ভালোবাসার মাস ফেব্রুয়ারি চলে এসেছে। সাথে নিয়ে এসেছে ভালোবাসার সপ্তাহ। আপনারা কি জানেন? এই ভালোবাসার সপ্তাহে আমরা পরপর আটটি সুন্দর প্রেমের দিবস পেয়ে যাব। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না। আমরা শুধু ১৪ই ফেব্রুয়ারি নিয়ে বেশি মাতামাতি করে থাকি। কিন্তু ১৪ই ফেব্রুয়ারির আগেই আরো সাতটি প্রেমের দিবস চলে যায় আমরা হয়তো জানিই না। ভালোবাসার সপ্তাহের আটটি প্রেম দিবস নিয়ে আজকে আমাদের আয়োজন। পুরো পোস্টটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন।
প্রেমের সপ্তাহের শুরুটা হয় ৭ ই ফেব্রুয়ারি রোজ ডে এর মাধ্যমে, আর শেষটা হয় ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে। ভালোবাসার সপ্তাহে ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত আরটি প্রেম দিবসের এক একটা দিবস প্রেমিক-প্রেমিকাদের জন্য এক একটা মধুর দিন। তাই ভালোবাসার সপ্তাহ আপনাদের মাঝে রাঙিয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভালবাসার সপ্তাহ লিস্ট, সিডিউল, শুভেচ্ছা, স্ট্যাটাস, ছন্দ।
ভালোবাসার সপ্তাহ লিস্ট ২০২৫
- ৭ই ফেব্রুয়ারি-রোজ ডে
- ৮ই ফেব্রুয়ারি-প্রপোজ ডে
- ৯ই ফেব্রুয়ারি-চকলেট ডে
- ১০ই ফেব্রুয়ারি-টেডি ডে
- ১১ই ফেব্রুয়ারি-প্রমিস ডে
- ১২ই ফেব্রুয়ারি-কিস ডে
- ১৩ই ফেব্রুয়ারি-হাগ ডে
- ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে
ভালোবাসার সপ্তাহ ২০২৫ সিডিউল
ভালোবাসার সপ্তাহ ২০২৩ এর সিডিউলে আমরা ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত কোন দিন কোন দিবস তা তারিখ ও বারসহ তুলে ধরব। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন দিন কোন দিবস। তাই আমাদের সিডিউলটি ভালোভাবে দেখে নিন।
১. রোজ ডে- ৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার রোজ ডে।
২. প্রপোজ ডে- ৮ই ফেব্রুয়ারি বুধবার প্রপোজ ডে।
৩. চকলেট ডে- ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার চকলেট ডে।
৪. টেডি ডে- ১০ই ফেব্রুয়ারি শুক্রবার টেডি ডে।
আরো পড়ুন:-প্রপোজ ডে ২০২৫ স্ট্যাটাস, ছন্দ, মেসেজ
৫. প্রমিস ডে- ১১ই ফেব্রুয়ারি শনিবার প্রমিস ডে।
৬. কিস ডে- ১২ই ফেব্রুয়ারি রবিবার কিস ডে।
৭. হাগ ডে- ১৩ই ফেব্রুয়ারি সোমবার হাগ ডে।
৮. ভ্যালেন্টাইন ডে- ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভ্যালেন্টাইন ডে।
ভালোবাসার সপ্তাহে শুভেচ্ছা
আপনি কি ভালোবাসার সপ্তাহ জুড়ে আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানাতে চান? তাহলে আমাদের পোস্ট থেকে আপনি খুব সুন্দর ভাবে আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানাতে পারবেন। প্রিয়তমার কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য যারা আগে থেকে প্ল্যান করে রেখেছেন তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন।
১. ভালোবাসার সপ্তাহে প্রতি দিন প্রতি ক্ষণ আমি শুধু তোমার কাছেই থাকতে চাই। ভালবাসার সপ্তাহের শুভেচ্ছা নিও প্রিয়।
২. প্রিয়তমা তোমাকে রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত প্রতিটি দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই।
৩. আসছে খুশির সপ্তাহ, আসছে প্রেমের সপ্তাহ, আসছে ভালবাসার সপ্তাহ, ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত।
৪. আগেই স্মরণ করে দিলাম প্রিয়, আসছে কিন্তু ভালোবাসার সপ্তাহ। এই ভালোবাসার সপ্তাহে তোমাকে ছাড়া শুভেচ্ছা জানানোর মতো আর কেউ নেই আমার জীবনে। তাই প্রতিবছরের মত এ বছরও তোমাকে শুভেচ্ছা জানালাম।
৫. ভালোবাসার সপ্তাহে স্বাগতম, আজকে রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে পর্যন্ত সময়টা তোমার আর আমার।
৬. সপ্তাহটা ভালোবাসার, সপ্তাহ শুরু হোক ভালোবাসা দিয়ে সপ্তাহ শেষ হোক ভালোবাসা দিয়ে।
৭. গোলাপ দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু করলাম। ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি তোমাকে জানাই প্রেমের শুভেচ্ছা।
ভ্যালেন্টাইন উইক ছন্দ
১.বছরে আসে ৫২ টি সপ্তাহ,,,,
ভ্যালেন্টাইন তার শ্রেষ্ঠ সপ্তাহ।
এই সপ্তাহে বসে ভালোবাসার মেলা,,,,
এটা প্রেম, নয় কোন পুতুল খেলা।
২. ভালোবাসার সপ্তাহে তোমাকেই চাই,,,,
এই সপ্তাহে যেন তোমাকেই পাই।
ভালোবাসার আটটি দিন,,,,,
৭ই ফেব্রুয়ারি শুরু, ১৪ই ফেব্রুয়ারি শেষ দিন।
৩. রোজ ডে দিয়ে হয় প্রেমের শুরু,,,,,
ভেলেন্টাইন ডে দিয়ে হয় শেষ,
ভালোবাসার শুরু আছে,,,,,,
ভালোবাসার নেই তো কোন শেষ।
৪. রোজ ডে তে গোলাপ দিতাম,,,
প্রমিস ডে তে দিতাম প্রমিস,
তুমি যদি আমার হতে,,,,
কিস ডে তে দিতাম কিস।
৫. প্রপোজ ডে তে প্রপোজ করে,,,,
পটিয়ে ফেলব তোমায়,
প্রমিস ডে তে প্রমিস করো,,,,
ছেড়ে যেও না আমায়।
৬. ফেব্রুয়ারির ৭ তারিখ ভালোবাসার সপ্তাহের শুরু,,,,
১৪ তারিখে হবে এর সমাপ্তি,
সারা বছর কাটিয়ে দেবো,,,,
বুকে নিয়ে এ সপ্তাহের স্মৃতি।
আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে ভালোবাসার সপ্তাহ ২০২৩ এর লিস্ট সিডিউল শুভেচ্ছা ও ছন্দ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে ভালোবাসার সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজন শেষ করলাম।
Read more
ভালোবাসা দিবসের স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন
রোজ ডে কবে? রোজ ডে স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন