ভ্যালেন্টাইন উইক অর্থাৎ ভালবাসার সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে প্রপোজ ডে। জীবনে সুখী হওয়ার জন্য প্রপোজ ডে প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ এই দিনটিতেই তার প্রিয় মানুষটি যার সাথে সে জীবনটা কাটিয়ে দিতে চায় তাকে প্রপোজ বা প্রস্তাব দেওয়ার দিবস। প্রস্তাব দিবসের দিনটিতে হাজারো মানুষ তার ভালোবাসার মানুষটিকে তার মনের কথা তার ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। এই প্রস্তাব দিবসে প্রস্তাব দেওয়ার পর যদি প্রেমিক অথবা প্রেমিকা তা গ্রহণ করে নেয় সেটি হবে একজন মানুষের সবচেয়ে আনন্দের দিন।

সামনাসামনি বা মুখোমুখি হয়ে প্রপোজ করতে অনেকেই ভয় পায় বা লজ্জার শিকার হয়। এজন্য অনেকেই অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মনের কথাটা তার ভালোবাসার মানুষের কাছে তুলে ধরে। হয়তো সে ফেসবুকে প্রেমিকার উদ্দেশ্যে স্ট্যাটাস বা ছন্দ লিখে মনের কথাটা প্রকাশ করে। অথবা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করার মাধ্যমে তার ভালোবাসার কথাটা জানিয়ে দেয়। এ কারণে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রপোজ ডে এর স্ট্যাটাস, ছন্দ মেসেজ।

প্রপোজ ডে কবে?

প্রস্তাব দেওয়ার দিবস বা প্রিয় মানুষটির কাছে ভালোবাসার কথাটি জানিয়ে দেওয়ার দিবসটিকে ইংরেজিতে প্রপোজ ডে বলা হয়। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে প্রপোজ ডে পালন করা হয়। প্রপোজ ডে ২০২৩ পালন করা হবে ৮ই ফেব্রুয়ারি রোজ বুধবার। ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ রোজ ডে এর পরের দিনটি হচ্ছে প্রপোজ ডে।

প্রপোজ ডে রোমান্টিক স্ট্যাটাস

১. তোমায় ভালোবাসি অনেকদিন আগে থেকেই। তবে আমার মনে হয়েছিল তোমাকে জানানোর সবচেয়ে সেরা দিন আজকে। তাই আজ এই প্রপোজ ডে তে তোমাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিলাম। আই লাভ ইউ জান।
২. আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। কারণ তুমি আমার ভালোবাসার কথাটি মেনে নিয়েছো। এভাবেই সারা জীবন পাশে থেকো প্রিয়।
৩. হয়তো অনেক দেরি করে ফেলেছি, তাছাড়া কি করব প্রিয়। প্রেমের প্রস্তাব দেওয়ার সেরা দিনটিই আজকে। তাই আজকেই তোমাকে প্রস্তাব দিলাম। তুমি কি আমার সঙ্গী হবে?
৪. ভালো তোমারে লাগে, তোমারেই ভালবাসবো। প্রতিটি প্রপোজ দিতে আমি তোমাকেই চাইবো।
৫. এর আগে আমার কাউকে ভালো লাগেনি। এই প্রথম কোন একটা মানুষের প্রেমে পড়ে গেছি আমি। তাই এই প্রথমবার কাউকে প্রপোজ করছি। সেটা হচ্ছে তুমি, আমি তোমায় অনেক ভালোবাসি।

৬. প্রপোজ ডে কি? প্রপোজ ডে কবে? কিছুই জানতাম না আমি। তবে তোমার প্রেমে পড়ার পর থেকে প্রপোজ ডে সম্পর্কে সবকিছুই জেনে গেছি আমি।
৭. এই যে শুনুন, আপনার সাথে একটা কথা ছিল। ইয়ে মানে, আপনি না অনেক সুন্দর। আপনাকে একটা কথা বলতে চাই অনেকদিন ধরেই কিন্তু বলতে পারি না। আমি আপনার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ।
৮. প্রস্তাব দিবস জীবনে বার বার আসবে। কিন্তু জীবনে প্রকৃত প্রপোজ ডে একদিনই। সেই দিনটি হল প্রথম কাউকে প্রপোজ করার দিন। যা আমি তোমাকেই করতে চাই।
৯. তোমাকে হয়তো ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করার সাধ্য আমার নেই। তাই এই ভালোবাসায় ভরা গোলাপটি দিয়েই তোমাকে প্রপোজ করলাম। তুমি কি আমায় ভালবাসবে?
১০. তোমার আর আমার এই প্রপোজ ডের দিন টা স্মরণীয় হয়ে থাকবে। কারণ এটি আমাদের প্রথম প্রপোজ ডে ছিল। এভাবেই সারা জীবন আমার পাশে থেকো।

আর ও পড়ুন:- প্রপোজ ডে তে একটু অন্য উপায়ে প্রস্তাব দিন, রাজি হবেই।

প্রপোজ ডে নিয়ে ছন্দ

১. তুমি রাজি থাকলে কাজি আনবো,,,
কাজী এনে বিয়া করব।
বিয়ে করে বউ বানাবো,,,,
তারপর একটা ফুটফুটে বেবি উপহার দেব।
২. প্রপোজ ডে তে প্রপোজ করব,,,,
৮ই ফেব্রুয়ারি।
তোমার সাথে আর কোনদিন,,,,
হয় না যেন আড়ি।
৩. তোমার জন্য বুকটা আমার,,,,
করে রেখেছি খালি।
তুমি হবে আমার বউ,,,
তোমার বোন হবে আমার শালি।

৪. আজ করলাম তোমায় প্রেমের প্রস্তাব,,,,
তুমি যদি হও রাজি।
তোমায় আমি বিয়ে করবো,,,,
সাথে নিয়ে যাব কাজী।
৫. আজ ৮ই ফেব্রুয়ারি,,,,
প্রপোজ ডে।
আমি ছাড়া তোমায় আর,,,
প্রপোজ করবে কে?
৬. রোজ ডে তে তোমায় আমি,,,
দিয়েছি গোলাপ ফুল।
প্রপোজ ডে তেও, প্রপোজ করতে
করবো না আমি ভুল।

প্রপোজ ডে তে প্রিয় মানুষের জন্য মেসেজ

১. আজ এই দিনটার অপেক্ষায় ছিলাম, তোমায় প্রপোজ করবো বলে। সামনাসামনি বলতে পারলাম না তাই মেসেজ এই দিলাম বলে। হ্যাপি প্রপোজ ডে।
২. এই মেসেজটি শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষের জন্য। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাপি প্রপোজ ডে।
৩. অনেক আশা নিয়ে আজ এই প্রস্তাব দিবসে তোমাকে এই ভালোবাসার মেসেজটি দিলাম। আশা করি রিপ্লাইটা ভালো পাব। না হয় আমি শেষ হয়ে যাব।
৪. আজকের এই দিনে এই টেক্সটা আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে দিলাম। যাকে আমি আমার জীবনের অর্ধাঙ্গিনী করে রাখতে চাই।

৫. এই টেক্সটা যার ইনবক্সে যাবে তাকেই আমি ভালোবাসি। মেসেজটি যেহেতু আপনার ইনবক্সেই চলে গেছে তাহলে আপনি শুধুই আমার।
৬. প্রতিবছর ৮ই ফেব্রুয়ারি আমি শুধু একজনকেই এই মেসেজটি দিয়ে থাকি। হ্যাপি প্রপোজ ডে।
৭. যে আমার জীবনে সবচেয়ে স্পেশাল, সে হলে তুমি। তাই প্রপোজ ডে তে তোমাকেই টেক্সটা পাঠালাম। হ্যাপি প্রপোজ ডে।
৮. গতবছর এই দিনটিতে তুমি আমায় প্রপোজ করেছিলে। তাই এবছর আমি আগেই তোমাকে প্রপোজ ডের শুভেচ্ছা জানালাম। হ্যাপি প্রপোজ ডে।

আরও পড়ুন:-
ভালোবাসার সপ্তাহ লিস্ট, সিডিউল, শুভেচ্ছা, ছন্দ