আগামী ৬ ই জানুয়ারি ২০২৩ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের নবম আসর। এটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এক বছর পর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আয়োজন করা হয়। এক সময় আইপিএলের পরেই বিপিএল এর অবস্থান ছিল। কিন্তু বর্তমানে বিপিএল এর অবস্থান একটু পিছিয়ে গিয়েছে। বিপিএলের দলগুলো দেশী-বিদেশী ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করা হয়। প্রতিবছর বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের দেখা যায়। সর্বোপরি বিপিএল জাঁকজমক ভাবেই পালন করা হয়।
বিপিএল ২০২৩ এ মোট সাতটি দল নিয়ে ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি স্টেডিয়ামে। এই তিনটি স্টেডিয়াম হচ্ছে-শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে ৬ ই জানুয়ারি এবং ফাইনাল ম্যাচ হবে ১৬ ই ফেব্রুয়ারি।
বিপিএলের এই নবম আসরে সাতটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, ঢাকা দমিনাটরস, সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। এবারের আসরে প্রতিটি দল এই দেশী-বিদেশী তারকা ক্রিকেটার রয়েছে। আশা করা যায় এবারে আমরা অনেক সুন্দর ক্রিকেট উপভোগ করতে পারব। আমাদের এই পোস্টে বিপিএল ২০২৩ এর সাতটি দলের স্কোয়াড তুলে ধরব। আপনারা স্কোয়াড দেখে নিন।
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড
ব্যাটসম্যান- নাজমুল হোসেন শান্ত, তাইবুর রহমান, তৌহিদ হৃদয়
অলরাউন্ডার- কোলিন অস্কারম্যান (নেদারল্যান্ডস), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা), মোহাম্মদ শরিফুল্লাহ, গুলবাদিন নাইব (আফগানিস্তান), নাবিল সামাদ, থিসারা পেরেরা (শ্রীলংকা)
উইকেট কিপার- আকবর আলি, মোহাম্মদ হারিস (পাকিস্তান), টম মুরস (ইংল্যান্ড), মুশফিকুর রহিম, জাকির হাসান
বোলার- মাশরাফি বিন মর্তুজা (ক্যাপ্টেন), মোহাম্মদ আমির (পাকিস্তান), নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রেজা, রুবেল হোসাইন, তানজিম হাসান সাকিব
ফরচুন বরিশাল স্কোয়াড
ব্যাটসম্যান- হায়দার আলী (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), সাইফ হাসান
অলরাউন্ডার- সাকিব আল হাসান (ক্যাপ্টেন), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা), ইফতিখার আহমেদ (পাকিস্তান), মাহমুদুল্লাহ, সালমান হোসাইন, রাহকিম কর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), সানজামুল ইসলাম
উইকেট কিপার- এনামুল হক বিজয়, কুসাল পেরেরা (শ্রীলংকা), রাহমানুল্লাহ গুরুবাদ গুরবাজ (আফগানিস্তান)
বোলার- ইবাদত হোসাইন, কামরুল ইসলাম রাব্বি, কারিম জানাত (আফগানিস্তান), খালেদ আহমেদ, নবীন-উল-হক (আফগানিস্তান), কাজী অনিক, ওসমান কাদির (পাকিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
খুলনা টাইগার্স স্কোয়াড
ব্যাটসম্যান- তামিম ইকবাল (ক্যাপ্টেন), আভিশকা ফার্নান্দো (শ্রীলংকা), মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, ইয়াসির আলী
অলরাউন্ডার- দাসুন সানাকা (শ্রীলংকা), হাবিবুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম
উইকেট কিপার- আজম খান (পাকিস্তান), প্রীতম কুমার
বোলার- নাসিম শাহ (পাকিস্তান), নাসুম আহমেদ, শফিকুল ইসলাম, পল ভান মেক্রন (নেদারল্যান্ডস), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
ব্যাটসম্যান- উন্মুক্ত চাঁদ (ইন্ডিয়া), মেহেদি মারুফ
অলরাউন্ডার- আফিফ হুসাইন (ক্যাপ্টেন), ম্যাক্স ও ডাউড (নেদারল্যান্ডস), আসান প্রিয়ঞ্জন (শ্রীলংকা), শুভাগত হোম, কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড), ফরহাদ রেজা, জিয়াউর রহমান
উইকেট কিপার – ইরফান শুক্কুর
বোলার- আবু যায়েদ চৌধুরী রাহী, বিশ্ব ফার্নান্দো (শ্রীলংকা), মেহেদি হাসান রানা, মৃত্তুঞ্জয় চৌধুরি, তাইজুল ইসলাম
এক্সট্রা প্লেয়ার- তৌফিক খান তুশার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ব্যাটসম্যান- ইমরুল কায়েস, খুশদিল শাহ (পাকিস্তান), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলী
অলরাউন্ডার- যশ কব (ইংল্যান্ড), মোসাদ্দেক হুসাঈন, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), আবু হায়দার রনি, মোহাম্মদ নবী (আফগানিস্তান)
উইকেট কিপার- জাকের আলী, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অংকন, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), চ্যাড উইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)
বোলার- মোস্তাফিজুর রহমান (ক্যাপ্টেন), আব্রার আহমেদ (পাকিস্তান), আশিকুর জামান, হাসান আলি (পাকিস্তান), মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, শাহীন আফ্রীদি (পাকিস্তান), তানভির ইসলাম
রংপুর রাইডার্স স্কোয়াড
ব্যাটসম্যান- মোহাম্মদ নাঈম শেখ, পাথুম নিসানকা (শ্রীলংকা)
অলরাউন্ডার- এরণ জোন্স (আমেরিকা), আলাউদ্দিন বাবু, শেখ মেহেদী হাসান, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, শোয়েব মালিক (পাকিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) আজমতউল্লাহ ওমরযাই (আফগানিস্তান), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান)
উইকেট কিপার- নুরুল হাসান সোহান (ক্যাপ্টেন), পারভেজ হোসেন ইমন
বোলার- হারিস রউফ (পাকিস্তান), হাছান মাহমুদ, রাকিবুল হাসান, জেফরি ভান্ডারসি (শ্রীলংকা), রবিউল হক
এক্সট্রা প্লেয়ার- রিপন মন্ডল
ঢাকা দমিনাটরস স্কোয়াড
ব্যাটসম্যান- আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, মনির হোসাইন, দিলসান মনোয়ারা (শ্রীলংকা), শান মাসুদ (পাকিস্তান), সৌম্য সরকার, ওসমান গনি (আফগানিস্তান)
অলরাউন্ডার- আরিফুল হক, নাসির হোসাইন, সালমান ইরশাদ (পাকিস্তান), চামিকা করুনারত্নে (শ্রীলংকা)
উইকেট কিপার- মোহাম্মদ মিঠুন
বোলার- আলামিন হোসাইন, আরাফাত সানি, দেলোয়ার হোসাইন, মুক্তার আলী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ (ক্যাপ্টেন)
এক্সট্রা প্লেয়ার- মিজানুর রহমান
আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। খেলাধুলা বিষয়ক যেকোন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এখানে ক্রিকেট এবং ফুটবলের ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া খেলাধুলা সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।
Read more
বিপিএল ২০২৩ ভেন্যু, সময়সূচী, স্কোয়াড
বিপিএল ২০২৩ সময়সূচী
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি স্কোয়াড ২০২৩