প্রিয় ভিজিটরস বন্ধুরা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আয়োজনে থাকছে ঈদ আনন্দ স্ট্যাটাস, কবিতা, শোভাযাত্রা, বার্তা এবং ঈদ আনন্দ ঘরে ঘরে নিয়ে লেখা প্রতিবেদন। আপনি যদি আপনার প্রিয় মানুষগুলোর কাছে ঈদ আনন্দ স্ট্যাটাস শেয়ার করতে চান তাহলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিবেন।
আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য ঈদের কবিতা, শোভাযাত্রা, বার্তা উল্লেখ করে দিয়েছি। ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই পোষ্টটি আপনার কাজে লাগবে। আপনি ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আজকের এই পোস্টটি থেকে ঈদের আনন্দ স্ট্যাটাস কবিতা কিংবা বার্তা শেয়ার করতে পারবেন এবং সকলের মাঝে ঈদ আনন্দ ছরিয়ে দিতে পারবেন। তাই চলুন আর দেরি না করে দেখে নিয়ে যাক ঈদ আনন্দ নিয়ে লেখা আজকের এই প্রতিবেদন।
ঈদ আনন্দ স্ট্যাটাস
১. ঈদ সকলের মনে আনন্দ বয়ে আনুক। ঈদ সকলের মনকে প্রশান্ত করে দিক। রমজানের রোজা রেখে ক্লান্ত দেহটাকে ঈদ এসে প্রশান্তি দিয়ে ভরিয়ে দিক।
২. ঈদ আসে আমাদের জীবনে আনন্দ নিয়ে। ঈদ সকলের মুখে হাসি ফোটায়। ঈদ আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। ঈদ আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটায়।
৩. মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব হচ্ছে ঈদ। ঈদের মতো বড় আনন্দ উৎসব শুধু মুসলিম নয়, অন্য কোন জাতিতেও নেই।
৪. আনন্দের দিন চলে এসেছে, আনন্দের ক্ষণ চলে এসেছে, আনন্দের সময় চলে এসেছে, আমাদের সকলের মাঝে ঈদ আনন্দ চলে এসেছে।
৫. সকলকে জানাই ঈদ আনন্দের শুভেচ্ছা। ঈদ কাটুক সবার আনন্দে। ঈদ আনন্দ পৌঁছে যাক ঘরে ঘরে। সবাইকে জানাই ঈদ মোবারক।
ঈদ আনন্দ কবিতা
রমজানের ঐ রোজার শেষে
এসেছে আজ ঈদ
সবার মনে ঈদ আনন্দ
ঈদ! ঈদ! ঈদ!
আনন্দময় দিন এসেছে
এসেছে আবার ঈদ
সবাইকে জানিয়ে যাই
ঈদ মোবারক! ঈদ মোবারক!
যে দিনের অপেক্ষায়
থাকি সারা বছর
সেদিন আমাদের মাঝে
চলে এসেছে আবার
হ্যাপি ঈদ! হ্যাপি ঈদ!
শুভ দিনে, শুভক্ষণে
সকলে আমরা সারাটা দিন
কাটাবো অনেক আনন্দে
শুভ ঈদ! শুভ ঈদ!
ঈদ আনন্দ শোভাযাত্রা
ঈদের আনন্দ উপভোগ করতে এবং সকলের মাঝে ঈদের আনন্দ ছরিয়ে দিতে প্রতিবছর ঈদ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই আনন্দ শোভাযাত্রায় সব বয়সের মানুষ অংশ নেয়। ছেলে মেয়েরা তাদের ইচ্ছা মত সাজে। রংবেরঙের বেলুন, ব্যানার, শোভাযাত্রা ফেস্টুন ইত্যাদি দিয়ে ঈদের শোভাযাত্রার মিছিল আনন্দময় হয়ে ওঠে। শোভাযাত্রা মানে মানুষের মঙ্গল কামনায় সকলে একাংশ হয়ে আনন্দ মিছিল বের করা। ঈদ আনন্দ শোভাযাত্রায় সকলের সম্মিলিত কার্যক্রমে ঈদ হয়ে ওঠে আরো আনন্দদায়ক এবং সকলের মাঝে ভ্রাতৃত্ব তৈরি হয়।
শহরের কোন কেন্দ্রীয় স্থান থেকে শুরু হয় ঈদ আনন্দ শোভাযাত্রা। সেখানে সকল মানুষ উপস্থিত থেকে শুরু করে আনন্দ শোভাযাত্রা। সেখান থেকে শুরু হয় ঈদের আনন্দ। নানা রকম আতশবাজি, নানারকম বাদ্যযন্ত্রের মাধ্যমে ঈদ আনন্দ শোভাযাত্রা হয়ে ওঠে অনেক রোমাঞ্চকর। সকলের মাঝে পুরোপুরি আনন্দ নিয়ে আসে ঈদের শোভাযাত্রা। প্রতিবছর ঈদ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমাদেরকে এই ঈদ আনন্দ শোভাযাত্রার ঐতিহ্যটি ধরে রাখতে হবে এবং প্রতি বছর ঈদ আনন্দ শোভাযাত্রা আয়োজন করতে হবে।
ঈদ আনন্দ বার্তা
১. ঈদ আমাদের সকলের মাঝে আনন্দ বার্তা নিয়ে আসে। ঈদ হচ্ছে আনন্দের বার্তা বাহক। সবাইকে ঈদের বার্তা পৌঁছে দিন। ঈদ মোবারক! ঈদ মোবারক!
২. আজকের বার্তা খুশির বার্তা, আজকের বার্তা আনন্দের বার্তা, আজকের বার্তা শুভ দিনের বার্তা, আজকের বার্তা ঈদের বার্তা। হ্যাপি ঈদ! হ্যাপি ঈদ!
৩. এই বার্তাটি আমার প্রিয় মানুষগুলোর জন্য, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর এই ঈদে অবশ্যই আমাদের বাড়িতে সবার দাওয়াত রইল। শুভ ঈদ! শুভ ঈদ!
৪. আজ এই আনন্দের বার্তাটি, আজ এই ঈদের বার্তাটি পৌঁছে যাক সেই শুভাকাঙ্ক্ষীদের দ্বারে, যারা আমার অতি কাছের মানুষ। ঈদ মোবারক! ঈদ মোবারক!
৫. মনের কথা না হয় সামনাসামনি বলব, কিন্তু ঈদের শুভেচ্ছা জানাতে তো কোন বাধা নেই। তাই এই বার্তার মাধ্যমে তোমাকে ঈদের শুভেচ্ছা জানালাম, ঈদ মোবারক!
ঈদ আনন্দ ঘরে ঘরে
ঈদের আনন্দ সকালের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমরা ঈদের আগে থেকেই অনেক প্ল্যান করে থাকি। ঈদ আনন্দ যাতে সবার ঘরে ঘরে পৌছে যায় সে জন্য আমরা নানা রকম কার্যক্রম করতে পারি। এজন্য আমাদেরকে অবশ্যই প্রথমে গরিবদের দিকে দৃষ্টি রাখতে হবে। গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা তাদের মাঝে আমাদের সম্পদের কিছু অংশ বিলিয়ে দিতে পারি। এতে করে গরিবের মুখে যেমন হাসি ফুটবে তেমনি মহান আল্লাহ তায়ালােও সন্তুষ্ট হয়ে যাবেন। এতে করে আমাদের সকলের আনন্দ আরো বৃদ্ধি পাবে।
ঈদের আগে আমরা গরীবদের মাঝে নতুন পোশাক বিলিয়ে দিতে পারি, তাছাড়া বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এতে করে ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা শুধু নিজেদের আনন্দ নিয়ে ভাববো না বরং আমরা গরিব দুঃখীদের খবর নিব। এভাবে একে অপরের খোঁজ নেওয়ার মাধ্যমে আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণ করে তুলতে হবে। আমাদের আশেপাশে যারা অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে আমাদের তাদের পাশে গিয়েও দাঁড়াতে হবে, এতে করে তারা মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে। এভাবে আমরা ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে দেব।
ঈদ আনন্দ নিয়ে কিছু কথা
ধনী-গরিব, ছোট- বড় সকলের জন্যই ঈদ। ঈদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি সুন্দর নিয়ামত। প্রতিটি মানুষ হাজারো কষ্টের মধ্যে দিয়ে দিন কাটালেও ঈদের দিনটিতে অন্তত হাসিমুখে আনন্দের সাথে কাটাতে চায়। ঈদ উপলক্ষে কেউবা একটি জায়গায় অধিক পোশাক ক্রয় করছে, কেউবা টাকার অভাবে একটি পোশাকও ক্রয় করতে পারেনি। কিছু মানুষ আছে যারা অধিক পোশাক ক্রয় করেও, ভালো খাবার খেয়েও আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে না। আবার কেউ আছে যারা পুরনো পোশাক পরেই ঈদ কাটিয়ে দেয়। তবুও তারা অনেক আনন্দে থাকে এবং আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে।
ঈদের আনন্দ আপনি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনার মনটা হবে উদার। মানুষের প্রতি আপনার মায়া ও ভালবাসা থাকলেই ঈদে আপনার মনে আনন্দ থাকবে। কিন্তু যারা নিচু মনের মানুষ রয়েছে, তারা কখনোই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। কারণ তাদের মনে সব সময় অপর ব্যক্তিদের কে নিয়ে হিংসা জন্ম নেয়, এই হিংসা তাদের সকল আনন্দ কেড়ে নেয়। সবকিছু থাকার পরও তাদের মনে ঈদের আনন্দ থাকে না। তাই যতটা সম্ভব মানুষকে আপন করে নিতে হবে এবং কাউকে দেখে হিংসা করা যাবে না। ঈদে আমরা সবাইকে শুভেচ্ছা জানাবো এবং কুশল বিনিময় করব।