নারী হিসেবে প্রথম সন্তান জন্ম কতটা আনন্দের কতটা গর্ভের সেটা বলে বুঝানো যাবে না। বিবাহিত জীবনের অন্যতম সার্থকতা হলো সন্তানের পিতা-মাতা হওয়া। একটি দম্পতি প্রথম যখন সন্তান নেওয়ার কথা পরিকল্পনা করে তখন কত কিছুই না ভেবে কত কিছুই আশা করে। পাশাপাশি প্রথম সন্তান যখন পৃথিবীতে আগমন বার্তা পায় তখন চারদিকে আনন্দের মুহূর্ত ঘটে।
আর মায়ের জন্য তৈরি হয় আলাদা করে যত্ন, খুব সুন্দর ভাবে অনাগত সন্তান যেন পৃথিবীতে আলো দেখতে পাই। আর আমাদের আজকের এই আর্টিকেলটিই হল প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, মেসেজ, বাণী কবিতা ও ছন্দ। চলুন তাহলে পুরো আর্টিকেলটি নিচে থেকে দেখে নেওয়া যাক।
প্রথম সন্তান নিয়ে উক্তি
1. সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাই খুশি থাকে।
2. একজন সন্তান থাকলেই আপনি পিতা মাতা হয়ে উঠবেন আর দুজন থাকলে আপনি রেফারি।
3. হয় সন্তান জন্ম দিতে হবে নয়তো সন্ন্যাস দিতে হবে। কারণ অবশেষে আপনাকে এমন কিছুর সন্ধান করতে হবে যাকে আপনি নিজের চেয়ে বেশি ভালোবাসেন।
4. এর সন্তানকে যথাযথভাবে লালন করুক। কারণ তারাই সেই পদচিহ্ন, যা আপনি এই পৃথিবীতে রেখে যাবেন।
5. বাবা হওয়াটাই গর্বের বিষয়, সফল সন্তানের বাবা হওয়াটা তো আরো গর্বের।
6. একশত মূর্খ সন্তানের চেয়ে একজন গুণী সন্তান বরং ভালো। একটি চন্দ্র যতটা অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না।
7. আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় যে উপহার দিতে পারেন সেগুলো হলো দায়িত্বের শেকর এবং স্বাধীনতার ডানা।
8. আমাদের সন্তানের সুন্দর আগমনীর জন্য আমাদের বর্তমানকে ত্যাগ করতে হবে।
9. ছেলে-মেয়ে যতই বড় হোক না কেন বাবা মার কাছে সারা জীবনের জন্য ছোট থেকে যায়।
10. সন্তানের শিখানো উচিত কিভাবে চিন্তা করতে হয়, কি চিন্তা করবে সেটা নয়?
প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস
11. মানুষের মত মানুষ হতে পারে একটি সন্তানই যথেষ্ট।
12. বাবা মার মত আর আপন পৃথিবীতে কেউ হয় না। প্রথম সন্তানকে নিয়ে প্রত্যেক বাবা-মা অনেক স্বপ্ন দেখে থাকে।
13. সন্তান হলো প্রভুর দেওয়া উপহারস্বরূপ।
14. প্রথম সন্তান বাবা-মার কাছে শ্রেষ্ঠ নিয়ামত।
15. নারীর কাছে সন্তান প্রসব এক তৃপ্তিদায়ক শান্তি।
16. প্রথম সন্তানকে লক্ষ্য করে বাকি সন্তানেরা বড় হয়ে ওঠে।
17. সন্তান হলো এমন এক বার্তা যা আমরা সময়ের কাছে প্রেরণ করি, যে সময়টা আমরা দেখতে পাবো না।
18. আমার একটি স্বপ্ন আছে। আমার চার সন্তানেরা একদিন এমন এক পৃথিবীতে বাস করবে যেখানে তাদের গায়ের রং দ্বারা বিচার করা হবে না, বিচার করা হবে তাদের চরিত্রের বিষয়বস্তু দ্বারা।
19. আপনার সন্তান আপনার দেয়া শিক্ষার চেয়ে বেশি আপনাকে দেখে শিখে।
20. মা-বাবার প্রথম সন্তান হল চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা-মাও হাসে। খেলনা যখন কাঁদে তখন বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়।
আরো পড়ুনঃ
- Car Loan in Bank of America
- আনসার বাহিনী নিয়োগ ২০২৪
- ঈদের শুভেচ্ছা বার্তা, মেসেজ ও টেক্সট
- মরণ নিয়ে উক্তি, কবিতা, হাদিস, স্ট্যাটাস ও কিছু কথা
প্রথম সন্তান নিয়ে ক্যাপশন
21. তোমার হাত-পা এবং তোমার সন্তানই জীবনের দুর্যোগময় মুহূর্তে সবচেয়ে বেশি আপন।
22. কোন বাবা-মাই তার সন্তানকে কুৎসিত মনে করে না।
23. আমি চির বিদায় নিচ্ছি না, আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকব বহুদিন।
24. অশিক্ষিত সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া ভালো।
25. সন্তান বড় হইলে কি কঠিন হইয়া দাঁড়ায় তার সঙ্গে মেশা। সে বন্ধু নয়, খাতক নয়, উপরওয়ালা নয়, কি যে সম্পর্ক দাঁড়ায় বয়স্ক ছেলের সাথে মানুষের, সৃষ্টিকর্তা জানেন।
26. আপনার সন্তানকে উপদেশ দেয়ার সেরা উপায়টি আমি খুঁজে পেয়েছি। আর সেটা হচ্ছে আপনার সন্তান কি চায় সেটা আগে খুঁজে বের করুন, তারপর ওকে সেই কাজ করার উপদেশ দিন।
27. বয়স্ক, উপযুক্ত সন্তানকে বশ করা, জগতে এত বড় জয় আর নাই।
28. আপনার সন্তানের জীবনকে সহজ করে দেওয়া মানে তার চলার পথে আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
29. সন্তানেরা আপনার জীবনকে গুরুত্বপূর্ণ করে তুলবে।
30. আপনি যদি চান আপনার সন্তান বুদ্ধিমান হোক, তবে তাদের রূপকথার গল্প শোনান। যদি চান আরও বুদ্ধিমান হোক, তাহলে আরও বেশি রূপকথার গল্প শোনান।
সন্তান নিয়ে ফেসবুকে স্ট্যাটাস
31. প্রতিটি সন্তানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো বাবা-মায়ের আদেশ মেনে চলা।
32. প্রতিটি সন্তান তার নামে পরিচিত হবে, যে যার শয্যায় ভূমিষ্ঠ হয়েছে।
33.প্রতিটি বাবা মায়ের জীবনের ছোটবেলার পর প্রাপ্তবয়স্ককে প্রথম খেলনা হিসেবে চমৎকার ও সুদর্শন জীবন্ত খেলনা হল তাদের প্রথম সন্তান।
34. প্রতিটি মানুষ তাদের সন্তানের মুখ চেয়ে হাজার বছর বেঁচে থাকার উচ্ছ্বাস পায়।
35. সারাদিনের সকল ক্লান্তি বাসায় ফিরে যখন সন্তানের মুখে চেয়ে নিমিষে দূর হয়ে যায়।
36. একজন আদর্শ মাই পারে একজন আদর্শ জাতিস্বরূপ তার সন্তানকে তৈরি করতে।
37. প্রতিটি বাবা-মা তাদের সন্তানের ছোটকালে যেভাবে আদর যত্নে লালিত করে, প্রতিটি সন্তানের উচিত বাব- মায়ের বৃদ্ধ বয়সে তাদেরকে ঠিক তেমন সেরা প্রদান করা।
38. একটি চাঁদ যে পরিমাণ অন্ধকার দূর করতে পারে, একজন সফল সন্তান ঠিক সে পরিমাণ তারার ন্যায় আলো বিচরণ করতে পারে।
39. আমার সন্তানরা হলো আমার ব্যাংক। যাদের লক্ষ্য প্রতিনিয়ত আমি আমার সঞ্চয় অবহিত করছি। তবে ব্যাংক থেকে যেমন লাভজনক কিছু অর্থ আসে, ঠিক তেমনি আমার সন্তান নামক ব্যাংক থেকে তাদের সফলতা আসবে। যা হবে আমার সফলতা।
40. আপনার সন্তানকে যথাযথভাবে তৈরি করুন। কেননা তারাই সেই মূল্যবান সম্পদ, যাদের দ্বারা পরবর্তী প্রজন্ম পর্যন্ত আপনি টিকে থাকবেন।
সন্তান নিয়ে বাণী
41. সন্তান হচ্ছে মার নিকট নোঙ্গরের মত। কারণ তারাই জীবনের প্রতি মায়ের ভালোবাসা কে স্থায়ী করে।
42. পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলে মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
43. একটি শিশু সবচেয়ে বেশি পেয়ে থাকে তার মায়ের আশীর্বাদ।
44. আদর্শ পিতা সেই সন্তানকে প্রাণ দিয়ে ভালবাসতে পারেন- যে উচ্চ বিলাসী হয়। নিচতা হতে বেঁচে থাকে এবং বড়দের প্রতি সম্মান আর ছোটদের প্রতি ক্ষমা পরায়ণ হয়।
45. সন্তানদের নিয়ে যার মানসিক প্রশান্তি রয়েছে সেই যথার্থ সুখী।
46. পৃথিবীতে অধিংশ সম্বন্ধই দান-প্রতিদানের অপেক্ষায় রাখে, কিন্তু পিতা-মাতার স্নেহ প্রতিদান প্রত্যাশার অতীত।
47. একটি বাবাকে যদি জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি, উত্তরে বলবে আমার সন্তান।
সন্তান নিয়ে রোমান্টিক ক্যাপশন
আমার সন্তানের মুখে হাসি,
জীবনের সব সুখ ভাসি।
তাঁর চোখের মায়াবী আলো,
নিয়ে আসে এক নতুন কালো।
পৃথিবীর যত ব্যথা বুকে,
সব ভুলে যাই তাঁর সুখে।
তাঁর ছোট্ট হাতের স্পর্শে,
প্রাণ ভরে উঠে অনর্গল ভালবাসায়।
তাঁর কান্নায় ভিজে যায় মন,
তাঁর হাসিতে খুঁজে পাই দিশা।
সন্তানের এই মধুর স্মৃতি,
আমার জীবনের সেরা দিশা।
আলো ছড়ায় তার ছোট্ট পায়,
তাঁর ছোঁয়া যেন স্বর্গের মায়।
এই পৃথিবীর যত যত্ন,
সব দিয়েছি তাঁকে ঘিরে।
সন্তানের এই মধুর হাসি,
আমার জীবনের পূর্ণতায় বাঁচি।
তাঁর খুশিতে, তার আনন্দে,
আমার জীবন পূর্ণ হয় প্রেমে।
সকাল বেলার শিশির বিন্দু,
তোমার হাসি যেন,
নতুন দিনের শুরুতে আনলে তুমি,
আলোকিত একটি স্বপ্ন।
তোমার ছোট্ট হাতের মুঠোয়,
ধরতে চাই এই পৃথিবী,
তোমার চোখের মায়ায় জড়িয়ে,
সব দুঃখ মুছে ফেলা যায়।
তোমার প্রথম হাঁটা, প্রথম কথা,
প্রাণের মাঝে জাগায় উল্লাস,
তোমার কান্না, তোমার হাসি,
মায়ের মনে আনে সুখের আকাশ।
তুমি আমার জীবনের আলো,
তোমাতে ভরে উঠুক জীবন-জ্বল,
তোমার প্রতিটি পদক্ষেপে,
পাই আমি নতুন জীবনের সুর।
সন্তান তুমি, আশা আমার,
তোমার মাঝেই খুঁজে পাই পরম শান্তি,
তুমি আমার হৃদয়ের নীড়,
তোমার ভালবাসায় ভাসি দিনরাত।
তোমার ভবিষ্যৎ হোক উজ্জ্বল,
তোমার পথ হোক মসৃণ ও সুন্দর,
তোমার জীবনে আসুক সাফল্য,
এটাই আমার প্রার্থনা, অন্তহীন।
তোমার ছোট্ট মুখের হাসি,
জীবন করে তোলে রঙিন,
তোমার হাসিতে লুকিয়ে আছে,
আমার সকল সুখের বিন্দু।
প্রথম সন্তান নিয়ে ছন্দ
তোমার নরম হাতের ছোঁয়া,
মনকে করে তোলে শীতল,
তোমার পায়ের ছোট্ট চিহ্ন,
আমার হৃদয়ে আঁকা একটি মায়াবী আঁকিবুকি।
তোমার কান্না যেন সুরেলা গান,
তোমার হাসি আনে প্রশান্তি,
তোমার প্রতিটি ছোট্ট কাজ,
মাকে করে আরও বেশি মমতাময়ী।
তুমি আমার জীবনের রোদ,
তুমি আমার রাতের তারা,
তোমার সুখে সব সুখ আমার,
তোমার দুঃখে আমার ব্যথা।
তুমি আমার স্বপ্নের সীমা,
তোমার জন্য সবকিছু উৎসর্গ,
তোমার চোখের প্রতিটি আলো,
আমার হৃদয়ে জ্বালে নতুন প্রদীপ।
তুমি আমার ছোট্ট পৃথিবী,
তোমার জন্য সব ভালোবাসা,
তোমার ছোট্ট হৃদয়ের স্পন্দনে,
আমার জীবন পায় নতুন ভাষা।
আমার সোনা তোমার মুখে,
আলো ছড়ায় দিনের বুকে।
তোমার হাসির মধুর সুর,
মায়ার বাঁধন আঁকে দূর।
তোমার পায়ের ছোট্ট ধাপ,
আমার জীবনে সেরা স্বপ্ন।
তোমার চোখের মায়াবী আলো,
আমার হৃদয় ভাসে ভালোবাসায় ভালো।
তোমার কান্নায় ভিজে যায় মন,
তোমার স্পর্শে পাই শান্তি।
তুমি আমার জীবনের গান,
তোমার সাথে কাটুক সারাবেলা।
তোমার ছোট্ট হাতের মুঠোয়,
ধরতে চাই এই পৃথিবী।
তোমার চোখের মিষ্টি মায়ায়,
সব দুঃখ মুছে ফেলা যায়।
তুমি আমার জীবন মধু,
তোমার জন্য সকল প্রার্থনা।
তোমার হাসিতে পূর্ণ হোক,
আমার জীবনের সাদা ক্যানভাস।
তুমি আছো, তাই তো আমি,
তোমার জন্য এই জীবন।
তুমি আমার সব সুখ-দুঃখ,
তোমার মাঝেই খুঁজে পাই বাঁচার মানে।
তুমি আমার আশার আলো,
তোমার জন্য সবকিছু।
তোমার পায়ের প্রতিটি ধাপে,
আমি খুঁজে পাই জীবনের সার্থকতা।
তোমার চোখের তারায় খুঁজে পাই,
স্বপ্নের রঙে আঁকা নতুন এক দিগন্ত।
তোমার মিষ্টি হাসির ঝরনাধারায়,
বয়ে যায় প্রেমের অনন্ত সুরভী স্রোত।
তোমার ছোট্ট হাতের মুঠোয়,
ধরে আছে পৃথিবীর সমস্ত ভালোবাসা।
তোমার কোমল স্পর্শে জাগে হৃদয়ে,
একটি নতুন জীবনের মধুর আশ্বাস।
সন্তান নিয়ে কবিতা
তোমার প্রতিটি পদক্ষেপে,
জেগে ওঠে অজানা রোমাঞ্চ।
তোমার হাসিতে হারিয়ে যায়,
সব ব্যথা, সব ক্লান্তি, সব দ্বন্দ্ব।
তোমার প্রথম ডাক, প্রথম কথা,
মনের আকাশে রঙের বৃষ্টি ঝরে।
তোমার ছোট্ট মুখের মিষ্টি হাসি,
আমার হৃদয়ে বাঁধে প্রেমের বাঁধন।
তুমি আমার জীবনের রোমান্স,
তোমার মাঝে খুঁজে পাই নবীন ভালোবাসা।
তোমার মায়াবী চোখের মুগ্ধতায়,
প্রতিটি দিন কাটে নতুন আবেশে।
তুমি আমার জীবনের সেরা কবিতা,
তোমার প্রতিটি হাসিতে আমি জেগে উঠি।
তুমি আমার হৃদয়ের অন্তহীন প্রেম,
তোমার মাঝে খুঁজে পাই জীবনের সত্যি।
তুমি আমার রূপকথার রাজকুমার,
তোমার জন্য বেঁচে থাকার নতুন মানে।
তোমার ছোট্ট হৃদয়ের প্রেমে,
আমার জীবন পূর্ণ হয় স্বপ্নের দানে।
তোমার ছোট্ট মুখের মিষ্টি হাসি,
মায়ায় ভরা দুটি চোখ,
তোমার নরম হাতের স্পর্শে,
প্রেমে পূর্ণ হয় হৃদয়, মন ও সুখ।
তুমি আমার জীবনের রোমান্টিক সুর,
তোমার প্রতিটি শ্বাসে পাই নতুন আশা।
তোমার হাসিতে জীবনের সব গান,
মেলে ধরে প্রেমের মধুর ভাষা।
তোমার প্রথম হাঁটা, প্রথম কথা,
প্রেমের রঙে আঁকা একটি ছবি।
তোমার ছোট্ট পায়ের চিহ্নে,
আমার মন ভরে ওঠে নবীন অনুভূতি।
তুমি আছো, তাই পৃথিবী রঙিন,
তোমার জন্য সবকিছু নতুন মনে হয়।
তোমার নিঃশ্বাসে ভরে ওঠে বায়ু,
তোমার স্পর্শে হৃদয় আনন্দে বাঁচে।
তুমি আমার জীবনের আলো,
তোমার চোখে দেখি স্বপ্নের দিগন্ত।
তুমি আমার হৃদয়ের রোমান্টিকতা,
তোমার হাসিতে হারিয়ে যায় সব কষ্ট।
তোমার মিষ্টি গন্ধে মিশে থাকে,
প্রেমের এক অনাবিল আবেশ।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে,
আমার হৃদয়ে নবীন প্রেমের সুখ।
তুমি আমার জীবনের প্রতিশ্রুতি,
তোমার জন্য সবকিছু দিতেও রাজি।
তোমার ছোট্ট হৃদয়ের ভালোবাসায়,
আমার জীবনে পাই চিরন্তন রমণীয় সাজি।