গন্তব্য হচ্ছে চলার পথ। প্রতিটি মানুষের জীবনে চলার পথে তার নিজের একটি গন্তব্য রয়েছে। গন্তব্যের কথা মাথায় রেখেই মানুষ পথ চলা শুরু করে। যেকোনো কাজের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তি একটি নির্দিষ্ট গন্তব্য থাকে। গন্তব্য বিহীন মানুষ কোন কাজে সফল হতে পারেনা। কারণ একটি নির্দিষ্ট গন্তব্য থাকলেই হয় মানুষ ওই কাজের প্রতি অগ্রসর হয় এবং তার কাজটি সম্পূর্ণ করতে পারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই চলার পথই হলো গন্তব্য। কাজ শুরু করার আগে আমাদের প্রত্যেককেই আমাদের নিজেদের গন্তব্য ঠিক করে নিতে হবে। ও গন্তব্যের লক্ষ্যে কাজ করলে আমরা অতি তাড়াতাড়ি সফল হতে পারব।
আমাদের প্রত্যেকের জীবন চলার পথে একটি গন্তব্য থাকতে হবে। তবে ওই গন্তব্যটি সঠিক গন্তব্য হতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক ও বুদ্ধি দিয়েই সৃষ্টি করেছেন। তাই আমরা আমাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কি সুন্দর গন্তব্য নির্ধারণ করে জীবনে পথ চলতে হবে। আমরা অনেক সময় কি করব বুঝতে না পেরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে বেড়াই। তখন একেকজন মানুষ একেক রকমের বুদ্ধি দিয়ে আমাদের মগজটাকে উল্টাপাল্টা করে দেয়। তাই আমরা কখনোই খুব বেশি মানুষের কাছে পরামর্শ চাইবো না। দুই একজন শিক্ষিত ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি সঠিক গন্তব্য তৈরি করে পরিশ্রমের মাধ্যমে আমাদের ঐ গন্তব্যে পৌঁছাতে হবে।
গন্তব্য নিয়ে উক্তি
১. মন্তব্য কোন গন্তব্য ঠেকাতে পারে না, তাই আমরা সত্যের পথে কাজ করে যাব। গন্তব্যে আমরা পৌঁছাবই একদিন।
২. গন্তব্য যদি সঠিক হয়, তবেই জীবন সুন্দর হয়। তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গন্তব্য নির্ধারণ।
৩. জীবন চলার পথে অনেক বাধা আসবে, ওই সকল বাধা অতিক্রম করে আমাদেরকে আমাদের গন্তব্য পৌঁছাতে হবে।
৪. একজন সঠিক জীবনসঙ্গী আমাদের গন্তব্যের পথ অনেকটা সহজ করে দেয়, তাই একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে নিন।
৫. হারতে হারতেই আমরা একদিন জিতে যাবো, এই ভরসা যার মধ্যে আছে সে একদিন ঠিকই তার সঠিক গন্তব্য পৌঁছাতে পারবে।
৬. সত্যের পথে থেকে যে জীবন যাপন করে তার গন্তব্য পৌঁছাতে হয় না, ওই গন্তব্যই তার দিকে এগিয়ে আসে।
৭. লোকে কি বলবে এটা নিয়ে পড়ে থাকলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না।
৮. পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়, আমরা যতবার পিছিয়ে পড়বো ততবার নতুন শক্তি নিয়ে এগিয়ে যাব গন্তব্যের দিকে।
৯. যারা অনেক ধৈর্য ধরতে পারে, তারাই জীবনের গন্তব্য পৌঁছাতে পারে। তাই আমরা কখনো ধৈর্যহারা হবো না।
১০. পরিশ্রম ছাড়া কোন কাজেই সফল হওয়া যায় না, তাই আমাদেরকে অবশ্যই পরিশ্রমী হতে হবে।
১১. ভুল মানুষের পরামর্শ বর্জন করে, সঠিক মানুষের পরামর্শ নিয়ে যারা জীবন চলতে পারে তারাই গন্তব্যে পৌঁছাতে পারে।
১২. ধারাবাহিক কাজ মানুষের চলার পথকে অনেকটাই সহজ করে দেয়। তাই আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।
১৩. ভেঙে পড়লে চলবে না বরং ভাঙতে জানতে হবে। তবে এই জীবনে সফল হওয়া যাবে।
১৪. নিজের উপর বিশ্বাস রাখা প্রতিটি সফল ব্যক্তির প্রধান কাজ। কারণ আত্মবিশ্বাস না থাকলে গন্তব্যে পৌঁছাতে পারবে না।
১৫. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তাই জীবনে বিলাসিতার জন্য প্রথমে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে।
গন্তব্য নিয়ে ক্যাপশন
১. জীবন চলার পথে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন।
২. রাগ- জেদ এমন রাখুন যে আমি একদিন অবশ্যই সফল হব, আমার সফলতার পথ কেউ আটকাতে পারবেনা।
৩. অন্যের সমালোচনা করা বাদ দিয়ে, ওই সময়টুকু নিজের কাজের প্রতি দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যান।
৪. মানুষ আপনার সমালোচনা করে আপনার গন্তব্যের পথে কোন ক্ষতি করতে পারবে না, তাই ঐসব নিয়ে চিন্তা না করুন।
৫. আপনার যদি নাম থাকে তবে দুর্নাম একটু হবেই। তাই এটি আপনার অর্জন ভেবে নিজের কাজ করতে থাকুন।
৬. যারা আপনাকে একদিন অবহেলা করেছিল, সফলতার পর তারাই আপনাকে নিয়ে প্রশংসা করবে।
৭. অতীতের কথা না ভেবে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাওয়াই ভালো।
৮. নদীর এপারে দাঁড়িয়ে কখনোই ওপারের জীবনযাত্রা বোঝা যায় না। তাই গন্তব্যের পথ পাড়ি দিয়ে ওপারের চিন্তা করুন।
৯. সফলতার স্বাদ গ্রহণ করতে হলে অনেক ব্যর্থতার পথ পাড়ি দিয়ে আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে।
১০. গন্তব্যে পৌঁছানোর যে আনন্দটা, তা আপনার পেছনের সকল দুঃখ-কষ্ট ও ব্যর্থতাকে লাঘব করে দিবে।
১১. মৃত্যুই হলো মানুষের আসল গন্তব্য, এটাই পৃথিবীর সবচেয়ে বড় একটি সত্য ও অবধারিত ঘটনা।
১২. জেগে জেগে স্বপ্ন না দেখে, পরিশ্রম করে কাজ করে পথ চলতে থাকলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব।
১৩. সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে প্রথমে লোভ- লালসা জীবন থেকে মুছে ফেলতে হবে। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু।
১৪. ব্যর্থতার পথ যতটা ভয়ংকর যন্ত্রণাদায়ক, সফলতার পথ ততটাই ভীষণ আনন্দদায়ক।
১৫. দুনিয়ায় গন্তব্যের পিছনে ছুটতে ছুটতে একদিন মানুষ তার মৃত্যু নামক গন্তব্যে পৌঁছে যাবে।
গন্তব্য নিয়ে কবিতা
গন্তব্য তুই কোথায় রে
তোর দেখা পাব বলে
অপেক্ষায় রয়ে যাই
তবুও তোর দেখা নাই ।
গন্তব্য তুই কোথায় রে
ছুটেছি তোর পিছে পিছে
জন্মের পর থেকে
ছুটেই চলেছি অবিরাম।
গন্তব্য তুই কোথায় রে
আর কি দিবি দেখা
তোর দেখা পাব বলে
চলছি একা একা।
গন্তব্য তুই কোথায় রে
আদৌ পাবো কি তোরে
নাকি তুই দেখা দিবি
মৃত্যু হওয়ার পরে।
গন্তব্যের পিছে ছুটতে ছুটতে
জীবন করলাম পার
দুঃখে ভরা জীবন আমার
তার দেখা পাইলাম না আর।
গন্তব্য তুই কোথায় রে
তুই কি শুধু ধোনির
তোর ধর্ম তো এমন নয়
তুই তো সকল মানুষের।
গন্তব্য তুই কোথায় রে
যেদিন দিবি দেখা
ঐদিন আমি সফল
আর ছুটবো না তোর পিছে।