ভালোবাসার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসেই অনেকগুলো প্রেম দিবস ধারাবাহিকভাবে আসতে থাকে। ভালোবাসার সপ্তাহের শুরুতেই রোজ ডে। রোজ ডে মানে অনেকেই আমরা জানি আবার অনেকেই হয়তো জানি না। রোজ ডে হচ্ছে গোলাপ দিবস। অনেকেই মনে করতে পারেন এটা আবার কেমন দিবস। তবে বর্তমানে সবাই রোজ ডে সম্পর্কে জানে। রোজ ডে তে প্রেমিক-প্রেমিকারা একে অপরের জন্য রক্ত গোলাপ নিয়ে আসে। তারা তাদের ভালোবাসার মানুষটিকে গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করে।

ফেব্রুয়ারি মাসেই রোজ ডে। কিন্তু আমরা অনেকেই জানিনা কত তারিখে রোজ ডে। যারা রোজ ডে সম্পর্কে অবগত তারা অনেকেই আগে থেকে প্ল্যান করে রেখেছে তারা তাদের ভালোবাসার মানুষটিকে গোলাপ দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করবে। এই বিষয়ে অনেকেই ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন দিয়ে থাকে। যারা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রোজ ডে স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন দিতে চান তাদের জন্যই আমাদের আজকের আয়োজন।

রোজ ডে কবে?

রোজ ডে হচ্ছে বিশ্ব গোলাপ দিবস। এ সম্পর্কে বর্তমানে আমরা সবাই অবগত আছি। তবে আমরা অনেকেই হয়তো জানি না রোজ ডে কবে। তাই আজকে আপনাদের জানিয়ে দিব রোজ ডে কোন মাসে কত তারিখে পালন করা হয়। প্রেমিক প্রেমিকারা সবাই রোজ ডে এর জন্য অপেক্ষায় থাকে। কারণ রোজ ডে এর মাধ্যমেই ভালোবাসার সপ্তাহ শুরু হয়। তাই প্রেমিক প্রেমিকার কাছে রোজ ডে অনেক গুরুত্বপূর্ণ।

অনেকেই আছে যারা জানে ফেব্রুয়ারি মাসেই রোজ ডে। কিন্তু কবে তা জানে না। অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকে রোজ ডে কবে। রোজ ডে হচ্ছে প্রিয় মানুষটিকে গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করার দিবস। এই দিনটি হচ্ছে ৭ই ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনে বিশ্ব গোলাপ দিবস উদযাপিত হয়। হাজার হাজার প্রেমিক-প্রেমিকা যুগল এই দিনটিতে তাদের ভালোবাসার মানুষকে রক্ত গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় এবং তাদের ভালোবাসা প্রকাশ করে।

রোজ ডে রোমান্টিক স্ট্যাটাস

১. এক হাজার গোলাপ তোমার ওই মুচকি হাসির সমান। গোলাপ কিনতে পারব কিন্তু তোমার মুচকি হাসিটা কিনতে পারবো না। ভালোবাসা দিয়ে তা আদায় করে নিতে হবে।
২. অনেক কাটার আঘাত সহ্য করে তোমার মত গোলাপটি পেয়েছি। তুমি আমার সেই গোলাপ যা কখনো হারাতে চাইনা।
৩. তোমার মনের বাগানে এত এত গোলাপ চাষ কর, তবুও আমার কাছে কেন গোলাপের বায়না ধরো।
৪. হাজার গোলাপ থেকে একটি গোলাপ বেছে নিয়েছি, সেই গোলাপটি হলে তুমি। কখনো ছেড়ে যেও না প্রিয়তমা।
৫. তুমি গোলাপের বাগানে হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ গোলাপ, তোমাকে খুঁজতে গিয়ে অনেক কাটার আঘাত সহ্য করেছি।

৬. গোলাপের ঘ্রাণ তোমার কাছে হার মানে, তোমার মায়াবী ঘ্রান আমাকে অজ্ঞান করে দেয়।
৭. রোজ ডে আসে আবার চলে যায়, কিন্তু তুমি থেকে যেও প্রিয় আমাকে ছেড়ে চলে যেও না।
৮. গোলাপের সুখটা পেতে হলে, আগে কাটার আঘাত সহ্য করতে হবে। কষ্ট করলে কেষ্ট মিলবেই।
৯. গোলাপের বাগান করাটা আমার শখ ছিল, এখন তোমাকে গোলাপ দেওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমাকে অনেক ভালোবাসি জান।
১০. ভালোবাসার শ্রেষ্ঠ উপহার গোলাপ, যা আমি শুধু তোমাকেই দেবো। তুমি শুধু একটু ভালোবাসা দিও।

আরও পড়ুন:-প্রপোজ ডে ২০২৩ স্ট্যাটাস, ছন্দ, মেসেজ

রোজ ডে নিয়ে ছন্দ

১. ভালোবাসার ছন্দে, গোলাপের আনন্দে,,,,,
রাঙিয়ে দাও, ৭ই ফেব্রুয়ারি রোজ ডে।
আজ গোলাপ দিবসে, একটাই আবদার,,,,
পরবর্তী রোজ ডে তে গোলাপ দিও আবার।
২. আমি চন্দ্র দেখেছি সূর্য দেখেছি, দেখেছি অনেক তারা,,,,
তোমার দেওয়া উপহারের, গোলাপটিই ছিল সেরা।
যে কোনো দিন গোলাপকে ভালবাসেনি,,,,
তার জীবনে কখনো প্রেম ও আসেনি।
৩. ৭ই ফেব্রুয়ারি, গোলাপ দিবসে,,,,
একটি গোলাপ দিও, আমায় ভালোবেসে।
এই দিনে তোমার কাছে, আর কিছু নেই চাওয়া,,,
তোমার দেওয়া গোলাপটিই, আমার শ্রেষ্ঠ পাওয়া।

৪. ভালোবাসার আরেক নাম গোলাপ ফুল,,,,
আমায় ছেড়ে গিয়ে, কখনো করোনা ভুল।
আমার কাছে পাবে তুমি যেই ভালবাসা,,,,
অন্য কারো দ্বারে গিয়ে, করোনা সেই আশা।
৫. গোলাপ গাছে গোলাপ ফোটে, আমার মনে তুমি,,,,
আকাশ জানে বাতাস জানে, জানে এই ভুমি।
রোজ ডে তে গান শোনাবো, শোনাবো প্রেমের কবিতা,,,,
গোলাপটি আজ শুকিয়ে গেছে, রয়ে গেছে তার ছবিটা।
৬. আমি গোলাপের বাগানে হারিয়ে যেতে চাই না,
আমি তোমার মনের বাগানে হারিয়ে যেতে চাই,,,,
তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না
আমি তোমায় ভালোবেসে মরে যেতে চাই।

রোজ ডে নিয়ে ক্যাপশন

১. গোলাপের পাপড়ির মত আমিও একদিন মরে যাব, তবে মৃত্যুটা যেন তোমার কোলেই হয়।
২. গোলাপ আমাকে ভালোবাসা শিখিয়েছে, আর তুমি আমাকে ভালোবেসেছো। গোলাপ যদি ফুলের রানী হয়, তুমি আমার ভালোবাসার রানী।
৩. দেখো, গোলাপ কিনতে গিয়ে আবার গোলাপ বিক্রেতার প্রেমে পড়ে যেও না।
৪. সরি বাবু, গোলাপটা বাসায় ফেলে এসেছি। তাতে কি হয়েছে আমার গোলাপ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে।
৫. প্রিয়, রোজ ডে তে শুধু গোলাপ দিবা? তোমার মনটা দিবানা?

৬. রোজ ডের গোলাপটা অনেক সুন্দর ছিল, আগামী রোজ ডে তে আরেকটি গোলাপের বাইনা রইল।
৭. আমার জীবনে যতগুলো রোজ ডে পাব, সব রোজ ডে তে তোমাকেই গোলাপ দেব।
৮. দেখতে দেখতে আজ রোজ ডে চলে গেল, তোমার সাথে আজকের কাটানো মুহূর্ত অনেক সুন্দর ছিল।
৯. ছবিতে লুকটা ভালোই দিয়েছিলে, গোলাপটা খোঁপায় গাথা থাকলে আরো ভালো লাগতো।
১০. হতে পারে এটি আমাদের শেষ রোজ ডে, আমি মরে গেলে আমাকে ভুলে যাবে না তো?

আমাদের সাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আপনাদের জানিয়ে দিলাম রোজ ডে কবে। আর রোজ ডে সম্পর্কে কিছু স্ট্যাটাস, ছন্দ ও ক্যাপশন যুক্ত করে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে গোলাপ দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করলাম।

Read more
ভালোবাসা দিবসের স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন ২০২৩
ভালোবাসার সপ্তাহ ২০২৩ লিস্ট, সিডিউল, শুভেচ্ছা, ছন্দ