ইসলাম ধর্ম অনুসারীদের জন্য শবে মেরাজ গুরুত্বপূর্ণ একটি দিন। তবে অনেকেই শবে মেরাজ সম্পর্কে জানেনা। আজকের এই পোস্টে আমরা শবে মেরাজ সম্পর্কে জানিয়ে দেব। শবে মেরাজ এর ঘটনা, শবে মেরাজ কি, শবে মেরাজ কবে, শবে মেরাজ কত তারিখে সবকিছুরই উত্তর আমাদের আজকের এই পোস্টে আপনারা পেয়ে যাবেন। তাই শবে মেরাজ সম্পর্কে জানতে হলে আমাদের সম্পূর্ণ পোস্টটি ভাল পড়ে নিন।
অনেকেই আছে যারা ইন্টারনেটে শবে মেরাজ সম্পর্কে জানতে চাই। ইন্টারনেটে আপনারা যারা শবে মেরাজ কবে, শবে মেরাজ কত তারিখে, শবে মেরাজ কি ইত্যাদি কিছু লিখে সার্চ করে থাকেন তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন। এখন আপনাদের মাঝে শবে মেরাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরব। এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে।
শবে মেরাজ কি ?
সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে শবে মেরাজ। মহানবী সাঃ এর ঊর্ধ্ব জগৎ ভ্রমণ মেরাজ অর্থ ঊর্ধ্ব গমন। ইসলামী পরিভাষায় মেরাজ হল, মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর মক্কা থেকে জেরুজালেম, এবং সেখান থেকে আসমানে ভ্রমণ। ইসলাম ধর্ম মতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত হচ্ছে-যে রাতে ইসলামের নবী মুহাম্মদ সাঃ ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহন করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন।
লাইলাতুল মেরাজকে আমরা শবে মেরাজ বলে থাকি। আমরা সবাই একে শবে মেরাজ নামেই চিনি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভটি হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা আল কুরআনে তাঁর বান্দাদেরকে নামাজ পড়ার জন্য বেশ তাগিদ দিয়েছেন। এই শবে মেরাজের উসিলায় আমরা পেয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ। যা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। অনেক মুসলমান মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগির মাধ্যমে শবে মেরাজ উদযাপন করেন।
শবে মেরাজের ঘটনা
আমরা অনেকেই শবে মেরাজে পালন করে থাকি। তবে শবে মেরাজ এর প্রকৃত ঘটনাটিই হয়তো আমরা জানিনা। তাই শবে মেরাজের ঘটনাটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য এই পোষ্টের মধ্যে আমরা উল্লেখ করে দিয়েছি। তাই আপনারা যারা শবে মেরাজের ঘটনা সম্পর্কে জানতে চান, তারা এখান থেকে শবে মেরাজের ঘটনাটি জেনে নিতে পারবেন।
ইসলামের ইতিহাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাঃ নবুয়তের দশম বছরে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকছায় গমন করেন এবং সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। অতঃপর তিনি বরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে উর্ধালোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। এবং সেখান থেকেই তিনি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ উপহার নিয়ে আসেন।
ইসলামিক ক্যালেন্ডারে শবে মেরাজ কত তারিখে ?
আমরা সবাই ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে অভ্যস্ত। তাই আমরা বেশিরভাগ বাঙালি মুসলমানরাই ইসলামিক ক্যালেন্ডার সম্পর্কে ধারণা রাখি না। ইসলামিক ক্যালেন্ডারে হিজরী সাল গণনা করা হয় করা হয়। মুসলমানদের জন্য ইসলামিক যেসব অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো প্রতিটি ইসলামিক ক্যালেন্ডার দেখে এবং চাঁদ দেখে পালন করা হয়।
আমরা অনেকেই জানতে চাই ইসলামিক ক্যালেন্ডারে শবে মেরাজ কবে। তাই এখন আপনাদেরকে এটি জানিয়ে দেব। ইসলামিক ক্যালেন্ডারে রজব মাসের ২৬ তারিখ হচ্ছে শবে মেরাজ। এটি একটি নির্দিষ্ট তারিখ। প্রতিবছর এই দিনটিতেই শবে মেরাজ পালন করা হয়। রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর এবাদত বন্দেগী করে শবে মেরাজ উদযাপন করা হয়।
ইংরেজি ক্যালেন্ডারে শবে মেরাজ কত তারিখে ?
অনেকেই জানতে চান ইংরেজি ক্যালেন্ডার শবে মেরাজ কত তারিখে। তবে আপনারা হয়তো জানেন না ইংরেজি ক্যালেন্ডারে শবে মেরাজের নির্দিষ্ট কোন তারিখ নেই। কারণ শবে মেরাজের তারিখটি ইসলামিক ক্যালেন্ডার দ্বারা নির্ধারণ করা হয়। ইংরেজি ক্যালেন্ডার প্রতিবছর এটি চেঞ্জ হতে পারে। কারণ ইসলামিক ক্যালেন্ডার আর ইংরেজি ক্যালেন্ডার সম্পূর্ণ আলাদা।
ইংরেজি ক্যালেন্ডারে শবে মেরাজের তারিখের কোন ঠিক নেই। আপনারা যদি ইংরেজি ক্যালেন্ডার খেয়াল করেন তবে দেখতে পারবেন এক এক বছর এক এক তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে ইংরেজি ক্যালেন্ডার দেখে বুঝবো কি করে শবে মেরাজ কবে ? এটি বুঝার জন্যও কায়দা রয়েছে। কারণ ইংরেজি ক্যালেন্ডার ইংরেজি মাস ও তারিখের পাশাপাশি ভিন্ন রঙের কালিতে ইসলামী মাস ও তারিখ দেওয়া আছে। যেটা দেখেই আপনারা অনায়াসে বুঝতে পারবেন শবে মেরাজ কত তারিখে।
শবে মেরাজ ২০২৩ কত তারিখে ?
এ বছর অর্থাৎ শবে মেরাজ ২০২৩ এর তারিখটি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। যেহেতু ইসলামিক ক্যালেন্ডার প্রতিবছর রজব মাসের ২৬ তারিখে শবে মেরাজ পালন করা হয়। তাই এটি চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই। এ বছরও রজব মাসের ২৬ তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। তাই যারা ইসলামিক ক্যালেন্ডার সম্পর্কে জানেন তারা অবশ্যই খেয়াল রাখবেন রজব মাসের ২৬ তারিখ কবে। কারণ এই দিনটিই শবে মেরাজ।
ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর শবে মেরাজের তারিখ চেঞ্জ হয়। এ বছরও চেঞ্জ হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার এর মাধ্যমে মিলিয়ে দেখা যায় রজব মাসের ২৬ তারিখ দিনটি ইংরেজি মাসে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ পরে। এবছর শবে মেরাজ অর্থাৎ ২০২৩ এর শবে মেরাজ পালন করা হবে ১৮ই ফেব্রুয়ারি রোজ শনিবার। আমরা দিনটি সম্পর্কে খেয়াল রাখব। এবং সবাইকে শবে মেরাজের তারিখটি একটি জানিয়ে দেব। এতে করে তারাও আল্লাহর ইবাদত করতে পারবে, ফলে আপনিও সওয়াব পাবেন।
সম্মানিত পাঠক, আমাদের সাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ। আজকের এই পোস্টে আপনাদের মাঝে শবে মেরাজ কি, শবে মেরাজের ঘটনা, ইসলামিক ক্যালেন্ডার এর শবে মেরাজ কত তারিখে, ইংরেজি ক্যালেন্ডার এর শবে মেরাজ কত তারিখে এবং শবে মেরাজ ২০২৩ কত তারিখে তা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের আর্টিকেলে কোন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে শবে মেরাজের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পোস্ট শেষ করলাম।