আন্তর্জাতিক ক্রিকেটে যারা প্রথম সারিতে রয়েছে তাদের নিজ নিজ দেশে নিজ দেশের প্লেয়ার ছাড়াও বিদেশি প্লেয়ার এর সমন্বয়ে দল গঠন করে প্রতিবছর টি-টোয়েন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ আয়োজন করে থাকে। ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় বিগ ব্যাশ লিগ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় লংকা প্রিমিয়ার লিগ। পাকিস্তানের অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগ। তেমনি বাংলাদেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ এত ব্যয়বহুল না হলেও বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো। তাই বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠানের মাধ্যমেই প্রতিবছর বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের ক্রিকেট প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আসর। করোনার কারণে বিপিএলের আয়জনের ব্যাঘাত ঘটে ছিল। কিন্তু ২০২৩ সালে আবার জাঁকজমক ভাবে বিপিএল অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৩ ভেন্যু
বাংলাদেশের ক্রিকেট ম্যাচ গুলো তিনটি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে দেখা যায়। সেই তিনটি স্টেডিয়াম হচ্ছে- ১.শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। ২. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ৩. সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ২০২৩ সালের বিপিএলের সবগুলো ম্যাচ এই তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ এ সর্বমোট ৪৬ টি ম্যাচ এই তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের আসরে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায়। আর সবচেয়ে কম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
২০২৩ বিপিএলে সর্বমোট ৪৬ টি ম্যাচের মধ্যে ২৬ টি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায়। বাকি ২০ টি ম্যাচের মধ্যে ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে এবং ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায়। আবার আসরের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচটিও শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৩ সময়সূচী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ এ দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ ছাড়া প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ই জানুয়ারি দুপুর ২:৩০ মিনিটে। ঐদিন দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে। প্রথম সেমিফাইনাল ঢাকায় অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০ টায়। দ্বিতীয় সেমিফাইনাল ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারি ৭:১৫ মিনিটে। আসরের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১৫ মিনিটে।
এবারের আসরের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ২:০০ টায় এবং সন্ধ্যা ৭:০০ টায়। শুধু উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ সহ কিছু সংখ্যক ম্যাচ দুপুর ২:৩০ টায় এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে। নিচের লিংকে ২০২৩ সালের বিপিএলের সময়সূচির বিবরণ দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন।
বিপিএল ২০২৩ স্কোয়াড
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩ এ মোট সাতটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, ঢাকা দমিনাটরস, সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। প্রতিটি দল দেশি বিদেশি প্লেয়ার দের সমন্বয়ে গঠন করা হয়েছে। খেলার মাঝে জয়-পরাজয়ের একটা বড় বিষয় হচ্ছে একটি দলের স্কোয়াড। স্কোয়ারড ভালো থাকলে আগে থেকেই বোঝা যায় কোন দলটা জয়ী হবার সম্ভাবনা বেশি। প্রতিদ টিমে তারকা ক্রিকেটার রয়েছে যাদের নিয়ে ২০২৩ এর বিপিএল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আশা করি প্রতিটি ম্যাচেই আমরা তাদের চমক দেখতে পারবো।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধিনায়ক করা হয়েছে ইয়াং প্লেয়ার আফিফ হোসাইন ধ্রুবকে। খুলনা টাইগার্সের অধিনায়কত্ব পেয়েছেন পঞ্চপান্ডবের একজন তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অধিনায়কত্ব করবেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। ফরচুন বরিশালের অধিনায়ক থাকবেন গোল্ডেন বয় সাকিব আল হাসান। ঢাকা দমিনাটরস এর অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ। সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়ক করা হয়েছে সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। রংপুর রাইডার্স এর অধিনায়ক থাকবেন উইকেট কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
শেষ কথা
আমাদের সাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ। যেকোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট, ফুটবল অথবা যেকোন প্রিমিয়ার লিগের সময়সূচি, স্কোয়াড, ভেন্যু আমাদের সাইটে প্রকাশ করা হয়। খেলাধুলা বিষয়ক যেকোনো বিষয় জানার জন্য আমাদের সাইটটি ভিজিট করার অনুরোধ রইলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।
Read more
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি স্কোয়াড ২০২৩