Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    TechBDInfo
    Subscribe
    • Info
    • Tips
    • Sports
    • News
    TechBDInfo
    Home » রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা
    ইভেন্ট

    রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা

    adminBy adminMay 8, 2024No Comments7 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস
    রমজান নিয়ে উক্তি, ছন্দ ও কিছু কথা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সম্মানিত পাঠক আজকে আপনাদের জন্য রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা নিয়ে এসেছি। কারণ রমজান আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। এজন্য অনেকেই ইন্টারনেটে রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ইত্যাদি লিখে সার্চ করে থাকে। তাই আপনারা যেন সহজেই রমজান নিয়ে বিস্তারিত বিষয়গুলো খুঁজে বের করতে পারেন, সেজন্য এই পোস্টটি আমরা রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা একসাথে উল্লেখ করে দিয়েছি। আপনারা এখান থেকে সহজেই সংগ্রহ করে ফেসবুক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

    আমরা অনেকেই আছি যারা রমজানের সময় ফেসবুক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ইত্যাদি পোস্ট করে থাকি। যেহেতু রমজান আমাদের সন্নিকটে চলে এসেছে তাই আমরা অনেকেই রমজান নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করেছি। তাই আপনারা যাতে ফেসবুক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে রমজান নিয়ে ইউনিক কিছু পোস্ট করতে পারেন সেজন্য এই পোস্টটি তে আমরা রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে।

    রমজান নিয়ে স্ট্যাটাস

    ১. এলোরে এলো রমজান এলো রে, খুশির বার্তা পৌঁছে যাক ঘরে ঘরে। ভেঙেছে অপেক্ষার দ্বার, রমজান এলো এক বছর পর আবার। সবাইকে রমজানুল মোবারক।

    ২. পবিত্রতার মাস এলো মাহে রমজান, পাপের বোঝা কমিয়ে পুণ্যের বোঝা বাড়ান। হ্যাপি রমজান।

    ৩. রমজান আমাদের মাঝে পবিত্রতা নিয়ে আসে। রমজান আমাদেরকে পবিত্র থাকতে শেখায়। শুভ রমজান।

    ৪. রমজান মাস আসে সকল মুসলিমের ঈমান মজবুত করার জন্য। তাই এই সময়টাকে আল্লাহর পথে কাজে লাগাই। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

    ৫. শুভ দিন, শুভক্ষণ মাহে রমজানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি রমজান।

    ৬. রমজান আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে, রমজান আমাদের কাছে পবিত্রতা নিয়ে আসে।

    ৭. সারাদিন রোজা রেখে, আল্লাহ তাআলার ইবাদত করে সন্ধ্যা বেলায় ইফতার করার মত আনন্দ আর কি হতে পারে?

    ৮. আলহামদুলিল্লাহ!! আল্লাহ তাআলা আমাদের মুসলিম করে পাঠিয়েছেন, ভদ্রতা-নম্রতা আনন্দ-উৎসব সবই আমাদের ধর্মে আছে। হ্যাপি রমজান।

    ৯. রমজান মাসে আল্লাহ তায়ালা আপনাকে পরীক্ষা করে, যে আপনি আল্লাহ তায়ালাকে ভয় করে সিয়াম পালন করেন কিনা। রমজানুল মোবারক।

    ১০. রমজান মাস আনন্দের মাস, কারণ এই মাসটি আল্লাহ তাআলার রহমত ফজিলতে ভরা। শুভ রমজান।

    রমজান নিয়ে ইসলামিক হাদিস

    রমজান নিয়ে বহু হাদিস রয়েছে। আপনারা যাতে ইন্টারনেটের মাধ্যমে রমজানের হাদিস পড়তে পারেন, তাই আপনাদের জন্য কিছু হাদিস সংগ্রহ করে এনেছি। আপনারা চাইলে হাদিস পড়ে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন। নিচে আপনাদের জন্য রমজানের গুরুত্বপূর্ণ কিছু হাদিস উল্লেখ করে বর্ণনা করা হলো। আমরা যে হাদিসগুলো সংগ্রহ করেছি সবই সহীহ হাদিস। তাই আপনারা বিনা দ্বিধায় হাদিস গুলো পড়ে নিতে পারেন এবং সেই অনুসারে আমল করতে পারেন।

    ১. নবী করিম ( স.) এর বাণী:- যখন তোমরা চাঁদ দেখবে তখন সাওম শুরু করবে আবার যখন চাঁদ দেখবে তখন ইফতার বন্ধ করবে।
    আবু আসিম ( রহ:) উম্মে সালমা ( রা: ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসের জন্য তার স্ত্রীদের সঙ্গে ঈলা করলেন। ২৯ দিন পার হওয়ার পর সকালে বা সন্ধায় তিনি তাদের নিকট গেলেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো এক মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন? তিনি বললেন, মাস ২৯ দিনেও হয়ে থাকে।

    ২. অবিবাহিত ব্যক্তি যে নিজের উপর আশঙ্কা করে, তার জন্য সাওম:-
    আবদান ( রহ:) ইবনে আলকামা ( রহ:) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ( রা:) এর সঙ্গে চলতে ছিলাম তখন তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম, তিনি বললেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে নেয়। কেননা বিবাহ চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যার সামর্থ্য নেই, সে যেন সাওম ( রোজা ) পালন করে। সাওম তার প্রবৃত্তিকে দমন করে।

    ৩. কাউকে গালি দেওয়া হলে সে কি বলবে, আমি তো সাওম পালনকারী?
    ইব্রাহিম ইবনু মুসা ( রহ: ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সাওম ( রোজা ) ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন সায়িম। যার কব্জায় মোহাম্মদের প্রাণ, তার শপথ! সায়িমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। সায়িমের জন্য রয়েছে দুটি খুশী যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সাওম বিনিময়ে আনন্দিত হবে।

    ৪.সাওম পালনের সময় মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন না করা:-
    আদম ইবনু আবু ইয়াস ( রহ:) ইবনে আবু হুরাইরা ( রা: ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।

    আরো পড়ুন:- প্রথম রোজা নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস ও বাণী

    রমজান নিয়ে কবিতা

    আজকের এই পোস্টে আপনাদের জন্য রমজানের কবিতা সংগ্রহ করে নিয়ে এসেছি। রমজানের এই সংগৃহীত কবিতা গুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক রমজানের কবিতা।

    রমজান
    -মোঃ গোলাম মোস্তফা

    বছর ঘুরে আবার এলো
    পবিত্র সেই রোজা
    পাপ পুণ্যের হিসেব করে
    চলব সঠিক সোজা।

    আয়রে যুবক, আয়রে নবীন
    সব ভেধাভেদ ভুলে
    রাখব রোজা খুশি মনে
    পড়বো কোরআন খুলে।

    শপথ নিলাম আজকে সবাই
    রাখবো সকল রোজা
    মিথ্যে কথা বলবো না আর
    কমবে বাপের বোঝা।
    (❁´◡`❁)(❁´◡`❁)

    মাহে  রমজান
    _সাজিদুর রহমান

    আসলো আবার রোজা
    তাইতো আমার নতুন করে
    সোজা পথটি খোঁজা।

    রমজানের এই মাসে
    অতীত দিনের গুনাহ যত
    আমার চোখে ভাসে।

    চাইবো আমি ক্ষমা
    আমল নামায় যত গুনাহ
    লেখা আছে জমা।

    শপথ নিলাম আজ
    মন্দ যত ছেড়ে দিয়ে
    করবো ভালো কাজ।

    সেহেরি খাবো ভোরে
    নামাজ থেকে অলসতায়
    থাকবো না আর দূরে।

    আজ করেছি পণ
    ইবাদতে এখন আমি
    আবার দেবো মন।

    করবো না ভুল কভু
    আমার মনের ছোট্ট আশা
    কবুল করো প্রভু।
    (❁´◡`❁)(❁´◡`❁)

    আরো দেখুন:- রমজানের সময়সূচী ২০২৩

    রমজান নিয়ে উক্তি

    ১. রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন।– আল হাদিস

    ২. রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়।– আল হাদিস

    ৩. রোজা হল আত্মসংযম যা আমাদের সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।– আল হাদিস

    ৪. মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হলো রোজা।– আল হাদিস

    ৫. আল্লাহর আদেশ রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।– আল হাদিস

    ৬. রমজান মাস পবিত্রতার মাস, কারণ রমজান আমাদের জন্য পবিত্রতা নিয়ে আসে।

    ৭. সিয়াম পালনের মাধ্যমে আমরা সকল পাপ কাজ থেকে বিরত থাকি। তাই পাপ কাছ থেকে বিরত রাখার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সিয়াম পালন করা।

    ৮. সিয়াম পালনের মাধ্যমে ধনী ব্যক্তিরা গরিব অনাহার ব্যক্তিদের কষ্ট উপলব্ধি করতে পারে।

    ৯. এক বছর পর পর আমাদের মাঝে রমজান আসে, তাই রমজানের এই মাসটি আমরা অবহেলায় কাটাবো না।

    ১০. বছরে বারটি মাসের মধ্যে রমজান মাস হচ্ছে সবচেয়ে উত্তম একটি মাস।

    রমজান নিয়ে ছন্দ

    দেখতে দেখতে বছর ঘুরে
    আবার এলো রোজা,,,
    এই উসিলায় সৃষ্টিকর্তা
    আমাদের করবে ক্ষমা।

    আজ না হয় কাল আমার
    মৃত্যু হবেই হবে,,,
    মৃত্যুটা যেন হয় আমার
    মাহে রমজানে।

    পাপে ভরা জীবন আমার
    প্রভু তুমি জানো,,,
    রমজানের এই উসিলায় এবার
    আমায় ক্ষমা করো।

    সৃষ্টিকর্তার কাছে আমার
    চাওয়ার কিছু নাই,,,
    রোজ হাশরে আমি যেন
    নবীজির শাফায়াত পাই।

    ওগো আল্লাহ তুমি আমায়
    দাও গো ক্ষমা করে,,,
    আমি না হয় পাপী বান্দা
    তুমি তো দয়ার সাগর।

    আকাশেতে চাঁদ দেখা যায়
    তবে কি কালকে রোজা?,,,
    আল্লাহ তুমি এই রমজানে
    কমিয়ে দাও পাপের বোঝা।

    হতেও পারে এটি আমার
    জীবনের শেষ রমজান,,,
    গুনাহ ক্ষমা না করে
    নিও না আমার প্রাণ।

    আল্লাহ আমি তোমার কাছে
    করবো একটি দাবি,,,
    রোজ হাশরে তুমি আমায়
    দিও জান্নাতের চাবি।

    রমজান নিয়ে কিছু কথা

    রমজান মাস প্রতিটি মুসলমান নর-নারীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাস পবিত্রতার মাস, রমজান মাস আমাদের জন্য পবিত্রতা নিয়ে আসে। একজন মুসলমানের যে সমস্ত নৈতিক গুণ থাকা দরকার তার সবই রমজান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। রমজান মাস আমাদের ধৈর্যশীল করে তুলে, কারণ অনেক ধৈর্য ধরে একটি রোজা বা সিয়াম পালন সম্পন্ন হয়। আবার এই রমজান মাসে আমরা মিথ্যা কথা বলা বন্ধ করে দিই, এতে করে আমরা সত্যবাদী হয়ে উঠতে পারি। সিয়াম পালনের মাধ্যমে আমরা অনাহার মানুষের ক্ষুধার্তের কষ্ট বুঝতে পারি। রমজান মাস আমাদেরকে আখলাকে হামিদাহ বা নৈতিকতার সুন্দর গুণগুলো শিক্ষা দেয়।

    সম্মানিত পাঠক আজকের এই পোস্টে আপনাদের জন্য রমজান নিয়ে স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি, ছন্দ ও কিছু কথা তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই পোস্টটি থেকে আপনারা রমজানের এই স্ট্যাটাস, হাদিস, কবিতা, উক্তি ও ছন্দ গুলো সংগ্রহ করে সবার মাঝে শেয়ার করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট শেষ করলাম। আসসালামু আলাইকুম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleরোজ ডে কবে? রোজ ডে স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন
    Next Article প্রপোজ ডে তে একটু অন্য উপায়ে প্রস্তাব দিন, রাজি হবেই।
    admin
    • Website

    Related Posts

    প্রপোজ ডে স্ট্যাটাস, ছন্দ, মেসেজ

    June 20, 2024

    ঈদ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, ক্যাপশন ও কবিতা

    June 5, 2024

    ঈদুল ফিতর ২০২৫। ঈদুল আযহা ২০২৫। কবে, কত তারিখে? বাংলাদেশ ও সৌদি আরব।

    June 5, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Search
    Latest Posts

    Rice Water Skincare: Side Effects, Warnings & Safe Use Tips

    July 3, 2025

    Geekzilla.tech Honor Magic 5 Pro: A Game-Changer in Smartphone Tech

    July 2, 2025

    Pedrovazpaulo Strategy Consulting: Expert Solutions for Business Growth

    June 17, 2025

    Pedrovazpaulo Financial Consulting: Corporate & Personal Finance Experts

    June 17, 2025

    Pedrovazpaulo Marketing Consulting: Your Growth Partner

    June 17, 2025
    Categories
    • Business
    • Education
    • Game
    • Health
    • Info
    • Jobs
    • NBA
    • News
    • Sports
    • Technology
    • Tips
    • Uncategorized
    • ইভেন্ট
    • ইসলামিক
    • স্ট্যাটাস
    Latest Update

    Rice Water Skincare: Side Effects, Warnings & Safe Use Tips

    July 3, 2025

    Geekzilla.tech Honor Magic 5 Pro: A Game-Changer in Smartphone Tech

    July 2, 2025

    Pedrovazpaulo Strategy Consulting: Expert Solutions for Business Growth

    June 17, 2025
    © 2019-2025 Techbdinfo360.com | All Rights Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.