মানুষের জীবন অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এই জীবন নিয়ে মানুষের কত আশা কত আকাঙ্ক্ষা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে এই দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয়। মানুষকে অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। ছোট এই জীবন মানুষকে অনেক কিছু শেখায়। জীবনে চলার পথে কত মানুষ ও কত কিছুর প্রতি মানুষের সম্পর্ক ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষ যখন জীবনের হিসাব মিলাতে যায়, তখন কোন কুল কিনারা পায় না। কারণ মানুষ কোনদিন জীবনের হিসাব মিলাতে পারবে না। জীবনটা সৃষ্টিকর্তা প্রদত্ত তাই এর হিসাব সৃষ্টিকর্তায় ভালো জানেন।

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আমাদের এই আজকের এই পোস্টটিতে আমরা জীবনের হিসাব নিয়ে বেশ কিছু উক্তি তুলে ধরব। আজকের এই পোস্টে আপনার আরো পেয়ে যাবেন এ সম্পর্কিত স্ট্যাটাস । নতুন কিছু ক্যাপশন আজকের প্রবন্ধে তুলে ধরা হবে। তাছাড়া বেশ কিছু বাণী আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। জীবনের হিসাব নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও বাণী একত্রে পেতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টটি আপনাকে ভালোভাবে পড়তে হবে। জীবনে সুন্দর ভাবে বাঁচতে হলে আমাদের অনেক কিছুই জানার প্রয়োজন। তাই আমাদের প্রতিনিয়ত জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় পাঠ করা প্রয়োজন। তাই চলুন দেখে নেয়া যাক জীবনের হিসাব নিয়ে লেখা আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট।

জীবনের হিসাব নিয়ে উক্তি

১. দুনিয়া তার নিজ গতিতে চলতে থাকে, সাথে সাথে চলতে থাকে আমাদের এই জীবন। তাই জীবন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই।

২. সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি নিজে খুব ভালো করে জানেন কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। সবকিছু আমরা ওই সৃষ্টিকর্তার কাছ থেকেই পেয়ে থাকি।

৩. যেকোন বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে কোন লাভ নেই, যদি আমরা কাজ না করি তা কখনোই বাস্তবায়ন হবেনা। তাই দুশ্চিন্তা বাদ দিয়ে আমাদের কাজ করা উচিত।

৪. জীবনটাকে পরিচালনা করার জন্য টাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই যেভাবেই হোক আমাদের টাকা ইনকাম করতে হবে।

৫. যার ব্যবহার যত সুন্দর, তার জীবন ততটাই সুন্দর। সুন্দর জীবন পরিচালনার জন্য সুন্দর ব্যবহার জরুরী।

৬. ধৈর্য হারা মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে না। তাই যে কোন কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হবে।

৭. অতীতের করা ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে জীবনটাকে যদি নতুন ভাবে গুছিয়ে নিতে পারেন তবেই তুমি সফল।

৮. পরিশ্রম যদি হয় তোমার মাথার বোঝা, তবে মনে রেখো তুমিও এই পৃথিবীর বোঝা। তাই পরিশ্রমকে বোঝা না ভেবে অভ্যাসে পরিণত করুন।

১০. কি করেছো সারা জীবন, এ নিয়ে ভাবলে শুধু দুশ্চিন্তা হবে। তাই অতীত নিয়ে না ভেবে বর্তমান জীবন সুন্দর করো।

জীবনের হিসাব নিয়ে স্ট্যাটাস

১. চিন্তা ভাবনা তোমাকে দুঃখ দেবে, আর পরিশ্রম তোমাকে দেবে সুখ। তাই চিন্তা না করে পরিশ্রম করো, দেখবে জীবনের সুখ অবধারিত।

২. আয় বুঝে যে ব্যয় করে, সে জীবনে চলতে গেলে কোথাও আটকে যায় না। কারণ সে আয় ব্যয়ের হিসেব রেখে জীবন পরিচালনা করে।

৩. মনোযোগের সাথে কাজ করলে খুব কম সময়ে যা করতে পারবে, অমনোযোগী ভাবে করলে তা অধিক সময়ও করতে পারবে না।

৪. জীবনের করা প্রতিটি কাজের হিসাব সৃষ্টিকর্তাকে একদিন দিতে হবে, তাই যে কোন কাজ করার সময় হিসাব করেই কাজ করা উচিত।

৫ . জীবন নিয়ে আমাদের কোন অভিযোগ রাখা উচিত নয়, কারণ আপনি যে অবস্থানে আছেন অনেকেই আপনার চেয়ে নিম্ন অবস্থানে আছে।

৬. লাইফটাকে যতটা সম্ভব সাধারণ করার চেষ্টা করুন, আপনি যত উঁচুতে উঠতে চাইবেন ততই সমস্যার সম্মুখীন হবেন।

৭. নিজের কাজে নিজে করাই ভালো, অন্যকে দিয়ে করালে অর্থ নষ্ট হয় আবার কাজও অনেক সময় মন মত হয় না।

৮. আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, মৃত্যুর পরে আমাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে জীবনের হিসাব।

৯. জীবনের হিসাবটা জীবন্ত থাকতে হয়তো দিতে হবে না, তবে মৃত্যুর পর অবশ্যই আপনাকে জীবনের হিসাব দিতে হবে।

১০. বরাবর যদি একই ভুল করতে থাকেন, তবে এই ভুলের জন্য আপনাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।

জীবনের হিসাব নিয়ে ক্যাপশন

১. জীবনের করা ভুলগুলোকে ফুলে রূপান্তর করতে হবে, তবেই জীবন সুন্দর হবে।

২. প্রতারককে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কারন সে আবার আপনার ক্ষতি হতে পারে।

৩. জীবন যদি হয় নৌকা, তবে আপনি সেই নৌকার মাঝি। কারণ জীবনটা আপনাকে নিজেকেই পরিচালনা করতে হবে।

৪. কারো প্রতি রাগ নয়, কাজ দিয়ে প্রমাণ করে দাও নিজেকে। ঝগড়া সব কিছুর সমাধান নয়, সবকিছুর সমাধান কাজের মাধ্যমেই হয়।

৫. তুমি না খেয়ে থাকলে কেউ তোমার খোঁজ নেবে না, তাই কারো কথায় কান না দিয়ে কাজের প্রতি ফোকাস করো।

৬. সারাদিন যতই চিন্তা করো না কেন দিনশেষে দেখবে পকেটে টাকা থাকলেই মন শান্তি সব শান্তি।

৭. দিনরাত পরিশ্রম করে কাজের পারিশ্রমিক টা হাতে পাওয়া যায় তার মত আনন্দের আর কি আছে।

৮. সবার উপরে আমাদের ধর্ম, টাকার নেশায় পড়ে আমরা যাতে ধর্মকে না ভুলে যাই। কারণ সৃষ্টিকর্তা চাইলেই সব সম্ভব।

৯. ভালোবাসতে হলে টাকা কে বাসো, কারণ মানুষ তোমায় দুঃখ দিতে পারে। টাকা কখনোই দুঃখ দিবে না, বরং সুখ দিবে।

১০. নিজের সাধ্যের বাইরে স্বপ্ন দেখার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করা জীবনকে সফলতার দিকে নিয়ে যায়।

জীবনের হিসাব নিয়ে বাণী

১. আজ নয় কাল করব, এই চিন্তা বাদ দিয়ে আজ থেকেই কাজ করা শুরু করতে হবে। তবে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

২. পৃথিবীতে একা এসেছো, আবার একাই চলে যেতে হবে। পৃথিবীর সবাই চলার পথের সঙ্গী, তবে কবরের সঙ্গে কেউ হবে না।

৩. ভরসা করতে হলে সৃষ্টিকর্তাকে করো আর নিজের প্রতি ভরসা রাখ, কোন মানুষের প্রতি ভরসা করে লাভ নেই।

৪. একজন মানুষকে ভিক্ষা দিয়ে সাহায্য করার চেয়ে তার কাজের ব্যবস্থা করে দাও। দয়া নয়, উপকার কর।

৫. মানুষকে সাত দিন উপহার করলে, আর একদিন যদি না করতে পারেন তাহলে ওই সাত দিনের উপকার ভুলে যাবে।

৬. টাকা থাকলে দুশ্চিন্তা, হতাশা কিছুই থাকেনা। তবে টাকার পাশাপাশি আপন মানুষগুলোর সাপোর্ট প্রয়োজন।

৭. যখন আপনার কাছে টাকা থাকবে, তখন আপন মানুষগুলো এমনিতেই আপনাকে সাপোর্ট করবে।

৮. হতাশা প্রতিটি মানুষের জীবনে আসে, তখন তার মনে হয় জন্মগ্রহণ করাটাই সবচেয়ে বড় ভুল। এই হতাশা কাটিয়ে উড়তে পারলে জীবন সুন্দর।

৯. যে তোমাকে মনে শান্তি দিবে না, তাকে তুমি মন থেকেই বাদ দিয়ে দাও। নিজেকে নিয়ে বাঁচো, নিজে শান্তিতে থাকো।

১০. সফলতার লক্ষ্যে পৌঁছাতে, পরিশ্রম করতে থাকো। সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবে না, একদিন তুমি সফল হবেই।

Click to scroll the page