প্রেরণা হচ্ছে মানুষের মনের সাহস যোগানো। মানুষ যখন ভেঙে পড়ে কিংবা ব্যর্থতায় পর্যবষিত হয়ে পড়ে তখন তাকে সান্তনা কিংবা প্রেরণা দেওয়া হয়। মানুষ যত খারাপ পরিস্থিতিতেই থাকুক না কেন একটি প্রেরণামূলক উক্তিই হতে পারে তার জীবনে শক্তিশালী একটি হাতিয়ার। একটি প্রেরণার মাধ্যমেই মানুষ তার জীবনকে নতুন করে সাজিয়ে গুছিয়ে জীবন যাপন করতে পারে। একজন মানুষকে বদলে দেওয়ার জন্য বা পরিবর্তন করার জন্য একটি প্রেরণামূলক উক্তিই যথেষ্ট। হাজার হাজার প্রেরণামূলক রয়েছে। আমরা যদি সারাদিন উক্তিগুলো পড়তে থাকি তবে আমাদের মনের সাহস বাড়বে। কিন্তু এটা করলে চলবে না আমাদেরকে প্রেরণামূলক উক্তি পড়ার পাশাপাশি এটিকে কাজে লাগাতে হবে এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তবেই উক্তিগুলো পড়ার কার্যকারিতা এবং সাফল্য রয়েছে।
সম্মানিত পাঠক আমাদের জীবনে প্রেরণামূলক বা মোটিভেশনাল উক্তিগুলো অনেক গুরুত্বপূর্ণ। কেননা একটি উক্তি আমাদের জীবনকে বদলে দিতে পারে। যদি ওই উক্তিটি আমরা মনে ধারণ করতে পারি এবং তা কাজে লাগাতে পারি। এছাড়াও আমাদের আশেপাশে যারা রয়েছে তারা যদি কোন কারণে ব্যর্থ হয় কিংবা ভেঙে পড়ে তাদেরকে আমরা প্রেরনামূলক উক্তি কিংবা মোটিভেশনাল উক্তিগুলো শেয়ার করতে পারি। যাতে তারা ওই খারাপ অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করে ভালো অবস্থানে যেতে পারে এবং জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। আজকে আমরা বেশ কিছু প্রেরণামূলক আপনাদের মাঝে তুলে ধরবো। তাই চলুন আর দেরি না করে দেখে নেয়া যাক আজকের এই প্রেরণামূলক উক্তিগুলো।
প্রেরণামূলক উক্তি
১. আমরা সব সময় আমাদের কাজকে প্রাধান্য দেব। বাকি সব চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।।
২. আমাদের নিজের এবং অন্যের কাজকে সম্মান দিতে শিখতে হবে। কোন কাজকে ছোট করে দেখা আমাদের উচিত নয়।
৩. কাজের কাজটা যদি না করতে পারেন তবে আপনার সমস্ত চিন্তা ভাবনা ব্যর্থতায় পর্যবসিত হবে।
৪. যেকোনো কাজে খুব সহজে কিংবা খুব তাড়াতাড়ি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার সফলতা নির্ভর করে আপনার পরিশ্রমের উপর।
৫. স্বপ্ন দেখা ভালো, তবে আপনাকে মনে রাখতে হবে সফল হওয়ার পরেই আপনার সকল ইচ্ছা ও সকল স্বপ্ন পূরণ হবে। তাই অযথা সময় নষ্ট না করে কাজকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে।
৬. আশেপাশের মানুষ আপনাকে সফল হতে দিতে চাইবে না। তারা নানা ধরনের কথা বলে আপনার মন নষ্ট করে দিবে। তাই কারো কথায় কান না দিয়ে আপনি নিজের মতো এগিয়ে যান।
৭. কখনো কখনো আপনার মনে হতে পারে আমাকে দিয়ে এ কাজ অসম্ভব। তখন ওই অসম্ভবের মধ্যেই আপনার সফলতার সম্ভাবনাকে খুঁজতে হবে।
৮. প্রেরণার বড় উদাহরণ হচ্ছে লিওনেল মেসি। বারবার ব্যর্থতার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তীতে অবসর না নিয়ে নিজের মনোবল শক্ত করে পরপর তিনটি শিরোপা জয় করেন তিনি।
প্রেরণামূলক স্ট্যাটাস
৯. আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। ধৈর্য ধরুন এবং সঠিক নিয়মে কাজ করতে থাকুন একদিন না একদিন আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন।
১০. কেউ যদি গুরুত্ব না দেয় তবে আপনি তার থেকে দূরত্ব বাড়িয়ে দিয়ে নিজে সফল হয়ে তাকে দেখিয়ে দিন যে আপনার জীবনেও সে গুরুত্বপূর্ণ কেউ নয়।
১১. যখনই আমাদের মাথায় খারাপ চিন্তা ভাবনা আসে কিংবা সময় অপচয়ের চিন্তা আসে তখনই আমাদেরকে স্মরণ করতে হবে এই সময়টুকু নষ্ট করলে আমার সফলতা হাতছানি হয়ে যাবে।
১২. নিজের কাজ বাদ দিয়ে সবার সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে মন দিয়ে কাজ করলে অতি তাড়াতাড়ি আমরা সফল হতে পারব।
১৩. আমরা কারো সাথে কখনো তর্কে জড়াবো না। কারণ তর্ক করে আমাদের কোন লাভ নেই বরং সম্পর্ক নষ্ট হয় এবং মন মানসিকতা নষ্ট হয়ে যায়।
১৪. মাকড়সার গল্পের কথা আমাদের অবশ্যই মনে আছে সেই গল্পটিতে করেছিলাম মাকড়সা ছয় বার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা চালিয়ে যায় এবং সপ্তমবার সফলতা পায়।
১৫. জীবনে বাঁচতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই অযথা আবেগ ও অহেতুক আলোচনার মধ্য দিয়ে সময় নষ্ট না করে টাকা ইনকামের সোর্স বের করতে হবে।
প্রেরণামূলক কবিতা
বারবার ব্যর্থতার পর
শতবার চেষ্টা করে যারা
কোন না কোন একদিন
সফলতা পায় তারা
বিপদে কেউ নেবে না খোঁজ
ব্যর্থতায় শুনিয়ে যাবে কটু কথা
তাই কাজ করে যাও রোজ
যদি পেতে চাও সফলতা
একবার হেরে গেছো তুমি
ভেঙে পড়ো না
পরিশ্রম করে যাও তুমি
ধৈর্য হারিও না
সফলতার জন্য তুমি
হয়ে আছো অনেক আকুল
কাজ করতে হবে তোমায়
কারণ পরিশ্রম সফলতার মূল
স্বপ্নগুলো পূরণ হবে
ঘুরলে ভাগ্যের চাকা
ভাগ্যের চাকা ঘুরাতে হলে
কামাতে হবে টাকা
মানুষ তোমায় জ্ঞান দেবে
টাকা দেবে না
মানুষের আড্ডায় পড়ে গিয়ে
সময় নষ্ট করো না
তুমি তোমার নিজের মত
চালিয়ে যাও তোমার কাজ
সফলতা পাবেই তুমি
ঝেরে ফেলে দাও লাজ
সারাদিনের দুশ্চিন্তা
মাথা করবে নষ্ট
কাজ না করে চিন্তা করলে
জীবন ভর পাবে কষ্ট
সৃষ্টির সেরা জীব তুমি
তোমার আবার কিসের ভয়
তুমি কি জানো না
ভয়ের পরেই জয়
হাল না ছেড়ে যদি তুমি
করে যাও তোমার কাজ
একদিন তুমি সমাজে
করতে পারবে রাজ
প্রেরণামূলক বক্তব্য
১. জীবন চলার পথে অনেক বাধা-বিপত্তি আসবে। সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।।
২. ছোট ছোট বালি কণা দিয়ে এই গভীর জায়গা ভরাট হয়ে যায়। তাই আস্তে আস্তে আমাদেরকে সফলতার দিকে পৌঁছাতে হবে।
৩. কাল নয় আজ থেকেই শুরু করো। তবেই জীবনে সফল হতে পারবে। কেননা কালকের অপেক্ষায় থাকলে কাজ হয় না।
৪. নিজের যা আছে তাই নিয়ে তুমি কাজে লেগে যাও। কেননা মনের মধ্যে ভয় ও লাজ রেখে কখনো তুমি আগাতে পারবে না।
৫. নিজের পরিশ্রম দিয়ে সফল হলে সেই সফলতার অনেক তৃপ্তি আসে। তাই নিজে কাজ করে, পরিশ্রম করে সফল হতে হবে।
৬. সবসময় নিজের চেয়ে বেশি জ্ঞানী মানুষের সাথে চলাচল করা উচিত। সকল কাজের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করা উচিত।
৭. আমরা যে কাজই করি না কেন, প্রথমে আমাদেরকে একজন ভালো মনের মানুষ হতে হবে।
৮. আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল ব্যক্তি সফল হয়েছেন প্রত্যেকে অনেক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন।
৯. পরিবার আমাদের সবচেয়ে আপন। তাই কাজের পিছু ছুটতে গিয়ে আমরা যেন আমাদের পরিবারকে না ভুলে যাই।
১০. জীবন তার নিজ গতিতে চলতে থাকবে। তাই অযথা চিন্তা না করে সৎ পথে কাজ করে জীবন যাপন করতে হবে।