বর্তমানে মানুষের সাথে যোগাযোগের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তবে পূর্বে এমন সুযোগ-সুবিধা ছিল না। তখন যোগাযোগের একমাত্র উপায় ছিল চিঠি লিখা। পূর্বের সময়টাতে মানুষ ভালোবাসার মানুষটিকে চিঠি লিখে পাঠাতো। তবে প্রযুক্তির কল্যাণে বর্তমানে ঘরে বসেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যেই যোগাযোগ করা যায় এমনকি ভিডিও কলের মাধ্যমে দেখাও যায়। এখন যোগাযোগের এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও মানুষের সবচেয়ে পছন্দের মাধ্যম হচ্ছে মেসেজ। আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার আবেগী মেসেজ পাঠাতে পারি।

আপনার প্রিয় মানুষের কাছে ভালোবাসার আবেগী মেসেজ পাঠাতে চাইলে আমাদের পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় কি লিখে মেসেজ পাঠাবেন তা খুঁজে পান না। প্রেমিক অথবা প্রেমিকার সাথে অভিমান হলে অনেক সময় ভালোবাসার আবেগী মেসেজগুলো দেওয়া প্রয়োজন। এতে করে আপনার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যাবে। যতই অভিমান করুক না কেন আপনি কখনো তাকে মেসেজ দেওয়া বন্ধ করবেন না। তাই আপনার প্রিয় মানুষের রাগ ভাঙ্গাতে আপনি এই পোস্ট থেকে সংগ্রহ করে ভালবাসার আবেগে মেসেজগুলো পাঠাতে পারেন।

ভালোবাসার আবেগী মেসেজ

১. তুমি আমার উপর রাগ করে থাকলে আমি সারাদিন না খেয়ে থাকবো।😥

২. ও প্রিয়তমা, আমার মত করে তোমাকে আর কেউ ভালোবাসবে না।

৩. তোমার সাথে এক মুহূর্ত কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ কথা বলো সোনা।

৪. তুমি যখন আমার উপর অভিমান করে বসে থাকো তখন আমার অনেক কষ্ট লাগে।🥺

৫. তুমি আমাকে মারো-কাটো, বকাঝকা কর। তবুও আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না প্রিয়।

৬. আমাকে যদি ছেড়ে যেতে চাও, তবে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে।

৭. তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। তবুও তোমাকে আমি হারাতে চাই না।

৮. আমি হাজার মানুষের থেকে তোমাকে খুঁজে নিয়েছি। যতদিন বাঁচি, তোমাকে নিয়েই বাঁচতে চাই।💖🥀

৯. তোমাকে ছাড়া আমি অপূর্ণ, তুমি পাশে থাকলেই আমার জীবন পরিপূর্ণ।

১০. তুমি আমাকে অবহেলা করো কিংবা ঘৃণা কর তবুও আমি তোমার পিছনেই ঘুরব।

১১. আপনি আমাকে একটু ভালোবাসা দিয়েন। আমি সারা জীবন আপনাকে নিজের করে রাখবো।

১২. আমার জীবনসঙ্গী হিসেবে আমি শুধু তোমাকেই চাই। আমার শুধু তোমাকেই লাগবে।🥰💖

ভালবাসার আবেগী এসএমএস

১৩. আমি সারাদিন একটি মানুষের মেসেজের অপেক্ষায় থাকি, সেই মানুষটি হচ্ছো তুমি।

১৪. তোমার চোখের জল আমি একটুও সহ্য করতে পারি না। সব সময় তোমার হাসি মুখটা দেখতে চাই প্রিয়।

১৫. আমার মেসেজ সিন করার পরও যখন তুমি রিপ্লে না দাও, তখন নিজেকে খুব অসহায় লাগে।🥺💔

১৬. নিজের শরীরের যত্ন নিও প্রিয়, বিয়ের পর আমি তোমাকে যত্ন সহকারে আগলে রাখবো।

১৭. তুমি আমাকে যত অপমান করবে, আমি তোমাকে ততই বেশি ভালোবাসবো।

১৮. দিন গুনতেছি শুধু তোমার অপেক্ষায়, কবে যে তোমাকে আপন করে পাবো।🥺🥀

১৯. তোমাকে যদি আমার নিজের করে না পাই, তাহলে আমার এ জীবনটাই বৃথা হয়ে যাবে।

২০. সাবধানে থেকো আমার জান, তোমার জন্য আমি সব সময় অনেক চিন্তায় থাকি।

২১. আপনি আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকাবেন না, আমার অনেক রাগ হয়।😠

২২. তোমার পাশে আমি অন্য কাউকে দেখতে চাই না। তুমি শুধুই আমার।

২৩. আমার ইচ্ছে গুলোর মাঝে তোমাকে পাওয়ার ইচ্ছা আমার সবচেয়ে বেশি।

২৪. তোমাকে যদি একবার আপন করে পেতাম, তাহলে আর কখনোই দূরে যেতে দিতাম না।

প্রিয় ভিজিটরস বন্ধুরা ভালবাসার আবেগী মেসেজগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পোস্ট শেষ করলাম।