অনেক মেয়েই আছে যারা নিজের কষ্টগুলো নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে অনেকেই আবার রাখতে পারে না। যেসব মেয়েরা নিজের কষ্টগুলো প্রকাশ না করে লুকিয়ে রাখে তারা নিজেকে আরো কষ্ট দিয়ে থাকে যা মোটেও একদমই ঠিক নয়। কষ্ট লুকিয়ে রেখে নিজেকে আনন্দে রাখা যায় না। তাই জীবন আনন্দ রাখার জন্য হাসিখুশি থাকাটা জরুরী।
আপনারা যারা মেয়েদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, কবিতা ও ছন্দ পেতে চান তাদের জন্যই আজকের আমাদের এই আর্টিকেলটি। এই আর্টিকেলটিতে আমরা বাছাই করা কিছু মেয়েদের কষ্টের উক্তি তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
মেয়েদের কষ্টের স্ট্যাটাস
1. একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে, যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে।
2. মেয়েদের মিথ্যা হাসির কারণ যদি কোন পুরুষ জানতো, তাহলে কোন মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠতো।
3. নারীকে অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে।
4. একজন মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে চলতে চলতে, সেটা শ্বশুরবাড়ি হোক কিংবা বাপের বাড়ি।
5. মেয়েরা সাধারণত নিজেদের পছন্দের জিনিস কাউকে দিতে চায় না। অথচ দিনশেষে এই মেয়েদেরই সবকিছু ছেড়ে চলে আসতে হয়।
6. পৃথিবীর সবকিছু মিথ্যা হলেও মেয়েদের অশ্রু কখনো মিথ্যা হয় না। কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অশ্রু জরায় না।
7. মেয়ে হয়ে জন্ম নেওয়ার সহজ। কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়।
8. মেয়েরা আসলে অভিনেত্রী। কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে।
9. এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ এটাই মেয়েদের জীবন।
10. ছেলেরা একটু কষ্ট পেলেই মেয়েদের ঘৃণা করে। কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদের কে কখনো ঘৃণা করতে পারে না। আর এটাই হলো মেয়েদের ভালোবাসা।
মেয়েদের কষ্টের উক্তি
11. যেকোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাইতো যার মন ভাঙ্গে সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার কত ব্যথা।
12. একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া। যেটা সব মেয়ের কপালে জোটে না।
13. আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে। তবে সত্য বলতে কি জানো, আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালবাসি।
14. দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না, কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি।
15. প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় কাউকে ফেলে, তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুঁয়ে যায়।
16. মেয়েদের কষ্ট বুঝা এত সহজ বিষয় নয়, তারা যে বাড়িতে জন্মায় সে বাড়িতে কিন্তু তার জায়গা হয় না।
17. মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না।
18. ছেলেরা ছোটখাটো ভুল বোঝাবুঝিতে সম্পর্ক একদম ছেড়ে দিতে পারে। কিন্তু হাজার ভুলের পরেও মেয়েরা তা টিকিয়ে রাখতে চায়।
19. কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বুঝাও। শান্তভাবে তাকে তোমার কথাগুলো বল, সময় দাও তাকে।
20. মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবেন না।
মেয়েদের কষ্টের ক্যাপশন
21. মেয়েদের কষ্ট দেখতে পায় তারা একটু কষ্ট পেলেই কাঁদে, কিন্তু ছেলেদের কষ্ট দেখতে পায় না ছেলেরা কাঁদে মনে। তাই মেয়েরা ছেলেদেরকে বুঝতে পারে না।
22. মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পন্ডিত মেয়েদের প্রেমে পড়ে।
23. বিকল্প খোঁজা মানুষগুলো কখনোই কারো জীবনে স্থায়ীভাবে থাকতে আসে না। তারা একজনের কাছে যতটুকু ভালো থাকে, অন্য জনের কাছে আরেকটু বেশি ভালো থাকতে বিকল্প অপশন খুঁজে বের করে। এরা কাউকে ভালো রাখতে আসে না, এরা ভালো থাকতে আসে।
24. আমি যখন থাকবো না তোমাদের মাঝে তখন একটু একটু করে আমাকে তোমরা ভুলতে থাকবে। আমার থাকা সময়গুলো একটা সময়ে আর মনে পড়বে না, মনে পড়বে না আর আমাকে।
25. সবাই বলে তোর ভাগ্য অনেক ভালো, আর আমি বলি আমার মত ভাগ্য আর কারো না হোক।
26. যেসব ছেলেরা ভিড়ের মধ্যে সুযোগ থাকা সত্ত্বেও অনেক সাবধানে হাটে, যাতে একটা মেয়ের শরীরে স্পর্শ না লাগে। নিঃসন্দেহে সেই সব ছেলেরা কোন আদর্শবান মায়ের সন্তান।
27. রাতের ব্যাপারগুলোই অন্যরকম, দিনে যাই করেন না কেন? রাত হলেই আমাদের দুঃখগুলো বড় হতে শুরু করে এবং একাকীত্ব বাড়ে।
28. সে মায়ায় বেধেছিল কিন্তু মায়ায় পরিনি, সে আমায় ভালবাসতে বাধ্য করেছিল অতঃপরও সে আমাকে ভালোবাসেনি।
29. মেয়েরা শুধু পছন্দের মানুষ এর সাথেই প্রচুর বকবক করে। যখন দেখবেন মেয়েটা আপনার সাথে কথা কম বলতেছে, তখন নিজ দায়িত্বে বুঝে নিবেন আপনি মন থেকে উঠে গেছেন।
30. কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না।
মেয়েদের কষ্টের মেসেজ
31. কিছু মানুষ নীরব থাকুক, কিছু না বলুক, তবুও তারা পাশে থাকুক। তাদের উপস্থিতি সারা জীবন থাকুক।
32. বিচ্ছেদের পর কখনোই আর সেই প্রিয় মানুষটি ফিরে আসে না, ফিরে এলেও পূর্বের মানুষটি আর ফিরে আসে না।
33. ব্যস্ততার অজুহাতে যে আপনাকে প্রায়োরিটি দেয় না বা দিতে চাই না, তবে বুঝে নিবেন আপনি তার প্রায়োরিটি লিস্টে নেই।
34. যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সে সম্পর্কে ভালো থাকার প্রয়াস থাকে শুধু ভালোবাসা নয়।
35. মেয়েরা সব সময় বিসর্জন দিতেই বেশি পছন্দ করে। কাউকে ভালবেসে সব কিছু উজাড় করে দিতে তারা পিছুপা হয় না। কখনো বাধ্য হয়ে অথবা পরিস্থিতির শিকার হয়ে একজন মেয়ে নিজের দুঃখটা মেনে নেয়। মেয়েদের দুঃখ যেন নদীর মত বহমান।
36. মেয়েদের কষ্টটা আসলে সীমাহীন আকাশের মত। এই বুঝি মনে হলো শেষ অথচ সেখান থেকেই আবার শুরু হয়। সহ্য সীমা অতিক্রম করে কোন মেয়েই আর নমনীয় থাকে না।
37. পেশি শক্তিতে মেয়েরা পিছিয়ে থাকলেও ধৈর্য এবং সহ্যশক্তিতে মেয়েদের তুলনা হয় না। কতশত না বলা ব্যথা বয়ে বেরিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে টিকে থাকতে পারে। মেয়েদের কষ্টটা যেন সারা জীবন অবর্ণনীয় থেকে যায়।
38. একটা মেয়ের কাছে তার পরিবার এবং কাছের মানুষ ঘিরে তার পৃথিবী। এদের মধ্যে কেউ একজনও যদি তাকে কষ্ট দেয় তাহলে মেয়েটার স্বপ্নের পৃথিবীটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। যেন ঠুকনো কাচের মত সহস্র টুকরোতে স্বপ্নগুলোর মৃত্যু হয়।
39. যে কোন সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েরাই বরাবরই এগিয়ে। একজন মেয়ে তার সর্বোচ্চ টা দিয়ে তার সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করে। প্রচন্ড কষ্ট সহ্য করে হলেও একজন মেয়ে হৃদয় থেকেই একটা সম্পর্কের ভীত গড়ে দিতে চায়।
40. একজন মেয়ে অবহেলায় আর অনাদরে নিজের জীবনের কতগুলো বসন্ত পার করে নেয়। কত সুপ্ত ইচ্ছাই আর কাউকে বলার সুযোগ হয় না। সবার মধ্যে শুধু সেই মেয়েগুলোই ভাগ্যবতী, যাদের একজন বন্ধুরূপী স্বামী রয়েছে।
মেয়েদের কষ্টের বাণী
41. কখনো নাবালিকা কখনো ষড়শি কখনো অষ্টাদশী অথবা যুবতী। যখন যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই একজন মেয়েকে আমরা আমাদের সামনে পেয়েছি। অথচ নিজ অস্তিত্ব হারিয়ে একজন মেয়ের কষ্ট মাখা ক্লান্ত চেহারাটা আমাদের কারো নজরে পড়ে না।
42. অন্য কাউকে খুশি করতে করতে একটা মেয়ের জীবন পার হয়ে যায়। কখনো বাবা-মা কখনো স্বামী এবং তারপরে নিজের সন্তানের জন্য হলেও একজন মেয়ে তার দুঃখ ব্যথাকে সয়ে নেয়।
43. এই পৃথিবীতে হাজারো মেয়ে নিজেকে বিলিয়ে দিয়ে পরিবারের বোঝা টেনে চলছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে বারবার। কতটা কষ্ট সয়ে একজন মেয়ে নিজের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। তা শুধু একজন পরিবারের মাই বলতে পারে।
44. পুরুষ যদি কালো মেয়েকে ভালোবাসতো তাহলে নারী কখনো রূপচর্চা করত না।
45. নারী তুমি বাবার বাড়ির বোঝা আর শ্বশুর বাড়ির কাজের মেয়ে।
46. নারী তোমাকে সব কিছুতেই সুন্দর ও পারদর্শী হতে হবে। তা না হলে তোমার বেঁচে থাকার কোন অধিকার নেই। বর্তমান সমাজের চিন্তাধারা।
47. একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যা ভালোবাসায় যথেষ্ট।
48. মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না। মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ে হবে না।
49. মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা, মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া।
50. মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা। মেয়ে মানে বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা সোনা।
মেয়েদের কষ্টের ছন্দ
নীরব বেদনার মাঝে খুঁজে পাই,
মেয়েদের জীবনের গল্প, না বলা কথার সুরে।
ভালোবাসার তরে দেয় যে ত্যাগ,
অসংখ্য স্বপ্নের পথে চলে নীরব যাত্রায়।
মা, মেয়ে, বোন বা প্রেমিকা,
প্রতিটি ভূমিকা মিশে থাকে ত্যাগের রঙে।
অলক্ষ্যে কাঁদে, গোপনে হাসে,
মনের গভীরে লুকিয়ে রাখে অগণিত আশা।
সমাজের বাধা, বিধি ও শৃঙ্খল,
তাদের পথ রুদ্ধ করে কখনো।
তবুও তারা এগিয়ে চলে,
দুঃখের ভারে নত হয়েও, অপরাজেয় মনোবলে।
অজানা সেই কষ্ট, নীরব সেই বেদনা,
মেয়েদের হৃদয়ের গভীর থেকে উঠে আসে।
প্রতিদিনের সংগ্রাম, প্রতিমুহূর্তের যুদ্ধ,
তাদের সাহসিকতার গল্প, আমাদের সবার প্রেরণা।
কখনো যে বৃষ্টি হয়ে ঝরে,
কখনো যে হাসির আড়ালে লুকায়।
মেয়েদের কষ্টের সেই কবিতা,
সবার হৃদয়ে যেন স্পর্শ পায়।
আকাশের নীলেতে হারিয়ে যায়
মেয়েদের স্বপ্নের রঙ,
সকাল থেকে রাত পর্যন্ত
নিভৃতে তারা কাঁদে, বয়ে বেড়ায় অজানা যন্ত্রণা।
প্রতিটি পলে ত্যাগ করে
নিজেদের সুখের স্বপ্ন,
মায়ের কোলে সান্ত্বনার ছায়ায়
বয়ে চলে সময়ের স্রোত।
কতগুলো স্বপ্ন তারা গুটিয়ে রাখে
কতগুলো আশা মাটিতে মিশে যায়,
প্রতিটি পদক্ষেপে বাঁধা এসে
নতুন করে জীবন শেখায়।
সমাজের চাপে, দায়িত্বের ভারে
বিচ্ছিন্ন হয় নিজের আত্মা,
মনের গভীরে জমে থাকা ব্যথা
তারা প্রকাশ করে নিঃশব্দে।
যেন নিঃশেষিত প্রদীপের শিখা
জ্বলতে থাকে শেষ অবধি,
মেয়েদের কষ্টের গল্প
লুকিয়ে থাকে সময়ের ছত্রে।
মেয়েদের কষ্টের কবিতা
তাদের হাসিতে মিশে থাকে
অজানা ব্যথার ছোঁয়া,
নীরব চোখে তারা দেখে
নিজেদের কষ্টের প্রতিচ্ছবি।
তবুও তারা দাঁড়িয়ে থাকে
সাহসের মশাল হাতে,
মেয়েদের কষ্টের কবিতা
সবার হৃদয়ে বাজুক নিঃশব্দে।
সন্ধ্যার আঁধারে লুকায়ে থাকে
মেয়েদের বেদনাময় গল্প,
নিশীথ রাতে নীরব কান্নায়
ভিজে যায় পরাণের শিহরণ।
মনের গভীরে জমে থাকা
স্বপ্নভঙ্গের কষ্ট,
প্রতিটি পদক্ষেপে হারায়
নিজেদের সুখের আস্থা।
যে ভালোবাসার ত্যাগে
মেয়েরা গড়ে তোলে জীবন,
সেই ভালোবাসারই তলে
কখনো কখনো হয় নিঃশেষিত মন।
কতোকিছু তারা ছেড়ে দিয়ে
চলে নিরবধি পথ,
দায়িত্বের ভারে চাপা পড়ে
আত্মার গভীর ব্যথা।
সমাজের বাঁধা, বিধি-নিষেধের জালে
আবদ্ধ থাকে তাদের আশা,
তবুও তারা এগিয়ে চলে
দুঃখের ভারে, দৃঢ় প্রতিজ্ঞায়।
প্রতিদিনের সংগ্রামে তারা
মেলে ধরে সাহসিকতার শপথ,
নিঃস্বার্থ ভালোবাসায়
গড়ে তোলার চেষ্টায় সংসার।
মেয়েদের কষ্টের কবিতা
যেন সবার হৃদয়ে স্পর্শ পায়,
তাদের নিঃশব্দ বেদনার গল্প
হোক অনুপ্রেরণা, হোক জীবনের ছায়া।
নীরব সেই অশ্রু, নিঃশব্দ সেই ক্রন্দন
মেয়েদের কষ্টের কথা
সবাই শুনুক, সবাই জানুক,
তাদের আত্মত্যাগের মূল্য সবাই মানুক।