এই প্রপোজ ডে তে আপনি কি কাউকে প্রস্তাব দিতে চাইছেন? কিভাবে প্রস্তাব দেবেন বুঝতে পারছেন না? প্রপোজ ডে তে অনেকেই তার প্রিয় মানুষটিকে প্রপোজ করে থাকে। তবে প্রপোজ করলেই কিন্তু রাজি হয়ে যায় না। কারণ প্রপোজ করারও অনেক ধরন আছে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন উপায়ে প্রপোজ করে থাকে। অনেকেই অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে তার প্রেমিকাকে প্রস্তাব দেয়। কিন্তু তার প্রেমিকা যখন তাকে রিজেক্ট করে দেয় তখন সত্যিই তার জন্য অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে।
আপনি যদি নতুন উপায়ে কাউকে প্রপোজ করতে চান এবং তাকে রাজি করাতে চান তাহলে আপনার জন্যই আজকের এই আয়োজন। আজকে আপনাদের একটু ভিন্ন উপায়ে প্রপোজ করার কিছু টিপস দিয়ে যাব। আপনি যদি এই টিপস গুলো ভালোভাবে ফলো করেন এবং টিপস অনুযায়ী আপনার প্রিয় মানুষটিকে প্রপোজ করেন, তাহলে আশা করা যায় অবশ্যই আপনার প্রেমে পড়ে যাবে এবং আপনার প্রপোজ একসেপ্ট করে নেবে। তাই প্রপোজ করে সফল হতে চাইলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।
প্রপোজ ডে তে কোন পোশাক পড়ে যাব?
আপনি কাউকে প্রপোজ করতে চাইলে আগে থেকে ঠিক করে রাখেন কোন পোশাক পড়ে যাবেন। কিন্তু কখনো কখনো পোশাক নির্বাচনে আমরা বুঝতে পারি না কোন পোশাক পরে যাব। প্রপোজ করতে যাওয়ার সময় ভালো একটা পোশাক পরা প্রেমিক অথবা প্রেমিকার রাজি হওয়ার বিষয়টা অনেকটাই ম্যাটার করে। তাই আমাদেরকে আগে পোশাক নির্বাচন করতে হবে। তাই পোশাক নির্বাচনের জন্য কতগুলো টিপস দিয়ে যাচ্ছি।
১. দেখুন, সব মানুষের রুচি কিন্তু এক না। তাই আপনাকে অবশ্যই আপনার প্রিয় মানুষটির রুচিবোধ সম্পর্কে জানতে হবে।
২. আপনার কাছে হয়তো একটি পোশাক ভালো লাগে, কিন্তু আপনার প্রেমিক অথবা প্রেমিকার কাছে ভালো নাও লাগতে পারে। তাই আগে থেকেই আপনাকে তা জানতে হবে।
৩. যদি আপনার প্রিয় মানুষটি একটু ধার্মিক হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই অশালীন কাপড় পরিধান বর্জন করতে হবে। পোশাক নির্বাচনে আপনাকে তাহলে শালীনতা বজায় থাকে এমন পোশাক পড়তে হবে।
৪. প্রপোজ ডে তে ছেলেদের জন্য লাল রঙের পাঞ্জাবি এবং মেয়েদের জন্য লাল রঙের শাড়িই হল বেটার অপশন।
৫. বোরকাতে কিন্তু মেয়েদের অনেক স্মার্ট ও কিউট লাগে, তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি বোরকা পড়ে যেতে পারেন।
৬. ছেলেদের স্মার্টনেস দেখানোর জন্য সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতা এবং একটি কালো রংয়ের ব্লেজারই যথেষ্ট।
৭. এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগই ফ্রি স্টাইল পছন্দ করে। তা আপনি সাধারণ সময় যেসব পোশাক পড়ে থাকেন তা পরেও যেতে পারেন। তবে তা পরিচ্ছন্ন পোশাক হতে হবে। নতুন পোশাক হলে ভালো হয়।
প্রপোজ ডে তে এক্সট্রা কিছু এলিমেন্টস ব্যবহার করুন
এখানে এক্সট্রা এলিমেন্টস বলতে দামি কোন গহনা বা অন্য কোন দামি জিনিস বোঝানো হয়নি। খুবই অল্প দামে কিছু এলিমেন্টস আছে যা ব্যবহার করার ফলে আপনাকে আরো সুন্দর ও আকর্ষণীয় লাগবে। তাই প্রপোজ ডে তে আপনার ভালোবাসার মানুষটির চোখে নিজেকে অনেক আকর্ষণীয় করে তোলার জন্য আপনাকে কিছু এলিমেন্টস ব্যবহার করার টিপস দিয়ে যাচ্ছি। আপনি অবশ্যই এই টিপস গুলো ফলো করবেন।
১. সাধারণভাবেই আমাদের সবার কাছে একটি করে ঘড়ি থাকে। কিন্তু আমরা তা বেশি ব্যবহার করতে চাই না। এখানেই আমরা ভুল করি, আমরা প্রপোজ ডে তে অবশ্যই হাতে একটি আকর্ষণীয় ঘড়ি পড়ে যাবে।
২. পারফিউম তো আমরা মোটামুটি সবাই ইউজ করি, প্রপোজ করতে যাওয়ার সময় অবশ্যই আমরা আকর্ষণীয় ঘ্রাণযুক্ত পারফিউম ইউজ করে যাব।
৩. আপনাকে আকর্ষণীয় দেখানোর জন্য একটি সানগ্লাস বেস্ট অপশন। আপনি ছেলে হোন কিংবা মেয়ে অবশ্যই আপনি একটি সানগ্লাস ইউজ করবেন। এতে আপনাকে খুবই সুন্দর দেখাবে।
৪. হাতের আঙুলে একটা রিং বা আংটি পরলে খুবই সুন্দর দেখায়, তাই আপনি একটি রিং ইউজ করবেন। তবে এক্ষেত্রে রিং একটির বেশি ইউজ করবেন না।
৫. ছেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রপোজ এর দিন অবশ্যই আপনাকে চুল দাড়ি সাইজ করতে হবে।
৬. অনেক মেয়েই মনে করে মুখে প্রচুর মেকআপ করলেই অনেক সুন্দর লাগে। কিন্তু এটি একদম ভুল ধারণা। কেননা প্রচুর মেকআপ করলে ফেসটা আরো কুৎসিত লাগে। মেয়েদের উচিত হালকা মেকাপ করা ও হালকা লিপস্টিক ইউজ করা। এতে মেয়েদেরকে অনেক কিউট লাগে।
সম্মানিত ভিজিটরস প্রপোজ ডে তে প্রপোজ করার জন্য আপনাদের কিছু টিপস দিয়ে গেলাম। আপনি যদি প্রপোজ করতে চান তাহলে অবশ্যই টিপসগুলো ফলো করবেন। আর আমাদের সাইটটি ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই প্রপোজ ডে তে প্রপোজ করে সফল হবেন এই আশা ও কামনা নিয়ে আজকের আয়োজন শেষ করছি।