সাথে দেখা হল, সে আমার মনটাকে আবার রাঙিয়ে দিল।

২. তার ওই মায়াবী চোখের হাসি, আমি অনেক ভালোবাসি।

৩. আমি একবার নই, বহুবার প্রেমে পড়েছি। কিন্তু বারবার আমি ওই একটি মানুষেরই প্রেমে পড়েছি।

৪. তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। কারণ তোমাকে যতই দেখি, ততই তোমার প্রতি ভালোবাসা বাড়ে।

৫. আমার জীবনে আমি এমন একজন মানুষ পেয়েছি, যে আমার পছন্দের এবং খুব শখের একজন মানুষ।

৬. এই পৃথিবীতে আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দর একজন মানুষ…!!

ভালবাসার ফেসবুক কষ্ট

১. আমি যতই তার কাছে যেতে চাই, সে আমাকে ততই দূরে ঠেলে দেয়।🥺

২. তুমি আমাকে অনেক ঘৃণা করতে পারো, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি।🥰

৩. সে আমার জীবনের রানী, কিন্তু আমি তার জীবনের পথের কাঁটা।💔

৪. তোমাকে আমি অসম্ভব ভালবেসেছি, কিন্তু বারবার তুমি আমাকে অবহেলা করেছ।😅

৫. আমি তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই, আর তুমি আমাকে সব সময় কাঁদতে চাও।😥

৬. তুমি আমার মৃত্যু কামনা করো, এতে তোমার জীবন থেকে একজন অপ্রিয় মানুষ হারিয়ে যাবে।🙂

ভালোবাসার ছন্দ ফেসবুক

দিন পেরিয়ে রাত আসলো
আকাশে উঠল তারা,,,
তোমার জন্য মনটা আমার
ভালোবাসায় ভরা।

বকুল ফুলের সুবাসে আজ
চারদিক হয়েছে গন্ধ,,,
নিশি রাতে তোমায় শোনাবো
ভালোবাসার ছন্দ।

সত্যিকারের ভালবাসায়
লাগেনা কোন ধন,,,
ভালোবাসতে চাইলে লাগে
সুন্দর একটা মন।

অবাক করা দৃষ্টিতে
তাকিয়ে থাকো তুমি,,,
তুমি আমায় ভালোবাসো
এই কথা আমি জানি।

হৃদয়ের গহীন বনে
তোমার ছবি আঁকি,,,
কত নামে, কত ভাবে
তোমায় আমি ডাকি।

ভালোবাসার ফেসবুক পোস্ট

ফেসবুকে আমরা বেশিরভাগ সময় ভালোবাসার পোস্ট করে থাকি। কিন্তু আমরা এই পোস্টগুলো বিভিন্ন উপায়ে করতে পারি। অনেক সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস লিখে পোস্ট করি, কিংবা ছবি পোস্ট করি। ছবি পোস্ট করার সময় ছবির উপর ভালোবাসার ক্যাপশন গুলো দিয়ে থাকি। আবার সাময়িক সময়ের জন্য কখনো কখনো আমরা ফেসবুকে স্টোরি দিয়ে থাকি। বর্তমানে ফেসবুকে রিল্স বানিয়েও পোস্ট করা যায়।

তাই আপনারা ফেসবুকে যেভাবেই পোস্ট করেন না কেন, ভালোবাসার ফেসবুক পোস্ট করতে আমাদের সাইটে দেওয়া ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস, ভালোবাসার ফেসবুক ক্যাপশন, ভালবাসার ফেসবুক বায়ো, ভালোবাসার ফেসবুক স্টোরি, ভালোবাসার ফেসবুক কষ্ট এবং ভালোবাসার ফেসবুক ছন্দগুলো শেয়ার করতে পারবেন।