প্রিয় পাঠক ভাই ও বোনেরা আজকের এই ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। যাদের ভাগিনা আছে তাদের জন্য আজকের এই পোষ্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা ভাগিনার জন্মদিনে শুভেচ্ছা স্ট্যাটাস জানাতে হয়। যাদের ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো প্রয়োজন তাদের জন্যই আজকের আমাদের এই পোস্ট। তাই ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়ে নিন।
আজকের এই পোস্টটি থেকে আপনারা ভাগিনার জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা, ভাগিনার জন্মদিনের স্ট্যাটাস, ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা, ভাগিনার জন্মদিনের কবিতা এবং ছোট ভাগিনার জন্মদিনের স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। তাই চলুন আর দেরি না করে দেখে নেয়া যাক ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে লেখা আজকের এই পোস্ট।
ভাগিনার জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক
অনেকের ভাগিনা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে ইসলামিক ভাবে শুভেচ্ছা জানাতে হয়। তাই মাদ্রাসায় পড়ুয়া ভাগিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিচের স্ট্যাটাস গুলো আপনাদের কাজে লাগবে। ভাগিনার জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা স্ট্যাটাস গুলো নিচে দেওয়া হলো।
১. প্রিয় ভাগিনা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তুমি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ! আমি অনেক ভালো আছি। আজকের এই দিনটিতে আল্লাহতালা তোমাকে পৃথিবীতে যেমন পাপ মুক্ত করে পাঠিয়েছিলেন, তেমনি তুমি পাপমুক্ত থেকো।
২. জন্মদিনের শুভেচ্ছা নিও ভাগিনা। আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। (আমিন)
৩. জন্মদিনের এই দিনটি তোমার ভালো কাটবে ইনশাল্লাহ! তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আমার প্রিয় ভাগিনা। শুভ জন্মদিন।
৪. তোমার জন্মই হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাই আজকে তোমার এই জন্মদিনে আবারো তোমাকে স্মরণ করিয়ে দিলাম, সব সময় আল্লাহর পথে থেকো।
ভাগিনার জন্মদিনের কবিতা
আজ ভাগিনার জন্মদিন,
দিনটা আজ খুব রঙিন।
দিনটি ছিল শুক্রবার,
ভাগিনার ওই জন্মবার।
ভাগিনার এই জন্মদিনে,
কেক কাটবো সবাই মিলে।
ভাগিনার মুখে ফুটবে হাসি,
ভাগিনা তোমায় ভালোবাসি।
ভাগিনা আমি তোমায় জানাই
জন্মদিনের শুভেচ্ছা,
তোমার প্রতি কমবে না
আমার ভালোবাসা।
আদর করে যখন তুমি
ডাকো আমায় মামা,
যতই ভুল করো তুমি
করে দেই আমি ক্ষমা।
দুষ্টু মিষ্টি ভাগিনা আমার
কতই দুষ্টুমি করে,
ভাগিনা তোমার কিছু হলে
যাব আমি মরে।
~~~///(^v^)\\\~~~
ভাগিনার জন্মদিনের স্ট্যাটাস
১. ভাগিনা, আজকের এই দিনটি তোমার জন্য স্পেশাল। কারণ এই দিনটিতে তুমি জন্মগ্রহণ করেছিলে। জন্মদিন তোমার আনন্দে কাটুক। শুভ জন্মদিন।
২. শুভ জন্মদিন ভাগিনা। তোমার জীবনে এই সুন্দরতম দিনটি বারবার ফিরে আসুক এবং তুমি অনেক সুখে থেকো হাসিখুশি থেকো। শুভ জন্মদিন।
৩. সবার মুখে হাসি ফুটিয়ে আজকের এই দিনটিতে তুমি আমাদের মাঝে এসেছিলে। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তুমি সবসময় সত্যের পথে থেকো।
৪. জন্মদিনের শুভেচ্ছা রইল। তোমার মনের সকল আশা পূরণ হবে একদিন ইনশাল্লাহ! দোয়া করি তোমার সকাল স্বপ্ন পূরণ হোক।
ভাগিনাকে জন্মদিনের শুভেচ্ছা
রাত পেরিয়ে এলো দিন
আজ ভাগিনার জন্মদিন
আজকের এই জন্মদিনে
তোমাকে জানাই শুভেচ্ছা🥀
তুমি আমার ভাগিনা
আমি তোমার মামা
জন্মদিনে আছে কি
তোমার কোন চাওয়া?
আজকে যদি আমার কাছে
করো কোন আবদার,
দিতে আমি চেষ্টা করব
সাধ্য দিয়ে আমার।
শুভ জন্মদিন ভাগিনা🥰
ছোট ভাগিনার জন্মদিনের স্ট্যাটাস
তুমি আমার নয়ন মনি
আকাশের ওই তারা,
আমার হৃদয় তোমার প্রতি
ভালবাসায় ভরা।
ছোট্ট আমার ভাগিনা টা
হবে অনেক বড়,
জন্মদিনে সবাই মিলে
এই দোয়াটি কর।
পাপমুক্ত ভাগিনা আমার
পাপ মুক্তই হয়ে থেকো,
বড় হওয়ার পরেও তুমি
আল্লাহর পথে থেকো।
সম্মানিত ভিজিটরস, আমাদের সাইটটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাগিনার জন্মদিন নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থ কামনা করে আজকের এই পোস্ট শেষ করলাম।