প্রিয় পাঠক ভাই ও বোনেরা, আজকের এই ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। যাদের ভাতিজা আছে তাদের জন্য অবশ্যই আমাদের আজকের এই পোস্টটি গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যারা ভাতিজাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেতে চান তারা আমাদের আজকের এই সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন। আজকের এই পোস্টে আমরা ভাতিজাকে নিয়ে সেরা আর্টিকেলগুলো তুলে ধরবো।
আজকের এই পোস্টটিতে আপনারা ভাতিজাকে নিয়ে সেরা স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। আমাদের এই পোস্টটিতে আরো হয়ে যাবেন ভাতিজাকে নিয়ে ক্যাপশন। তাই আপনারা যদি ভাতিজাকে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও কিছু কথা পেতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ভাতিজাকে নিয়ে লেখা আজকের এই আর্টিকেল ব্লগ।
ভাতিজাকে নিয়ে স্ট্যাটাস
১. বাবার মত দেখতে, নাম তার চাচা
বিপদে পড়লে ভাতিজা বলে
চাচা, আপন প্রাণ বাঁচা।
২. বাবার পরে ভাই
ভাইয়ের পরে চাচা,
ভাই যদি না থাকে তার
বাবার পরেই চাচা।
৩. সব চাচারাই এক হয় না, কিছু চাচা হয় বাবার মত। আবার কিছু চাচা হয় শত্রুর চেয়েও নিকৃষ্ট। যার জীবনে একজন ভালো মনের চাচা আছে সে অবশ্যই ভাগ্যবান।
৪. চাচারা তার ভাতিজাকে নিজের ছেলের মত দেখে। কারণ ভাইয়ের ছেলে, মানেই তো নিজের ছেলে। ভাতিজার মাঝে ভাইকে খুঁজে পায় প্রতিটি চাচা।
৫. চাচা- ভাতিজার সম্পর্ক যেমনই হোক না কেন, কেউ বিপদে পড়লে দুজন দুজনের পাশে এসে দাঁড়ায়। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি চাচা ভাতিজার সম্পর্ক।
ভাতিজাকে নিয়ে ক্যাপশন
১. ভাইয়ের ছেলেটি আজ অনেক বড় হয়ে গেছে। দোয়া করি জীবনে সফল হও। সব সময় ভালো থেকো আর এই চাচার কথা মনে রেখো।
২. অনেক মিস করি কাকা তোমাকে। অনেকদিন হয়ে গেল আমি প্রবাসে চলে গিয়েছো। আবার দেখা হবে ইনশাল্লাহ!
৩. বাবার অনুপস্থিতিতে চাচার সাথেই এবারের ঈদ কাটালাম। আজকের এই দিনটিতে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগলো। বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ চাচা।
৪. আমার বাবা প্রবাসে থাকেন, তাই বাবাকে অনেক মিস করি। তবে চাচার মাঝে আমি আমার বাবাকে খুঁজে পাই।
৫. পৃথিবীর প্রতিটি চাচা -ভাতিজার সম্পর্ক হোক বাবা- ছেলের মতো। চাচা ভাতিজার বিপদে এগিয়ে আসবে আর ভাতিজা চাচার বিপদে এগিয়ে আসবে এটিই তো চাচা -ভাতিজার আসল সম্পর্ক।
ভাতিজাকে নিয়ে কবিতা
আমার ভাতিজা
-বিপ্লব হাসান
ছোটবেলায় বাবা বলে
ডাকতো আমায় যে ছেলে
সেই ছেলেটি এখন আমায়
ডাকে চাচা বলে
ছোটবেলার স্মৃতি গুলো
রাখিস ভাতিজা মনে
বড় হলে আবার যেন
যাস না আমায় ভুলে
বাবার থেকে বেশি সময়
থাকতো আমার কোলে
আমিও তাকে সময় দিতাম
সে আমার ভাতিজা বলে
আদর দিয়ে স্নেহ দিয়ে
করেছি তারে বড়
ভাতিজা আমার হয়েছে আজ
ইঞ্জিনিয়ার মস্ত বড়
≡(▔﹏▔)≡
ভাতিজাকে নিয়ে কিছু কথা
চাচা-ভাতিজার সম্পর্ক পৃথিবীর বুকে একটি অন্যরকম সম্পর্ক। আপনি যখন চাচা হয়ে উঠবেন, ঠিক তখনই চাচা-ভাতিজার সম্পর্ক বুঝে উঠতে পারবেন। আর আপনার যদি চাচা থাকে, সে ক্ষেত্রেও আপনি এই সম্পর্কটির মানে বুঝতে পারবেন। সম্মানিত পাঠক আশা করি ভাতিজাকে নিয়ে লেখা আজকের আর্টিকেলগুলো আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পোস্ট শেষ করলাম।
Read More