বৃষ্টির সাথে মানুষের আজীবনের এক মধুর সম্পর্ক থেকে যায়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন বৃষ্টি আসলে মানুষের মন চায় ছোটবেলার সেই স্মৃতিগুলো ফিরে পেতে। বৃষ্টির দিনে অনেকেরই স্মৃতি মনে পড়ে যায়।
যার কারণে অনেকেই অনলাইনে বৃষ্টি নিয়ে উক্তি পেতে চায়। তাহলে চলুন এবার নিচে থেকে দেখে নেওয়া যাক বৃষ্টি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ সম্পর্কে।
বৃষ্টি নিয়ে উক্তি
1. বৃষ্টি নেমেছে আকাশ পানে চারদিকে অন্ধকার, চলে এসো ওগো তুমি দিনটি হোক ভালোবাসার।
2. মানুষ একটু খুশি হলেই তার মনে বৃষ্টি ঝরে পড়ে। এক প্রশান্তিকর বৃষ্টি।
3. যে মানুষ বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, সে মানুষের ভেতরটা সত্যি অনেক স্নিগ্ধ হয়।
4. যখন বৃষ্টি হয় মানুষের মনে এক আনন্দের ঢেউ খেলা করে যায়। এত উচ্ছলতার উৎস কোথায় তা আজও অজানা।
5. যে বৃষ্টি আকাশ থেকে আসে সেও একসময় থেমে যায়। কিন্তু মানুষের চোখের দৃষ্টি ধারা সহজে থেমে যায় না।
6. তোমাকে বড্ড অনুভব করি আমি যখন দৃষ্টিকোনা আমাকে ছুঁয়ে দেয়, মনে হয় তুমি আমাকে ছুঁয়ে দিচ্ছো।
7., আজ বৃষ্টিতে আসক্ত বলেই তোমার ওই না বলা চোখের জল ও দেখতে পাই। তুমি কি আমার এক মরু হাহাকার বুঝতে পারো?
8. যে দুঃখের বৃষ্টিতে আমি হেঁটে এসেছি, কোন সুখের উদ্যানে গিয়েও আমি সেখানে প্রশান্তি খুঁজে পাবো না।
9. কে জানে তুমিও হয়তো একদিন ফিরবে এক সহসা বৃষ্টির মত। আমার হৃদয়ের সব ক্ষত ধুয়ে মুছে দিও।
10. বৃষ্টি হলে কত মানুষ কত হৃদয় উচ্ছলতায় স্নান করে নেয়, তবুও কিছু হৃদয় থাকে বৃষ্টিতে নিজেকে আরও ডুবিয়ে দেয়।
বৃষ্টি নিয়ে ক্যাপশন
11. বৃষ্টি হলো আকাশ কর্তৃক পৃথিবীর জন্য ভালোবাসা দৃষ্টান্ত। তারা একে অপরকে নিজেরা কখনো দেখা করতে না পারলেও এভাবেই ভালোবাসার আদান-প্রদান করে।
12. সব সময় আমি বৃষ্টিকে একটি ব্যাধির নিরাময় মনে করি, যা একটি বিশ্বস্ত বন্ধুর ন্যায় আরেক বন্ধুকে আয়েশ যোগায়।
13. প্রতিবার বৃষ্টি হলে মাটি প্রতি ফোটা গণনা করে এবং প্রতিটি পৃথক বৃষ্টির ফোটার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করে।
14. যখন মুষলধারে বৃষ্টি হয় তখন আমি এটা পছন্দ করি। এটা সব জায়গায় মৃদু গুঞ্জন এর মত শোনাতে থাকে, যা নীরবতার প্রতীক, একাকিত্বের নয়।
15. বৃষ্টি তোমাকে চুম্বন করুক তার রৌপ্য তরল ফোটা দিয়ে। বৃষ্টিকে তোমার মাথার উপর দিয়ে যেতে দাও, বৃষ্টিকে তোমার জন্য একটি গান গাইতে দাও।
16. ঝড়ের নামকরণ মানুষ নামানুসারে করা হতেই পারে, কিন্তু বৃষ্টির নামকরণ করা হয় আত্মার খাতিরে। কেননা জ্বর আমাদের জীবনে যতই অন্ধকার আর ভয়ের জাগরণ করুক না কেন, বৃষ্টি ঠিকই আমাদের মনকে শিথিল করে তোলে।
17. আমার দৃষ্টিতে জীবন এমনই, তুমি যদি রংধনুর দেখা পেতে চাও তবে তোমাকে বৃষ্টির সাথে মানিয়ে নিতেই হবে।
18. বৃষ্টি এক অমূল্য আশীর্বাদ। এ যেন মেঘের মাটির বুকে নেমে আসা, সেখানেই আছে জীবন। কেননা বৃষ্টি ছাড়া কোন জীবনের অস্তিত্ব থাকত না।
19. আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিনও বিদ্যমান।
20. বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও ঠিক এই রকমই! খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।
Read More
- লোগো ডিজাইন করে ঘরে বসেই ইনকাম করুন
- ত্বকের জেল্লা বাড়াতে তিনটি কোমল পানীয় পান করুন
- প্রথম সন্তান নিয়ে স্ট্যাটাস, উক্তি,ক্যাপশন, ছন্দ ও কবিতা
বৃষ্টি নিয়ে স্ট্যাটাস
21. মেঘ সে ডেকে দিল সূর্য, বৃষ্টি হয়ে নেমে গেল জমিনে, আবার মেঘ সরে গিয়ে উঠে এলো সূর্য, এইতো বিধাতার খেলা।
22. আমি এই বৃষ্টিকে ভালবাসি, তাইতো আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। আমার চোখের দুঃখগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ুক।
23. কিছু প্রেমিক-প্রেমিকা আছে যারা বৃষ্টির সময় বৃষ্টিকে অনুভব করে, আর কিছু প্রেমিক-প্রেমিকা আছে তারা চোখের মাঝে বৃষ্টি নামায়।
24. যখন এই মাটির বুক হাহাকার তখন বৃষ্টি নেমে আসে এই মাটির বুকে, তখনই মাটির বুকে জন্ম নেয় সৃষ্টি।
25. সৃষ্টি বৃষ্টিকে ভালোবাসে, কেননা এই সৃষ্টি বৃষ্টি নিয়ে বেঁচে থাকে। সৃষ্টির জন্যই বৃষ্টি আল্লাহ তাআলার রহমত।
26. বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ হয়।
27. একই সময়ে কৃষক বৃষ্টি আশা করে, পথচারী রোদের আশা করে এবং সৃষ্টিকর্তা দ্বিধায় পড়ে যান।
28. অনেক বছরের পার্থক্যে একটি সুদূর দেশে দেখা একটি পুরানো বন্ধু সারা বছর খরার পরে এক বিন্দুর বৃষ্টির ফোটার মতই।
29. প্রিয়তমা, আমাকে তুমি কখনোই অভিযোগ করতে দেখবে না, আমি একাই বৃষ্টিতে কান্না করব।
30. যদি বৃষ্টি আমাদের পিকনিক নষ্ট করে কিন্তু একজন কৃষকের ফসল বাঁচায়। তাহলে আমরা বলার কে যাতে বৃষ্টি না হয়।
বৃষ্টি নিয়ে মেসেজ
31. আকাশ থেকে বৃষ্টি নামলে একটা সময় থেমে যায়, কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চাই না।
32. প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি তোমাকে অনুভব করি, তাই বৃষ্টি আমাকে স্পষ্ট করলে মনে হয় তুমি আমাকে স্পর্শ করলে।
33. যদি বৃষ্টি না হতো তাহলে আমরা কখনোই সূর্যের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেতাম না।
34. আকাশে মেঘ জমলে আকাশ যেরকম কাঁদে, মনের মাঝেও মেঘ জমলে মন তখন কাঁদে।
35. মন তো চায় আগের মতই বৃষ্টিতে ভিজি। কিন্তু জীবনের আগের জায়গায় দাঁড়িয়ে নেই। তবুও হঠাৎ করে নিজেকে বৃষ্টির মাঝে মেলে দিতে মন চায়।
36. বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলা স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি, আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।
37. একসাথে বৃষ্টিতে ভিজে ছিলাম দুজনে। এখন এগুলো শুধু স্মৃতি, এখন আকাশে মেঘ জমে বৃষ্টি নামলে তুমি আর আসবে না ভিজতে।
38. মেঘের সাথে মেঘ যখন অভিমান করে তখন ওই আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাই এই বৃষ্টি দেখে আমারও মনে অভিমান বাড়ে।
39. যখন বৃষ্টি পড়ে তখন প্রত্যাশা করো রংধনুর, আর যখন নেমে আসে আঁধার তখন প্রত্যাশা করো তারার।
40. বৃষ্টি শেষে সবাই ফিরবে তার আপন নীড়ে। এই ব্যস্ত শহর থেমে যায় ঝড় বৃষ্টির সাথে। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হোক এই শহরে, যাতে যান্ত্রিক মানুষগুলো কিছু সময়ের জন্য স্থির হয়।
বৃষ্টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস
41. ঝড় বৃষ্টির মত আমাদের জীবনেও ঝড় আসে, কিন্তু হতাশা না হয়ে সামনে এগিয়ে যেতে হবে ।কারণ ঝড় বৃষ্টি কিছু সময়ের জন্য আসে।
42. বৃষ্টি আসলে সবচাইতে খুশি হয় প্রকৃতি, কারণ বৃষ্টি এসে প্রকৃতিকে নতুন রূপ দিয়ে যায়।
43. বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না, যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ হয়!
44. কাচের গায়ে বৃষ্টি ফোটা জলছবি আর আমবে না, জমানো অনেক গল্প ছিল থাক তুমি বুঝবে না।
45. যদি ডেকে বলি এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘ মাল্লার করুণা ধারার দৃষ্টিতে।
46. বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ওই কদম গাছটার তলে।
47. যদি বৃষ্টিকে ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না, যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে।
48. টিপ টিপ বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে, এই মন না রয় ঘরে। জানি না তুমি আসবে কবে!
49. বৃষ্টি তুমি আরো কিছুক্ষণ থাকো না আমার পাশে, শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।
50. এই মেঘলা ঘরে একলা দিনে থাকে না তো মন, বৃষ্টি হলে খবর দিও হাঁটবো দুজন একসাথে।
বৃষ্টি নিয়ে বাণী
51. আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ে প্রতিটি বিন্দু, আকাশের বৃষ্টি মাটিতে ফলায় ফসল সিন্ধু।
52. যখন শ্রাবণের মেঘের দলগুলো আর কষ্ট সহ্য করতে পারে না, তখনই স্বর্গ থেকে কান্না হয়ে ঝরে পড়ে এই বৃষ্টি।
53. অর্ধেক আকাশ চাই না আমি, পুরো আকাশটা তোমারি থাক। ঝলমলে রোদ তোমায় দিলাম বৃষ্টি হলে খানিক দিও ভাগ।
54. একটি বেশ মেঘ করুক, বৃষ্টি নামুক বেশ জোরে। যত দুঃখ বিকিয়ে দিব জলের সাথে, জলের দরে।
55. সাড়া দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস, বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মারা ঘাস।
56. ঝুম বৃষ্টির ছন্দে মেতে পাখিরা সব চুপ, ইচ্ছে করে বৃষ্টি জলে দেয় না হয় ডুব।
57. আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করেছিলাম, এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।
58. সেদিন বৃষ্টি ছিল না, ছিল না মেঘ আকাশে! প্রথম দেখেছিলাম তোমায় শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
59. আপনার গালে একটি বৃষ্টির ফোঁটা অবতরণ হলো এমন একজনের কাছ থেকে একটি চুম্বন যে স্বর্গে বাস করে এবং আপনাকে দেখছে।
60. ছাদে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার মত আর কিছু নেই।
বৃষ্টি নিয়ে কবিতা
বৃষ্টি ঝরছে মেঘলা আকাশে,
জমছে মনেতে স্বপ্নের মেলা,
পৃথিবী যেন নাচে রিমঝিম সুরে,
ধুয়ে মুছে যাচ্ছে সব বেদনা।
পাতার ফাঁকে ফাঁকে টাপুর টুপুর,
জলের নাচন তালে তাল মেলে,
মাটি যেন গন্ধে ভরে উঠেছে,
মধুর সুখে মন যেন ভেসে চলে।
বৃষ্টি ভেজা পথে হাঁটে জীবন,
কোথাও থেমে, কোথাও আবার চলা,
প্রকৃতির এ যেন এক গান,
যে গান শুনে মন পায় ভালবাসা।
ছোট ছোট ফোঁটা যখন মাটিতে পড়ে,
কিসের যেন এক নতুন গল্প বলে,
জীবনের বৃষ্টি, আনন্দের ধারা,
এই মুগ্ধতা যেন থামতেই চায় না।
শিশির ভেজা সকালে বৃষ্টি শেষে,
সূর্য হাসে আকাশের কোলে,
মন বলে, “আয় না, চল বৃষ্টি পথে,
স্বপ্ন ছুঁয়ে একবার ঘুরে আসি।”
বৃষ্টি নিয়ে রোমান্টিক কবিতা
বৃষ্টি মানে শৈশবের স্মৃতি,
কাগজের নৌকা ভাসানো,
বন্ধুদের সাথে পুকুরে সাঁতার,
কত মধুর দিন ফিরে আসা।
বৃষ্টি মানে প্রিয় মানুষের অপেক্ষা,
একটা ছোট ছাতা, একসাথে থাকা,
ভেজা পথে হাত ধরা হেঁটে চলা,
কত গল্প, কত হাসি, কত ভালোবাসা।
বৃষ্টি মানে নতুন দিনের আশা,
সবুজে ভরে ওঠা প্রাণ,
পৃথিবী যেন নতুন সাজে সাজে,
এই জীবন যেন নতুন গান।
বৃষ্টি মানে প্রকৃতির আহ্বান,
সব বেদনা মুছে ফেলা,
বৃষ্টি মানে ভালোবাসার হাতছানি,
চিরকাল বেঁচে থাকার গল্প বলা।
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে,
মনের মাঝে সুর ঝরে,
মেঘের আড়ালে স্বপ্নেরা মেলে,
পৃথিবী যেন হাসে নীরবে।
পাতার কানে ফিসফিস করে,
বৃষ্টির ফোঁটা, টাপুর টুপুর,
মাটির গন্ধে ভরে ওঠে মন,
সবুজে ভরে যায় পুষ্পের ডাল।
রাস্তায় ভিজে যায় ছোট ছোট শিশু,
হাতে কাগজের নৌকা, হাসির কলতান,
একটু ভেজা, একটু খেলা,
বৃষ্টিতে মিলে যায় সব গল্পগান।
জানালার পাশে বসে দেখি,
পথে ভেজা পথিকের চলা,
ছাতার নিচে মুখ লুকানো,
স্বপ্নের আকাশে নতুন আলো।
বৃষ্টির ধারা, মনের জোয়ার,
জীবনের পথে নতুুর আশা,
প্রকৃতির এই রিমঝিম সুরে,
পাই নতুন স্বপ্নের বাতাস।
বৃষ্টি নিয়ে ছন্দ
বৃষ্টি নামল আকাশ ভেঙে,
মনে পড়ে গেল তোমার কথা,
সেই প্রথম দেখা, প্রথম কথা,
বৃষ্টির মতো সজল ছিল চোখ।
এক ছাতার নিচে, হাত ধরা,
পথে হাঁটার সেই স্মৃতি,
মনের মাঝে আজও জাগে,
বৃষ্টি মানেই তোমার ছবি।
রিমঝিম বৃষ্টিতে কফির কাপে,
তোমার হাসি মিশে যায়,
প্রতিটা ফোঁটা যেন বলে,
তুমি আছো, আমার হৃদয়ে।
বৃষ্টির ফোঁটা মনে করিয়ে দেয়,
তোমার সেই মিষ্টি আলাপ,
আজও শুনি, বৃষ্টির সুরে,
তোমার মনের মধুর গান।
বৃষ্টির প্রেম, মনের আকাশে,
সব সময় থাকে ভিজে,
তুমি আমি আর বৃষ্টি মিলে,
জীবন হবে সুখে ভরা পথে।
মেঘলা আকাশ, ঝরঝর বৃষ্টি,
মনে পড়ে পুরোনো সেই স্মৃতি।
রিমঝিম বৃষ্টিতে মন ভেজে,
সবুজে ভরে ওঠে প্রাণের মাটি।
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে,
জীবনের গান গায় অনবরত,
মনের মাঝে সৃষ্টি করে,
সুধা মধুর প্রেমের ছন্দ।
চলতে পথে ছাতা হাতে,
তোমার সাথে প্রথম দেখা,
বৃষ্টির ফোঁটা যেন বলছে,
এই মূহূর্তে থেমে যেও না।
বৃষ্টির মাঝে হাত ধরা,
পথে ভেজা সেই স্মৃতি,
আজও হৃদয়ে জাগায় আশা,
প্রেমের পথে চিরনবীন।
বৃষ্টির ঝরনা, নদীর কলতান,
মনের মাঝে বাজে সুমধুর গান,
প্রকৃতির এতো রূপের খেলা,
বৃষ্টিতে যেন ধরা দেয় প্রতিদিন।
পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল,
মনে করিয়ে দেয় জীবনের গল্প,
প্রকৃতির সাথে এই মিলনমেলা,
মনের আকাশে ছড়িয়ে দেয় আলো।
বৃষ্টির ছোঁয়ায় গন্ধ মাটির,
মনকে ভেজায়, প্রাণকে দেয় শীতলতা,
নতুন দিনের নতুন সূর্যোদয়,
বৃষ্টির ফোঁটায় খুঁজে পাই জীবনের কথা।
শিশির ভেজা সকালে, বৃষ্টি শেষে,
সূর্য ওঠে, আকাশ মেলে হাসি,
বৃষ্টির দিনে স্বপ্নেরা জাগে,
জীবনের পথে নব আনন্দ আসে।