Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    TechBDInfo
    Subscribe
    • Info
    • Tips
    • Sports
    • News
    TechBDInfo
    Home » বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া
    Tips

    বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া

    adminBy adminJune 6, 2024No Comments7 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নেপাল দেশটি হলো পুরো বিশ্বের সবথেকে জনপ্রিয় দেশের মধ্যে অন্যতম একটি দেশ। কেননা এই দেশটির জায়গা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। নেপালে এমন একটি জায়গা রয়েছে তা হলো নেপালের কাঠমান্ডু জায়গাটি। যেখানকার পাহাড়-পর্বত এবং নদী, নালা গুলো অত্যন্ত সুন্দর। তাই পুরো বিশ্বের সমস্ত লোকজন সেই জায়গায় ভ্রমন করতে যায়।

    ঠিক তেমনি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোকজন নেপালে ভ্রমণ করার জন্য যায়। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে নেপালে বিমানে করে যেতে চাচ্ছেন কিন্তু আপনারা জানেন না বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত? চলুন তাহলে নিচে থেকে জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত এবং যেতে কতক্ষণ সময় লাগে সে সম্পর্কে বিস্তারিত তথ্য।

    বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া

    যেকোনো কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণের উদ্দেশ্যে যারা নেপাল যেতে চাচ্ছেন অবশ্যই তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। যারা বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত টাকা জানতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত টাকা তা জানার আগে জেনে নিতে হবে বাংলাদেশ থেকে নেপাল কোন কোন এয়ারলাইন্স চলাচল করে। কেননা একেক  এয়ারলাইন্স বা বিমানের টিকিট এর মূল্য একেক রকম হয়ে থাকে। তাই প্রথমে আপনাদের জেনে নিতে হবে আর বাংলাদেশ থেকে নেপাল রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ চলাচল করে। তাই সবার সুবিধার্থে বাংলাদেশ টু নেপাল কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ যাতায়াত করে সেগুলো নিচে উল্লেখ করা হলো।

    1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    2. ভিস্তারা এয়ারলাইন্স।

    3. মালয়েশিয়া এয়ারলাইন্স।

    4. হিমালিয়া এয়ারলাইন্স।

    5. সিঙ্গাপুর এয়ারলাইন্স।

    6. শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

    7. কাতার এয়ারওয়েজ।

    8. থাই এয়ারওয়েজ।

    9. মালিন্দ এয়ারওয়েজ।

    Read More 

    • ঈদ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন ও কবিতা

    বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত

    আশা করি আপনারা এখন জানতে পেরেছেন বাংলাদেশ থেকে নেপাল কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ যাতায়াত করে। এখন আপনাদের বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত বা কি রকম হতে পারে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার জন্য দুই ধরনের বিমান রয়েছে, একটি হল ইকোনোমিক ক্লাস এবং আরেকটি হল বিজনেস ক্লাস। তাই যারা বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত টাকা তা জানার জন্য ইন্টারনেটের সার্চ করেন, আশা করি তারা এখন জানতে পারবেন ইকোনোমিক ক্লাস ও বিজনেস ক্লাস বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত টাকা। তাই সবার সুবিধার্থে বাংলাদেশ থেকে নেপাল বিমান ভাড়া কত টাকা তা নিচে উল্লেখ করা হলো।

    1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকোনমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ১৮ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে  ২৩ হাজার টাকা থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত।

    2. ভিস্তারা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকোনমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ২০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত। এবং ভিস্তারা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৩০ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকা পর্যন্ত।

    3. মালয়েশিয়া এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকোনমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৩৮ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। এবং মালয়েশিয়া এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৬৫ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত।

    4. হিমালিয়া এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকোনোমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ১৭৫০০ টাকা থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত। এবং হিমালিয়া এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল কোন বিজনেস ক্লাস নেই।

    5. সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকনোমিক বিমান ভাড়া হচ্ছে ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

    6. শ্রীলংকান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল ইকোনোমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ২৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। এবং শ্রীলংকার এয়ারলাইন্স বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।

    7. কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল ইকোনমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এবং কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত।

    8. থাই এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল ইকোনোমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৪০ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা পর্যন্ত। এবং থাই এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৪৭ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

    9. মালিন্দ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল ইকোনমিক ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৪২ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত। এবং মালিন্দ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে নেপাল বিজনেস ক্লাস বিমান ভাড়া হচ্ছে ৫৫ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত।

    নেপালে যেতে কি ভিসা লাগে

    নেপালসহ যে কোন দেশে যেতেই ভিসা লাগে। তবে বর্তমানে যদি আপনার ভারতের ট্রানজিট ভিসা থাকে তাহলে আপনি বাই রোডে সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে নেপাল প্রবেশ করতে পারবেন। তবে বাই এয়ারে গেলে অবশ্যই আপনার নেপাল যেতে হলে ভিসা লাগবে।

    বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায়

    আগে বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার শুধুমাত্র একটি উপায় থাকলেও এখন সেটির সাথে বাই রোড যুক্ত হয়েছে। বর্তমানে আপনি দুই ভাবে বাংলাদেশ থেকে নেপাল যেতে পারবেন। একটি হল বাই রোড এবং অপরটি হল বাই এয়ার। যদি আপনি কম খরচে বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ করতে চান তাহলে  আপনি বাই রোডে নেপাল যেতে পারেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে সরাসরি এসআর পরিবহন নেপাল যায়। যেখানে সর্বমোট খরচ হবে ১৪ হাজার টাকার মতো। যদি আপনি বাই রোডে নেপাল যেতে চান তবে আপনার ভারতের ট্রানজিট ভিসা থাকতে হবে। আর যদি সরাসরি বাংলাদেশ থেকে নেপাল যেতে চান তাহলে বাই এয়ারে ঢাকা টু কাঠমুন্ডু যেতে হবে। সেখানে আপনার সর্বোচ্চ খরচ হবে ২২ হাজার টাকার মত।

    বাই রোডে নেপাল ভ্রমণ

    বাই রোডেও নেপাল ভ্রমন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রথমে ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এম্বাসি থেকে নেপালের ভিসা আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ থেকে ১১:৩০ এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পাতি জমা দিতে হবে। নেপাল দূতাবাস ঢাকা ব্যতীত বাংলাদেশের অন্য কোথাও থেকে নেপালের  টুরিস্ট ভিসা প্রদান করা হয় না। বাই রোডে নেপাল ভ্রমণ করার জন্য ইন্ডিয়ান ট্রানজিট ভিসাও নিতে হবে। ইন্ডিয়ান ট্রানজিট ভিসা ফি ৮০০ টাকা। এবং ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা, রানীগঞ্জ অথবা ফুলবাড়ী, রানীগঞ্জ। নিম্নে বাই রোডে নেপাল ভ্রমণের প্রসেসিং উল্লেখ করা হলো:

    1. ট্রানজিট ভিসা নেওয়ার পূর্বে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ ফুলবাড়ী টু ঢাকা এই রুটের যাওয়ার আসার বাসের অগ্রিম টিকিট, ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।

    2. বাসের অরজিনাল টিকিট পাসপোর্ট এর  পেছনের পাতার সাথে স্টেপলার করে দিতে হবে এবং আলাদাভাবেও টিকিট গুলো ফটোকপি করে সেগুলো বাকি কাগজপত্রের সাথে নিতে হবে।

    3. নেপালে কোন হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং স্লিপ প্রিন্ট করা জামা দিতে হবে।

    4. ভ্রমণের তারিখ এবং বাসের টিকিটের তারিখ একই দিনের হতে হবে।

    এছাড়াও আরো অনেক বিষয় মাথায় রাখতে হবে বাসযোগে নেপাল ভ্রমণের সময়ে ট্রানজিট ভিসার মেয়াদ যেহেতু ১৫ দিন থেকে ৩০ দিন হয়ে থাকে, তাই এই ১৫ দিনের মধ্যেই আপনাকে নেপাল থেকে ঘুরে আসতে হবে। আপনাকে ট্রানজিট ভিসা পাওয়ার প্রথম ৭২ ঘণ্টার মধ্যেই ইন্ডিয়া দিয়ে নেপাল যেতে হবে। আর একইভাবে ট্রানজিট ভিসার মেয়াদ শেষ হবার ৭২ ঘণ্টার মধ্যেই ইন্ডিয়া আসতে হবে।

     ঢাকা থেকে নেপাল যেতে কত সময় লাগে

    ঢাকা থেকে নেপালের দূরত্ব খুব একটা বেশি না। যার কারণে বিমানে করে ঢাকা থেকে নেপাল যেতে খুব একটা সময় লাগে না। তাও অনেকে অনলাইন এ অনুসন্ধান করেন ঢাকা থেকে নেপাল যেতে কত সময় লাগে? ঢাকা থেকে নেপাল কয়েকটি বিমান যাতায়াত করে বিভিন্ন বিমানে যেতে বিভিন্ন রকম সময় লাগতে পারে। চলুন তাহলে নিচে থেকে জেনে নেওয়া যাক কোন বিমানে যেতে কত সময় লাগে?

    1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ১৫ মিনিট।

    2. সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ৩০ মিনিট।

    3. হিমালিয়া এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ২৫ মিনিট।

    4. কাতার এয়ারওয়েজ ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ২ ঘন্টা।

    5. মালয়েশিয়া এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ৪৫ মিনিট থেকে ২ ঘন্টা ১৫ মিনিট।

    6. শ্রীলঙ্কান এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ২০ মিনিট।

    7. ফ্লাই দুবাই ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ১ ঘন্টা ২৫ মিনিট থেকে ২ ঘন্টা ১০ মিনিট।

    8. ভিস্তারা এয়ারলাইন্স ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা।

    9. মালিন্দ এয়ারওয়েজ ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা।

    10. থাই এয়ারওয়েজ ঢাকা টু নেপাল বিমানে যেতে সময় লাগে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা।

    বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব কত কিলোমিটার

    আমরা অনেকেই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমুন্ডু কত কিলোমিটার দূরত্ব এই বিষয়ে জানিনা। তাহলে আমি চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু কত কিলোমিটার? বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব হচ্ছে ৯৭৫ কিলোমিটার। আশা করি আপনারা জানতে পেরেছেন ঢাকা থেকে নেপালের দূরত্ব কত কিলোমিটার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleঈদ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন ও কবিতা
    Next Article ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ও যেতে কত সময় লাগে
    admin
    • Website

    Related Posts

    ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা ও ক্রেডিট কার্ড এর জন্য আবেদন পদ্ধতি

    June 20, 2024

    ডেনমার্ক যেতে কত টাকা লাগবে ও বেতন কত

    June 10, 2024

    ঢাকা টু মুম্বাই বিমান ভাড়া কত ও যেতে কত সময় লাগে

    June 7, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Search
    Latest Posts

    RS 119 Wireless Earbuds for Gaming TheSpark Shop: Fast & Clear Sound

    June 3, 2025

    Los Angeles Lakers vs Denver Nuggets Match: Key Player Stats

    June 3, 2025

    India vs England Cricket Team Stats: Test, ODI & T20 Records Compared

    May 30, 2025

    Dallas Mavericks vs Denver Nuggets Match Player Stats: Head-to-Head Breakdown

    May 30, 2025

    WheonAI Health: AI-Powered Personalized Healthcare

    May 29, 2025
    Categories
    • Business
    • Education
    • Game
    • Health
    • Info
    • Jobs
    • NBA
    • News
    • Sports
    • Technology
    • Tips
    • Uncategorized
    • ইভেন্ট
    • ইসলামিক
    • স্ট্যাটাস
    Latest Update

    RS 119 Wireless Earbuds for Gaming TheSpark Shop: Fast & Clear Sound

    June 3, 2025

    Los Angeles Lakers vs Denver Nuggets Match: Key Player Stats

    June 3, 2025

    India vs England Cricket Team Stats: Test, ODI & T20 Records Compared

    May 30, 2025
    © 2019-2025 Techbdinfo360.com | All Rights Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.