প্রিয় পাঠক ভাই ও বোনেরা আসসালামু ওয়ালাইকুম। আজকের এই পোস্টটিতে আপনাদের মাঝে আল্লাহ তাআলাকে নিয়ে কিছু স্ট্যাটাস ও উক্তি তুলে ধরবো। প্রতিটি মুসলিম নর-নারীর আল্লাহ তাআলা সম্পর্কে জানা অত্যন্ত জরুরী এবং আল্লাহ তাআলার ইবাদত করা আবশ্যক। কারণ তিনি আমাদের সকলের মালিক, তিনিই আমাদের সৃষ্টিকর্তা। আজকের এই পোস্টটিতে আল্লাহ তাআলা কে নিয়ে আরও কিছু কথা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।
প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা অনেকেই আল্লাহ তায়ালাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি, কিছু কথা ইত্যাদি লিখে সার্চ করে থাকে। তাই যারা আল্লাহ তাআলা সম্পর্কে স্ট্যাটাস, উক্তি পেতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন। এই পোস্টটি তে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে কিছু স্ট্যাটাস ও কিছু উক্তি তুলে ধরেছি এবং আল্লাহ তাআলা সম্পর্কে কিছু কথা শেয়ার করেছি। চলুন পোস্টটি দেখে নেয়া যাক।
আল্লাহ তাআলাকে নিয়ে স্ট্যাটাস
১. আল্লাহ সকলকে তার নির্দিষ্ট সময়ে মৃত্যু দান করেন। তার হুকুম ব্যতীত কেহই মৃত্যুবরণ করিতে পারেনা।
_আল-কোরআন
২. ভোজন কর এবং পান কর, কিন্তু অপচয় করোনা। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।
_আল-কোরআন
৩. আল্লাহই মুসলমানদের বন্ধু এবং সঙ্গী। তিনি তাহাদের অন্ধকার থেকে বার করে আলোতে নিয়ে আসেন।
_আল-কোরআন
৪. ছোট ছোট গ্রহ গুলি যেমন সূর্যের কাছাকাছি অবস্থান পায়, তেমনি ছোট ছোট শিশুরাও আল্লাহর কাছাকাছি অবস্থান পায়।
_রিচটার
৫. যারা তাকওয়া অবলম্বন করে ও পরোপকার করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ আল্লাহ তাদেরকে সাহায্য করেন।
_আল-কোরআন
৬. মানুষ ইচ্ছা করে ছোট ও দরিদ্র হয়। তার ছোট ও দরিদ্র হবার কোন কথা না। তার শুধু সহিষ্ণু পরিশ্রম চাই। জয়ের জন্য শুধু আল্লাহর দিকে চেয়ে থেকো না। তোমার বাহুতে যে শক্তি আছে, তোমার মাথায় যে বুদ্ধি আছে তার ব্যবহার তুমি করো।
_ডাঃ লুৎফর রহমান
৭. মানুষ মাত্রেই আল্লাহর সৈনিক। অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে সর্ব নির্যাতন, সর্ব অশান্তি থেকে মুক্ত করতেই মানুষের জন্ম।
_কাজী নজরুল ইসলাম
৮. ক্রোধ প্রদর্শন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি উহা দমন করিয়া রাখো তবে আল্লাহ তাআলা এজন্য তোমাকে পুরস্কৃত করিবেন।
_আল হাদিস
আল্লাহ তাআলাকে নিয়ে উক্তি
১. যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম রূপে পুরস্কৃত করেন।
_আল-কোরআন
২. যদি তোমরা অন্যের অপরাধ ক্ষমা করতে না পারো, তবে আল্লাহর নিকট ক্ষমা পাবার আশা করোনা।
_হযরত ঈসা ( আঃ)
৩. দেশ শাসনভার আল্লাহ তাআলার নিকট হইতে আমানত।
_আল হাদিস
৪. আল্লাহর পথে সংগ্রামরত একটি সকাল অথবা একটি সন্ধ্যা দুনিয়া এবং এখানকার সকল সম্পদ অপেক্ষা অনেক বেশি মর্যাদাজনক।
_তিরমিযি
৫. যে মানুষকে ভয় করে সে আল্লাহকে ভয় করে না।
_হযরত ( আঃ) কাদের জিলানী ( রাঃ)
৬. আল্লাহ তায়ালা বিচারকদের পক্ষে থাকেন যতক্ষণ অন্যায় বিচার না করে, যখন সে অন্যায় বিচার করে তখন আল্লাহ তার সঙ্গ ছেড়ে দেন এবং শয়তান তার সঙ্গী হয়।
_আল হাদিস
৭. যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হইয়া আঘাতকারীকে ক্ষমা করে, আল্লাহ তাহার সম্মান বৃদ্ধি করিবেন এবং তাহার পাপ মার্জনা করিবেন।
_আল হাদিস
৮. আল্লাহ ব্যতীত কেউ জ্ঞানী নয়।
_পাইথাগোরাস
আল্লাহ তায়ালাকে নিয়ে মূল্যবান কিছু কথা
পরম করুনাময় আল্লাহ তায়ালার প্রশংসা করিয়া শেষ করা মানুষের অসাধ্য। তিনি ’কুন্’ শব্দের দ্বারা আঠারো হাজার আলম সৃষ্টি করিয়াছেন। মানব এবং ঋণজাতি একত্র হইয়াও যদি আল্লাহ তাআলার প্রশংসা বাণী লিখিতে চায় এবং সমস্ত গাছপালা কলম ও সমুদ্রের পানি কালী রূপে ব্যবহার করে, তবুও তাহার গুণাবলী লিখিয়া শেষ করা যাবে না।
যেদিকে চোখ যায় সেদিকেই আমরা আল্লাহ তাআলার মহান অস্তিত্বের দেদীপ্যমান প্রমাণ দেখিতে পাই। তিনি লা শরীক। তিনি এক ও অদ্বিতীয়। তাহার কেউ অংশীদার নাই। অন্য কারো নিকট হইতে তাহার কিছুই চাহিতে হয় না। তিনি সামাদ বা অভাবমুক্ত। তিনি কাহারো ঔরসজাত নন এবং তিনি কাহাকেও জন্ম দেন নাই। তাহার সমতুল্য আর কেহই নাই। তিনি সকলের খাদ্য সরবরাহকারী। তিনিই সমস্ত সৃষ্টির মালিক। তাহার ইচ্ছাক্রমেই একদিন এই বিশ্ব সংসার ধ্বংস হইবে। তিনি অক্ষয় অমর। তিনি সকলের প্রভু প্রতিপালক।
মানুষ আল্লাহ তাআলার এবাদতের জন্যই সৃষ্টি হইয়াছে। আল্লাহ ইসলামকে মানুষের জন্য জীবন বিধান রূপে মনোনীত করিয়াছেন। মানুষই তাহার সৃষ্ট জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই জন্যই মানবজাতি আশরাফুল মাখলুকাত নামে অভিহিত। কাজেই করুণাময় আল্লাহ তায়ালার এবাদত করা প্রত্যেক মানুষের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলার এবাদত করলেই আমরা পরকালে সর্ব শান্তির স্থান জান্নাত লাভ করতে পারব। তাই আমরা সকলেই বেশি বেশি আল্লাহ তায়ালার ইবাদত করব।
সম্মানিত পাঠক আমাদের সাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকের এই পোস্টটিতে আমরা আল্লাহ তায়ালা সম্পর্কে কিছু উক্তি, স্ট্যাটাস ও কিছু কথা তুলে ধরেছি। আশা করি আপনারা এই পোস্টটি থেকে আল্লাহ তায়ালা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন। সকালে সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা সকলে যেন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পোস্ট শেষ করলাম।