ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টি ২০২৩ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এটিই ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টির প্রথম আসর। এই আসরের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামে। আরব আমিরাতে যেসব ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় তার সবগুলো ম্যাচই তিনটি স্টেডিয়াম অনুষ্ঠিত হয়। স্টেডিয়াম গুলো হল-দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ই জানুয়ারি ২০২৩ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ই ফেব্রুয়ারি ২০২৩।

Table of Contents

ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি স্কোয়াড ২০২৩

আরব আমিরাতের এই ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি ২০২৩ এ মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো-দুবাই ক্যাপিটালস, আবুধাবি নাইট রাইডার্স, এমআই এমিরেটস, শারজাহ ওয়ারিয়র্স, গাল্ফ জায়ান্ট, ডেজার্ট ভাইপার্স। ইতিমধ্যে এই ছয়টি টিমের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই ক্রিকেট আসরের প্রতিটি দল তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করা হয়েছে। তাই প্রতিটি ম্যাচ উত্তেজনাপূর্বক হবে বলে আশা করা যায়।

একটি টিমের জয় অথবা পরাজয় নির্ভর করে অনেকটাই স্কোয়ার্ডের ওপর। স্কোয়াড ভালো থাকলে আগে থেকে আশা করা যায় দল জয়লাভ করবে। আর স্কোয়াড খারাপ থাকলে দলের পরাজয় অনেকটা নিশ্চিত থাকে। কিন্তু আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ২০২৩ এর প্রতিটি দলে তারকা ক্রিকেটার রয়েছে। প্রতিটি দলে সেরা ব্যাটসম্যান, সেরা অলরাউন্ডার এবং সেরা বলার রয়েছে। আজকের এই পোস্টে আমরা ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি ২০২৩ এর স্কোয়াড উল্লেখ করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন।

দুবাই ক্যাপিটালস এর স্কোয়াড

ব্যাটসম্যান– রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), হজরতুল্লাহ জাজাই, ড্যানিয়েল লরেন্স, জর্জ মুন্সি, চিরাগ সুরি, জো রুট।
অলরাউন্ডার– সিকান্দার রাজা, দাসুন শানাকা, ফ্যাবিয়ান অ্যালেন, ইউসুফ পাঠান, ররি বোপারা, ইসুরু উদানা, চামিকা করুণারত্নে, অলি হোয়াইট।
উইকেটকিপার– ভানুকা রাজাপাকসে, নিরোশান ডিকওয়েলা, রবিন উথাপ্পা।
বোলার– মুজিব রহমান, ফ্রেড ক্লাসেন, জ্যাশ গিনায়ানি, আকিফ রাজা, হযরত লাকমান।

আবুধাবি নাইট রাইডার্স এর স্কোয়াড

ব্যাটসম্যান– কলিন ইনগ্রাম, ব্র্যান্ডন কিং।
অলরাউন্ডার– পল স্টার্লিং, চরিথ আসালাঙ্কা, ফাহাদ নওয়াজ, ধনঞ্জয়া ডি সিলভা, আন্দ্রে রাসেল, রেমন রেইফার।
উইকেটকিপার– কেনার লুইস, কনর এস্টারহুইজেন।
বোলার– সুনীল নারিন (ক্যাপ্টেন), আকিয়াল হোসেইন, রবি রামপল, লাহিরু কুমারা, আলি খান, ব্র্যান্ডন গ্লোভার, মতিউল্লাহ খান, সাবির আলী, জাওয়ার ফরিদ, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, ট্রাভিন ম্যাথিউ।

ডেজার্ট ভাইপার্স এর স্কোয়াড

ব্যাটসম্যান– অ্যালেক্স হেলস, অ্যাডাম লিথ।
অলরাউন্ডার– কলিন মুনরো (ক্যাপ্টেন), শেরফেন রাদারফোর্ড, বেনি হাওয়েল, রোহান মুস্তফা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, টম কুরান।
উইকেটকিপার– স্যাম বিলিংস, দিনেশ চান্দিমাল।
বোলার– রুবেন ট্রাম্পেলম্যান, শেলডন কটরেল, শিরাজ আহমেদ, আলী নাসির, রনক প্যানোলি, টাইমাল মিলস, মাথিশা পথিরানা, মার্ক ওয়াট, গাস অ্যাটকিনসন, জ্যাক লিন্টট।

গাল্ফ জায়ান্ট এর স্কোয়াড

ব্যাটসম্যান– শিমরন হেটমায়ার, ক্রিস লিন, জেমস ভিন্স (ক্যাপ্টেন), সিপি রিজওয়ান।
অলরাউন্ডার– ডেভিড উইজ, অয়ন আফজাল খান, গেরহার্ড ইরাসমাস, লিয়াম ডসন, জেমি ওভারটন, রেহান আহমেদ।
উইকেটকিপার– টম ব্যান্টন, অলি পোপ, অশ্বন্ত ভালথাপা।
বোলার– ক্রিস জর্ডান, ডমিনিক ড্রেকস, কায়েস আহমেদ, রিচার্ড গ্লিসন, সঞ্চিত শর্মা, টম হেলম।

এমআই এমিরেটস এর স্কোয়াড

ব্যাটসম্যান– উইল স্মিড, নজিবুল্লাহ জাদরান, বাস ডি লিড, মোহাম্মদ ওয়াসিম, বেসিল হামিদ, টম ল্যামনবি।
অলরাউন্ডার– কাইরন পোলার্ড (ক্যাপ্টেন), ডোয়াইন ব্রাভো, সামিত প্যাটেল, জর্ডান থম্পসন, ক্রেগ ওভারটন।
উইকেটকিপার– নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, বৃত্তি অরবিন্দ, লোরকান টাকার।
বোলার– ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, জহির খান, ফজল হক ফারুকী, ব্র্যাড হুইল, জহুর খান, ড্যান মসলি, ম্যাককেনি ক্লার্ক।

শারজাহ ওয়ারিয়র্স এর স্কোয়াড

ব্যাটসম্যান– দাউদ মালান, এভিন লুইস।
অলরাউন্ডার– মঈন আলি (ক্যাপ্টেন), আলিশান শরাফু, জো ডেনলি, মার্কাস স্টয়নিস, পল ওয়াল্টার, ক্রিস ওকস, মার্ক ডেয়াল, মোহাম্মদ জাওয়াদুল্লাহ।
উইকেটকিপার–  রহমানুল্লাহ গুরবাজ, টম কোহলার-ক্যাডমোর, ক্রিস বেঞ্জামিন।
বোলার– নুর আহমেদ, নবীন- উল হক, বিলাল খান, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জামাল টড।

আমাদের সাইটটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক ও ঘরোয়া যে কোন ফুটবল ক্রিকেট ম্যাচের সম্পর্কে জানতে হলে আমাদের সাইটটি ভিজিট করুন।